সার্ভেয়িং MCQ
সিভিল ডিপার্টমেন্টের "" সার্ভেয়িং "" সাবজেক্টের সকল MCQ এখানে পাবেন। Civil Engineering এর চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল MCQ এর প্রশ্ন উত্তর ব্যাখ্যাসহ এখানে পাবেন। সহকারী/উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। Surveying all MCQ, Civil Engineering MCQ
561. স্থানীয় আকর্ষন না থাকেেল সম্মুখ ও পশ্চাৎ বিয়ারিং এর পার্থক্য হওয়া উচিত-
৯০°
১৮০°
০°
৫০°
562. Theodolite দিয়ে মাপা যায়-
শুধুমাএ horizontal angle
শুধুমাত্র vertical angle
horizontal angle and vertical angle
কোনটিই নয়
563. প্লেন টেবিল সার্ভের জন্য কমপক্ষে কতগুলো স্টেশন আবশ্যক-
1
2
3
4
564. জরিপ কাজে কন্টুর ম্যাপ তৈরিতে কোন যত্রটি অপরিহার্য?
ইঞ্জিনিয়ার্স চেইন
লেভেল
থিওডোলাইট
প্লেইন টেবিল
565. যদি A এবং B স্থানে যথাক্রমে 3.5 m এবং 4.9m হয় এবং A স্থানে RL 100m হয়, তাহলে B স্থানে RL কত?
103.5 m
96.95m
104.9m
98. 6m
566. একটি সামান্তরিকের একটি বাহুর দৈর্ঘ্য ১০ ইঞ্চি এবং এই বাহুর সমান্তরিকের ক্ষেত্রফল -
80
40
20
60
567. ডেটাম পৃষ্ঠের R/L
30°
45°
60°
568. The method of surveying in which field work and plotting work are done simultaneously, is called (যে সার্ভেয়িং পদ্ধতিতে মাঠের কাজ এবং প্লটিং কাজ একই সাথে করা হয় তাকে বলে) [DM SAE 2019, BIMAN-2020]
compass surveying
levelling
plane tabling
chain surveying
569. In which type of surveying, the observation and the plotting are done simultaneously? (কোন ধরনের সার্ভেয়িং এ পর্যবেক্ষণ ও অংকন একই সাথে করা হয়?
Chain surveying
Plain table surveying
Leveling
Conturing
570. কোন পদ্ধতির জরিপ কার্যকে গ্রাফিক্যাল জরিপ পদ্ধতি বলা হয়?
শিকল জরিপ
প্লেন জরিপ
কম্পাস জরিপ
থিওডোলাইড জরিপ
571. এক একর সমান কত বর্গফুট?
১,০০০
৪০,০০০
৪৩,৫৬০
৪,৮৪০
572. এক ব্যাক্তির P মাইল যেতে Q ঘণ্টা লাগে, R মাইল যেতে কত ঘণ্টা সময় লাগবে?
PQ/R
P/QR
QR/P
PR/Q
573. একটি পুকুরের আয়তন বের করার ক্ষেত্রে নিম্নের কোন তথ্যটি অপরিহার্য?
ক্ষেত্রফল ও গভীরতা
কংন্টর ম্যাপ
দৈর্ঘ্য ও প্রস্থ
মাঝ বরাবর ব্যবচ্ছেদ চিত্র
574. Two contour lines of different elevations দুটি ভিন্ন উচ্চতা কন্টুর লাইন।
cross each other at right angles (পরষ্পরকে ৪৫ কোণে ছেদ করে)
cross each other at 45° angle [পরস্পরকে ৪৫ কোণে ছেদ করে।
cross each other at 135° angle [পরস্পরকে ১৩৫° কোণে ছেদ করে।
do not cross each other [পরষ্পরকে ছেদ করে না।
575. জরিপ কাজে কোন একটি স্টেশন লেভেল যন্ত্র দ্বারা নেয়া পাঠের কয়েকটি উদ্ধৃত হলো। কোনটি সবচেয়ে উচু স্থানে নিক্ষেপ করে?
২.২৫
৩.৭৫
৩.৬৫
৩.৮৫
576. Whole circle bearing system এ s 25° 15' E এর মান হবে-
115°15′
154°45'
205°15′
334°45'
577. ডেটাম লাইনের উপরে অথবা নিচে উলম্ব দূরত্বকে বলে-
Verticle line
Level line
Reduced level
None of these
578. সমভাবে বিস্তৃত কন্টুর রেখা কি নির্দেশ করে?
সমঢাল
খাড়া ঢাল
সমভূমি
উপত্যকা
579. গান্টার্স চেইন যথোপযুক্ত ব্যবহার করা যায় এই সার্ভেতে
Topographical survey
Revitional survey (আর এস)
Cadastral Survey (সি.এস)
Boundary survey
580. অপটিক্যাল স্কয়ারের দুইটি দর্পনের মধ্যবর্তী কোণ কত ডিগ্রী?
40°
50°
60°
90°