Image
সার্ভেয়িং MCQ
সিভিল ডিপার্টমেন্টের "" সার্ভেয়িং "" সাবজেক্টের সকল MCQ এখানে পাবেন। Civil Engineering এর চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল MCQ এর প্রশ্ন উত্তর ব্যাখ্যাসহ এখানে পাবেন। সহকারী/উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। Surveying all MCQ, Civil Engineering MCQ
521. রেলপথের ক্ষেত্রে কেন্দ্রাতিগ অনুপাতের মান- [BBA-23]
1/2
1/4
1/8
1/10
522. Substance bar কেন ব্যবহার করা হয়? [BGFCL-21]
লম্ব দূরত্ব মাপতে
ডিসপ্লেসমেন্ট মাপতে
আনুভূমিক দূরত্ব মাপতে
ঢাল মাপতে
কোনোটিই নয়
523. ৬৫। ধারাবাহিক বন্ধ কন্টুর রেখাগুলোর যদি বাইরের দিকে কন্টুর মান বেশি হয়, তবে তা নির্দেশ করে-(DM-19)
সমতল ভূমি
অধিত্যকা
জলাশয় বা পুকুর
পাহাড় বা টিলা
524. ভূ-আলোকচিত্র জরিপের ধাপ কয়টি?
১টি
২টি
৩টি
৪টি
কোনোটিই নয়
525. বর্তমানে কোনটির সাপেক্ষে বাংলাদেশের জিটিএস স্থাপন সুমীজী চকাণা করা হয়েছে?[BBA-23]
করাচি
কক্সবাজার গড় সমুদ্র সমতল
ভারত মহাসাগর
আরব সাগর
526. জল সমতল থেকে তলদেশ পর্যন্ত খাড়া দূরত্ব মাপার পদ্ধতিকে বলে- [MOCA-19, BBA-19, DWASA-20, BBA-23)
সাউন্ডিং
লঘুকৃত সাউন্ডিং
এলিভেশন
লঘুকৃত এলিভেশন
527. নিচের কোনটি ত্রিমাত্রিক জরিপ?[BB-21]
শিকল জরিপ
সমতলমিতি
কন্টুর জরিপ
থিওডোলাইট জরিপ
528. নকশায় দাগ নম্বর বসানোর কাজ আরম্ভ করতে হয়- [BBA-23]
উত্তর-পূর্ব কোণ থেকে
উত্তর-পশ্চিম কোণ থেকে
দক্ষিণ-পূর্ব কোণ থেকে
দক্ষিণ-পশ্চিম কোণ থেকে
529. পানি সরবরাহ ও পয়ঃপ্রণালির লাইন স্থাপনের জন্য করা হয়- [BBA-23]
শিকল জরিপ
প্রকৌশল জরিপ
থিওডোলাইট জরিপ
ভূতাত্ত্বিক জরিপ
530. ৬৬। Isometric projection-এ বেইস লাইনের সাথে যে কোণে কোনো বস্তু অঙ্কন করা হয়-(DM-19)
60° কোণে
45° কোণে
180° কোণে
120° কোণে
531. মাঠের সীমানা ও জমির আয়তন নির্ধারণের জন্য কোন ধরনের সার্ভেয়িং মেথড ব্যবহৃত হয়?[BGFCL-21]
রুরাল
আরবান
ক্যাডাস্ট্রাল
আইসোলেটেড
কোনোটিই নয়
532. Rise and Fall method কোন কাজের জন্য ব্যবহার করা হয়?[BPSC-22]
Field survey
Reconnaissance
Total station survey
Calculation of RL
533. Contouring-এর ডাইরেক্ট মেথডটি-
দ্রুত সম্পন্ন হয়
ধীরে সম্পন্ন হয়
অতি নির্ভুল প্রক্রিয়া
পাহাড়ি এলাকায় ব্যবহৃত হয়
534. ইঞ্জিনিয়ারিং শিকলের দৈর্ঘ্য কত? [DMLC-21]
0.66 ft
ft 1
20cm
25cm
535. বদ্ধ ঘেরের ক্ষেত্রফল নির্ণয় পদ্ধতি- [DMLC-21]
2টি
3টি
4টি
5টি
536. কন্টুর জরিপে প্রত্যক্ষ পদ্ধতি কোনটি?[PPA-23]
প্রস্থচ্ছেদ পদ্ধতি
টেকোমেট্রিক বিকিরণ পদ্ধতি
বিকিরণ রেখা পদ্ধতি
গ্রিড পদ্ধতি
537. পানির গভীরতা মাপার জন্য যে Servey করা হয় তাকে বলা হয়-[BADC-22]
Contour
Fly leveling
Sounding
Water leveling
538. বৃত্তাকার বাঁক কত প্রকার? [BBA-19; BSCIC-19]
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
539. বাস্তুসংস্থাপনের নিমিত্তে যে পদ্ধতিতে মাঠে সরজমিনে সমকোণ স্থাপন করা যায়- [BBA-23]
স্পিরিট লেভেল
লেভেল
কম্পাস
3-4-5 পদ্ধতি
540. গান্টার্স শিকলের দৈর্ঘ্য-[BB-21]
33ft
44ft
55ft
66ft