সার্ভেয়িং MCQ
সিভিল ডিপার্টমেন্টের "" সার্ভেয়িং "" সাবজেক্টের সকল MCQ এখানে পাবেন। Civil Engineering এর চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল MCQ এর প্রশ্ন উত্তর ব্যাখ্যাসহ এখানে পাবেন। সহকারী/উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। Surveying all MCQ, Civil Engineering MCQ
501. কোথাকার MSL-কে বাংলাদেশের Datum বলে ধরা হয়-
টেকনাফ
কক্সবাজার
চট্টগ্রাম
পটুয়াখালী
502. ত্রিভুজায়ন সিস্টেমের সর্বপ্রথম নিখুঁতভাবে মাপা হয়-[DWASA-20]
ভিত্তিরেখা
নিরীক্ষা রেখা
উত্তর রেখা
অফসেট রেখা
503. একটি Contour ম্যাপের কেন্দ্রের দিকে উচ্চতা বাড়লে বুঝা যায়, এটি- [BPSC-20]
জলাশয়
পাহাড়
সমতলভূমি
উপরের কোনোটিই নয়
504. Engineer's Chain-এর দৈর্ঘ্য কত? [MOEF-19, BPSC-20]
66 ফুট
100 ফুট
100 মিটার
300 ফুট
505. বামাবর্তী ঘেরের ক্ষেত্রে কোন বাহুর সম্মুখ পূর্ণবৃত্ত বিয়ারিং হবে?
p-a±180°
p-a±90°
p+a± 180°
p+ a ±90°
506. শব্দতরঙ্গ প্রেরণ ও গ্রহণ করে সমুদ্রের গভীরতা নির্ণয় করতে নিচের কোন যন্ত্রটি রাখতে হয়? [BGFCL-21]
সাউন্ডিং মেশিন
স্টেশন পয়েন্টার
সাউন্ডিং লেড
ফ্যাদোমিটার
507. ৩০ মিটার শিকল দিয়ে মেপে ১৪ ১২ ঢালবিশিষ্ট ভূমিতে কোনো জরিপ রেখার দৈর্ঘ্য পাওয়া গেল ৩৯২.৫ মিটার। পরে যাচাই করে দেখা গেল যে শিকলটি ৭.৫ সেন্টিমিটার ছোট ছিল। তাহলে, রেখার সংশোধিত দৈর্ঘ্য কত?[BWDB-20]
৩৯৩.১৬ মি
৩৯২.১৬ মি
৩৯১.১৬ মি
৩৯০.১৬ মি
508. ওলনসহ চিমটা যন্ত্রটি ব্যবহৃত হয়-
কম্পাস জরিপে
শিকল জরিপে
প্লেন টেবিল জরিপে
থিওডোলাইট জরিপে
509. বন্ধ ঘেরের সকল উত্তরায়নের সমষ্টি দক্ষিণায়নের সমষ্টির-
সমান
অসমান
কম
বেশি
510. স্বল্প সময়ে সহজে ঘের দেওয়ার জন্য করা হয়-
তদন্ত জরিপ
প্লেন টেবিল জরিপ
বাস্তু জরিপ
থিওডোলাইট জরিপ
511. কোনো রেখার পূর্ণবৃত্ত বিয়ারিং 300° হলে হ্রাসকৃত বিয়ারিং কত?
45°
30°
90°
60°
512. ছোট স্কেলের নকশায়নে বিশেষ উপযোগী-
কম্পাস জরিপ
শিকল জরিপ
প্লেন টেবিল জরিপ
থিওডোলাইট জরিপ
513. যদি ২৬০ মিটার দীর্ঘ লাইনের অক্ষাংশ ২১০ মিটার হয়, তাহলে বিয়ারিং কত হবে?[BWDB-20]
৫৩০
৩৬০
৪৬০
৫৭.৫০
514. দুটি স্পর্শক যে বিন্দুতে ছেদ করে তাকে বলে-[BBA-19]
স্পর্শক বিন্দু
শীর্ষবিন্দু
ছেদ বিন্দু
বাঁকের বিন্দু
515. কোনো বদ্ধ ঘেরের অক্ষাংশে বা দ্রাঘিমাংশের বীজগাণিতিক সমষ্টি হবে-
1
2
3
516. নির্ভুল Plane Table Survey-এর Centering বের করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয়, তার নাম-[BPSC-20]
Spirit level
Alidade
Plumbing fork
Trough compass
517. বন্ধ ঘেরের প্রতিসরণ কোণের বীজগাণিতিক সমষ্টি-
±90°
± 180°
±270°
±360°
518. ছেদ বিন্দু থেকে স্পর্শক বিন্দু পর্যন্ত দূরত্বকে বলে—[BBA-19]
ভারটেক্স
এপেক্স দূরত্ব
স্পর্শক দূরত্ব
মধ্য অর্ডিনেটের দূরত্ব
519. ডেটাম পৃষ্ঠের RL কত? [BBA-20]
শূন্য
৫০
১-১০০
২০০
কোনোটিই নয়
520. AB রেখার পূর্ণবৃত্ত বিয়ারিং 72° হলে, BA-এর হ্রাসকৃত বিয়ারিং হবে-
18° N/E
36° N/E
72° S/W
72° N/E