Image
সার্ভেয়িং MCQ
সিভিল ডিপার্টমেন্টের "" সার্ভেয়িং "" সাবজেক্টের সকল MCQ এখানে পাবেন। Civil Engineering এর চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল MCQ এর প্রশ্ন উত্তর ব্যাখ্যাসহ এখানে পাবেন। সহকারী/উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। Surveying all MCQ, Civil Engineering MCQ
541. 'ক' বিন্দু উপাত্ত তলের ২.৫০ মিটার নিচে অবস্থিত। 'খ' বিন্দু উপাত্ত তলের ৩.৫০ মিটার উপরে অবস্থিত। 'খ' বিন্দু থেকে 'ক' বিন্দুর আপেক্ষিক এলিভেশন কত? [PPA-23]
(+) 3.00m
(-) 3.00m
(+) 6.00m
(-) 6.00m
542. কন্টুর জরিপে প্রত্যক্ষ পদ্ধতি কোনটি?[PPA-23]
প্রস্থচ্ছেদ পদ্ধতি
টেকোমেট্রিক বিকিরণ পদ্ধতি
বিকিরণ রেখা পদ্ধতি
গ্রিড পদ্ধতি
543. গান্টার শিকলের কত শিকলে এক মাইল?
৫০
৬০
৭০
৮০
544. সার্ভেয়িং-এর বেঞ্চমার্কে RL বলতে কী বুঝায়? (PPA-23]
Reduced Level
Reduction Level
Regular Level
Regulatory Level
545. রাস্তার প্রস্তুতি তল সংস্থাপনের জন্য নিচের কোনটি করা হয়?
কটুরিং
স্টেডিয়া জরিপ
লেভেলিং
প্লেন টেবিল জরিপ
546. জল সমতল থেকে তলদেশ পর্যন্ত খাড়া দূরত্ব মাপার পদ্ধতিকে বলে- [MOCA-19, BBA-19, DWASA-20, BBA-23)
সাউন্ডিং
লঘুকৃত সাউন্ডিং
এলিভেশন
লঘুকৃত এলিভেশন
547. ডিজিটাল থিওডোলাইটের অস্থায়ী সময়ের প্রধান ধাপ নয়। কোনটি?[PPA-23]
জরিপ
সেন্টারিং
ফোকাসিং
লেভেলিং
548. কলিমেশন রেখার নিচের স্টেশনের জন্য আলোর প্রতিসরণে শুদ্ধির পরিমাণ কত?
-0.01121d2
+ 0.01121d2
0.01121d2
0.01221d²
549. 170 মিটার দূরবর্তী দুটি বিন্দু ক ও খ-এর স্টাফ পাঠ যথাক্রমে 0.75 মি., 1.85 মি, খ বিন্দুর RL 25 হলে ক বিন্দুর RL কত?[PPA-23]
25.10
26.10
27.10
28.10
550. পাহাড়ের ঝুলন্ত অংশে কম RL-এর কন্টুর রেখা মনিটরের কোন দিকে গমন করে? [PPA-23]
বাইরের দিকে
লম্বালম্বি দিকে
আড়াআড়ি দিকে
ভেতরের দিকে
551. রিলিফ উপস্থাপনে কোনটি ব্যবহৃত হয় না? [PPA-23]
হ্যাচার্স
টেন্টারিং
টেনটিং
কন্টুর লাইন
552. ইনভার স্টাফের ক্ষুদ্রতম পাঠমান কত?[PPA-23]
Imm
2mm
3mm
4mm
553. দিল্লি ও চট্টগ্রামের দ্রাঘিমা যথাক্রমে 80°00 E ও 90°30 E। চট্টগ্রামে যখন মধ্যাহ্ন, তখন দিল্লির সময় কত? [PPA-23]
১১ঘ.০মি
১১ঘ.০মি
১০ঘ.১৮মি
১১ঘ.১৮মি
554. সড়কের কেন্দ্রীয় রেখার কতদূর পর পর আড়াআড়ি প্রোফাইল দেখানো হয়? [PPA-23]
৩০ মিটার
৪০ মিটার
৫০ মিটার
৬০ মিটার
555. বৃহৎ ত্রিভুজায়ন জরিপের মাধ্যমে কোন ধরনের বেঞ্চমার্ক স্থাপন করা হয়? [PPA-23]
স্থায়ী
জিটিএস
অস্থায়ী
ধার্যকৃত
556. কোনো রেখার অক্ষাংশ ও দ্রাঘিমাংশ যথাক্রমে L ও D হলে হ্রাসকৃত বিয়ারিং কত হবে? [PPA-23]
0 = tan-1L/D
0 = tan1D/L
0 = cos-1L/D
0 = cos1L/D
557. কম্পাস জরিপে বিয়ারিং মাপার জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়?
কম্পাস
ক্রিনোমিটার
টেস
থিওডোলাইড
558. টেকোমিটার দিয়ে কী মাপা হয়?
বিয়ারিং
উচ্চতা
দৈর্ঘ্য
প্রন্থ
559. কোনটি দ্বারা গড় সমুদ্রতল বুঝানো হয়?
HFL
HSL
FL
MSL
560. সমুদ্র সমতল হতে ৫৫০ মি. উচ্চতায় একটি ভূমির উপর বেসলাইনের দৈর্ঘ্য মাপা হলো ৭২০ মিটার। যদি পৃথিবীর গড় ব্যাসার্ধ ৬৩৭২ কিমি হয় তবে সমুদ্র সমতলে বেসলাইনের দৈর্ঘ্য কত হবে? [PPA-23]
519.93785m
419.93785m
919.94765m
719.93785m