Image
সার্ভেয়িং MCQ
সিভিল ডিপার্টমেন্টের "" সার্ভেয়িং "" সাবজেক্টের সকল MCQ এখানে পাবেন। Civil Engineering এর চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল MCQ এর প্রশ্ন উত্তর ব্যাখ্যাসহ এখানে পাবেন। সহকারী/উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। Surveying all MCQ, Civil Engineering MCQ
381. সমতল বাঁক নয় কোনটি?
যৌগিক
বিপরীত
উত্তল
মিশ্র
382. থিওডোলাইটের স্থায়ী সমন্বয়ন-
৪টি
৫টি
৬টি
৭টি
383. স্থানীয় আকর্ষণ না থাকলে সম্মুখ ও পশ্চাৎ বিয়ারিং-এর পার্থক্য হওয়া উচিত- [R&H-06]
৬০°
৯০°
১৮০°
৩৬০°
384. লেভেল যন্ত্রের মৌলিক রেখা কয়টি?[ΒΕΡΖΑ-23]
৩টি
৪টি
৫টি
৬টি
385. থিওডোলাইটের উল্লম্ব বৃত্ত যদি দর্শকের ডানে অবস্থানকরে, তবে তা-
বামমুখী অবস্থান
সম্মুখ অবস্থান
ডানমুখী অবস্থান
কোনোটিই নয়
386. থিওডোলাইটের মৌলিক রেখা-
৪টি
৫টি
৬টি
৭টি
387. রিলিফ উপস্থাপনের জন্য ব্যবহৃত হয়-
অনুভূমিক রেখা
সমোন্নতি রেখা
উল্লম্ব রেখা
ভগ্নরেখা
388. শিকল জরিপে ভুলভ্রান্তি যদি ধনাত্মক হয়, তবে সংশোধনী হবে-
ধনাত্মক
ঋণাত্মক
সবসময়ই ধনাত্মক
কোনোটিই নয়
389. এক রেখা জরিপলিপি ব্যবহৃত হয় কোন ধরনের নকশার জন্য?
ছোট স্কেল
বড় স্কেল
মাঝারি স্কেল
কোনোটিই নয়
390. কোন বাঁকে হঠাৎ দিক পরিবর্তন করা হয়?
সরল
যৌগিক
বিপরীত
কোনোটিই নয়
391. প্রতিসরণ কোণের সাহায্যে কোন বাঁক স্থাপন করা যায় না?
সরল
যৌগিক
বিপরীত
উল্লম্ব
392. লেভেলিং যন্ত্র ও স্টাফের মাঝে সর্বাধিক দূরত্ব কত হওয়া উচিত?[MODMR-06]
৫০ মিটার
৬০ মিটার
৮০ মিটার
১০০ মিটার
393. যে-সব ঘের প্রান্তিক স্টেশনে সমাপ্ত হয় না, তাদেরকে বলা হয়-
বদ্ধ ঘের
খোলা ঘের
উপ-ঘের
প্রধান ঘের
394. অস্থায়ী সমন্বয়নের ধাপ কয়টি?
৩টি
৪টি
৫টি
৬টি
395. কোন বাঁক বরাবর সুপার এলিভেশনের মান ক্রমান্বয়ে বৃদ্ধিপ্রাপ্ত হয়? - [SB-16]
সরল
যৌগিক
ক্রান্তি বাঁক
বিপরীত
396. সম্মুখ বিয়ারিং উত্তর-পূর্ব হলে পশ্চাৎ বিয়ারিং হবে- [MODMR-06]
উত্তর-পশ্চিম
পূর্ব-পশ্চিম
দক্ষিণ-পশ্চিম
দক্ষিণ-পূর্ব
397. ভিত্তিরেখার দুই প্রান্তের স্টেশনগুলোর নাম-
প্রধান স্টেশন
অপ্রধান স্টেশন
সহযোগী স্টেশন
গ্রন্থি স্টেশন
398. ট্রানজিট থিওডোলাইটের কলিমেশন রেখা যন্ত্রের অনুভূমিক অক্ষের - থাকবে।
সমকোণে
সমান্তরালে
লম্বালম্বি
কোনাকুনি
399. খুব ভালো ফল পেতে রেলপথে কোনপদ্ধতিতে বাঁক বসাতে হয়?
স্পর্শক থেকে অফসেট
দীর্ঘ জ্যা থেকে অফসেট
বর্ধিত জ্যা থেকে অফসেট
এক থিওডোলাইট
400. বাঁকে প্রথম স্পর্শক যত ডিগ্রি কোণে ডানে বা বামে মোড় নেয়, তাকে বলে-
স্পর্শক কোণ
কেন্দ্রীয় কোণ
প্রতিসরণ কোণ
ছেদ কোণ