সার্ভেয়িং MCQ
সিভিল ডিপার্টমেন্টের "" সার্ভেয়িং "" সাবজেক্টের সকল MCQ এখানে পাবেন। Civil Engineering এর চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল MCQ এর প্রশ্ন উত্তর ব্যাখ্যাসহ এখানে পাবেন। সহকারী/উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। Surveying all MCQ, Civil Engineering MCQ
381. শিকল জরিপে ভুলভ্রান্তি যদি ধনাত্মক হয়, তবে সংশোধনী হবে-
ধনাত্মক
ঋণাত্মক
সবসময়ই ধনাত্মক
কোনোটিই নয়
ব্যাখ্যা:
382. ভিত্তিরেখার দুই প্রান্তের স্টেশনগুলোর নাম-
প্রধান স্টেশন
অপ্রধান স্টেশন
সহযোগী স্টেশন
গ্রন্থি স্টেশন
ব্যাখ্যা:
383. লেভেলিং যন্ত্র ও স্টাফের মাঝে সর্বাধিক দূরত্ব কত হওয়া উচিত?[MODMR-06]
৫০ মিটার
৬০ মিটার
৮০ মিটার
১০০ মিটার
384. প্রতিসরণ কোণের সাহায্যে কোন বাঁক স্থাপন করা যায় না?
সরল
যৌগিক
বিপরীত
উল্লম্ব
385. খুব ভালো ফল পেতে রেলপথে কোনপদ্ধতিতে বাঁক বসাতে হয়?
স্পর্শক থেকে অফসেট
দীর্ঘ জ্যা থেকে অফসেট
বর্ধিত জ্যা থেকে অফসেট
এক থিওডোলাইট
386. লেভেল যন্ত্রের মৌলিক রেখা কয়টি?[ΒΕΡΖΑ-23]
৩টি
৪টি
৫টি
৬টি
ব্যাখ্যা: লেভেল যন্ত্রের মৌলিক রেখাসমূহ ৪টি, যথা-
(i) বাবল অক্ষ
(ii) কলিমেশন রেখা
(iii) উল্লম্ব অক্ষ
(iv) দুরবিন অক্ষ
387. কোন বাঁকে হঠাৎ দিক পরিবর্তন করা হয়?
সরল
যৌগিক
বিপরীত
কোনোটিই নয়
388. কোন বাঁক বরাবর সুপার এলিভেশনের মান ক্রমান্বয়ে বৃদ্ধিপ্রাপ্ত হয়? - [SB-16]
সরল
যৌগিক
ক্রান্তি বাঁক
বিপরীত
ব্যাখ্যা: ক্রান্তি বাঁকের শুরুতে সুপার এলিভেশনের মান শূন্য এবং দূরত্ব বৃদ্ধির সাথে সাথে ক্রমান্বয়ে বেড়ে ক্রান্তি বাঁকের শেষ বিন্দুতে অর্থাৎ বৃত্তাকার বাঁকের সাথে সংযোগস্থলে পূর্ণমাত্রায় সুপার এলিভেশন প্রাপ্ত হয়।
389. সমতল বাঁক নয় কোনটি?
যৌগিক
বিপরীত
উত্তল
মিশ্র
390. সম্মুখ বিয়ারিং উত্তর-পূর্ব হলে পশ্চাৎ বিয়ারিং হবে- [MODMR-06]
উত্তর-পশ্চিম
পূর্ব-পশ্চিম
দক্ষিণ-পশ্চিম
দক্ষিণ-পূর্ব
391. থিওডোলাইটের উল্লম্ব বৃত্ত যদি দর্শকের ডানে অবস্থানকরে, তবে তা-
বামমুখী অবস্থান
সম্মুখ অবস্থান
ডানমুখী অবস্থান
কোনোটিই নয়
ব্যাখ্যা:
392. থিওডোলাইটের মৌলিক রেখা-
৪টি
৫টি
৬টি
৭টি
ব্যাখ্যা: থিওডোলাইটের মৌলিক রেখা ৫টি, যথা-
(i) উল্লম্ব রেখা
(ii) অনুভূমিক রেখা
(iii) পাতের বাবল অক্ষ
(iv) কলিমেশন রেখা
(v) দুরবিনের বাবল অক্ষ।
393. ট্রানজিট থিওডোলাইটের কলিমেশন রেখা যন্ত্রের অনুভূমিক অক্ষের - থাকবে।
সমকোণে
সমান্তরালে
লম্বালম্বি
কোনাকুনি
394. থিওডোলাইটের স্থায়ী সমন্বয়ন-
৪টি
৫টি
৬টি
৭টি
ব্যাখ্যা: থিওডোলাইটের স্থায়ী সমন্বয়-৫টি, যথা-
(i) প্লেট লেভেলের সমন্বয়।
(ii) সার্কুলার লেভেলের সমন্বয়।
(iii) টিল্ট সেনসরের সমন্বয়।
(iv) অপটিক্যাল প্ল্যামেট সমন্বয়।
(v) হরিজন্টাল অক্ষের সাথে রেটিকেলের উল্লম্বত্ব ও রেটিকেল
লাইনের অবস্থান সমন্বয়।
395. স্থানীয় আকর্ষণ না থাকলে সম্মুখ ও পশ্চাৎ বিয়ারিং-এর পার্থক্য হওয়া উচিত- [R&H-06]
৬০°
৯০°
১৮০°
৩৬০°
396. অস্থায়ী সমন্বয়নের ধাপ কয়টি?
৩টি
৪টি
৫টি
৬টি
ব্যাখ্যা: অস্থায়ী সমন্বয়নের ধাপ তিনটি, যথা-
(i) সেন্টারিং,
(ii) ফোকাসিং ও টার্গেট সাইটিং,
(iii) লেভেলিং।
397. বাঁকে প্রথম স্পর্শক যত ডিগ্রি কোণে ডানে বা বামে মোড় নেয়, তাকে বলে-
স্পর্শক কোণ
কেন্দ্রীয় কোণ
প্রতিসরণ কোণ
ছেদ কোণ
398. এক রেখা জরিপলিপি ব্যবহৃত হয় কোন ধরনের নকশার জন্য?
ছোট স্কেল
বড় স্কেল
মাঝারি স্কেল
কোনোটিই নয়
ব্যাখ্যা:
399. রিলিফ উপস্থাপনের জন্য ব্যবহৃত হয়-
অনুভূমিক রেখা
সমোন্নতি রেখা
উল্লম্ব রেখা
ভগ্নরেখা
400. যে-সব ঘের প্রান্তিক স্টেশনে সমাপ্ত হয় না, তাদেরকে বলা হয়-
বদ্ধ ঘের
খোলা ঘের
উপ-ঘের
প্রধান ঘের