MCQ
521. Substance bar কেন ব্যবহার করা হয়? [BGFCL-21]
লম্ব দূরত্ব মাপতে
ডিসপ্লেসমেন্ট মাপতে
আনুভূমিক দূরত্ব মাপতে
ঢাল মাপতে
কোনোটিই নয়
ব্যাখ্যা: Substance bar-এর সাহায্যে প্রধান আনুভূমিক দূরত্ব মাপা হয়।
এর সাহায্যে 200m পর্যন্ত ছোট দূরত্ব মাপা হয়।
522. Rise and Fall method কোন কাজের জন্য ব্যবহার করা হয়?[BPSC-22]
Field survey
Reconnaissance
Total station survey
Calculation of RL
523. মাঠের সীমানা ও জমির আয়তন নির্ধারণের জন্য কোন ধরনের সার্ভেয়িং মেথড ব্যবহৃত হয়?[BGFCL-21]
রুরাল
আরবান
ক্যাডাস্ট্রাল
আইসোলেটেড
কোনোটিই নয়
ব্যাখ্যা: যে জরিপের সাহায্যে এককে বারে রুট লেভেলে কোন এলাকার মৌজা/গ্রাম জমিগুলো দাগে দাগে মেপে নকশা প্রণয়ন, মালিকানা ও স্বত্ব নিরূপণ জমির প্রকার নির্ধারণ, খাজনা ধার্যকরণ ইত্যাদি করা হয়, তাকে কিস্তোয়ার বা ক্যাডাস্ট্রাল সার্ভে বলে।
524. ইনভার স্টাফের ক্ষুদ্রতম পাঠমান কত?[PPA-23]
Imm
2mm
3mm
4mm
525. বদ্ধ ঘেরের ক্ষেত্রফল নির্ণয় পদ্ধতি- [DMLC-21]
2টি
3টি
4টি
5টি
526. কলিমেশন রেখার নিচের স্টেশনের জন্য আলোর প্রতিসরণে শুদ্ধির পরিমাণ কত?
-0.01121d2
+ 0.01121d2
0.01121d2
0.01221d²
ব্যাখ্যা: আলোর প্রতিসরণজনিত ভ্রান্তি বক্রতার ভ্রান্তির1 অংশ1 .. প্রতিসরণজনিত ভ্রান্তি =x0.0785d= 0.01121d
527. বাস্তুসংস্থাপনের নিমিত্তে যে পদ্ধতিতে মাঠে সরজমিনে সমকোণ স্থাপন করা যায়- [BBA-23]
স্পিরিট লেভেল
লেভেল
কম্পাস
3-4-5 পদ্ধতি
528. কন্টুর জরিপে প্রত্যক্ষ পদ্ধতি কোনটি?[PPA-23]
প্রস্থচ্ছেদ পদ্ধতি
টেকোমেট্রিক বিকিরণ পদ্ধতি
বিকিরণ রেখা পদ্ধতি
গ্রিড পদ্ধতি
ব্যাখ্যা: প্রত্যক্ষ জরিপ:
১। ফ্লাই লেভেলিং
২। প্রোফাইল লেভেলিং
৩। প্রস্থচ্ছেদ লেভেলিং
৪। বিনিময়ক্রম লেভেলিং
৫। কটুরিং।
529. নকশায় দাগ নম্বর বসানোর কাজ আরম্ভ করতে হয়- [BBA-23]
উত্তর-পূর্ব কোণ থেকে
উত্তর-পশ্চিম কোণ থেকে
দক্ষিণ-পূর্ব কোণ থেকে
দক্ষিণ-পশ্চিম কোণ থেকে
530. গান্টার্স শিকলের দৈর্ঘ্য-[BB-21]
33ft
44ft
55ft
66ft
531. জল সমতল থেকে তলদেশ পর্যন্ত খাড়া দূরত্ব মাপার পদ্ধতিকে বলে- [MOCA-19, BBA-19, DWASA-20, BBA-23)
সাউন্ডিং
লঘুকৃত সাউন্ডিং
এলিভেশন
লঘুকৃত এলিভেশন
ব্যাখ্যা: জলের নিচের কোনো বিন্দুর অবস্থান বা দূরত্ব মাপাকে সাউন্ডিং বলে।
532. পানির গভীরতা মাপার জন্য যে Servey করা হয় তাকে বলা হয়-[BADC-22]
Contour
Fly leveling
Sounding
Water leveling
533. 170 মিটার দূরবর্তী দুটি বিন্দু ক ও খ-এর স্টাফ পাঠ যথাক্রমে 0.75 মি., 1.85 মি, খ বিন্দুর RL 25 হলে ক বিন্দুর RL কত?[PPA-23]
25.10
26.10
27.10
28.10
ব্যাখ্যা: ক বিন্দুর RL = খ বিন্দুর RL + খ বিন্দুর স্টাফ পাঠ -ক বিন্দুর স্টাফ পাঠ = 25 +1.85-0.75 = 26.10
534. রেলপথের ক্ষেত্রে কেন্দ্রাতিগ অনুপাতের মান- [BBA-23]
1/2
1/4
1/8
1/10
535. সড়কের কেন্দ্রীয় রেখার কতদূর পর পর আড়াআড়ি প্রোফাইল দেখানো হয়? [PPA-23]
৩০ মিটার
৪০ মিটার
৫০ মিটার
৬০ মিটার
536. পানি সরবরাহ ও পয়ঃপ্রণালির লাইন স্থাপনের জন্য করা হয়- [BBA-23]
শিকল জরিপ
প্রকৌশল জরিপ
থিওডোলাইট জরিপ
ভূতাত্ত্বিক জরিপ
ব্যাখ্যা: পানি সরবরাহ ও পয়ঃপ্রণালির লাইন স্থাপনের জন্য স্থাপন করা হয়- প্রকৌশল জরিপ।
537. নিচের কোনটি ত্রিমাত্রিক জরিপ?[BB-21]
শিকল জরিপ
সমতলমিতি
কন্টুর জরিপ
থিওডোলাইট জরিপ
ব্যাখ্যা: ত্রিমাত্রিক জরিপই মূলত থিওডোলাইট জরিপ। এটি একটি কৌণিক জরিপ। থিওডোলাইট জরিপের সাহায্যে ত্রিভুজ বা বহুভূজগুলোর প্রত্যেকটি কোণ মাপা হয়।
538. ইঞ্জিনিয়ারিং শিকলের দৈর্ঘ্য কত? [DMLC-21]
0.66 ft
ft 1
20cm
25cm
ব্যাখ্যা: ইঞ্জিনিয়ারিং শিকল বা প্রকৌশল শিকলের দৈর্ঘ্য 100ft যা সমান 100 ভাগে বিভক্ত। অর্থাৎ প্রতি লিংকের দৈর্ঘ্য 1ft। প্রশ্নে প্রতি লিংক শব্দটি নেই। গান্টার শিকলের প্রতি লিংকের দৈর্ঘ্য 0.66 ft মিটার শিকলের প্রতি লিংকের দৈর্ঘ্য 0.20 m, 0.30 m
539. বর্তমানে কোনটির সাপেক্ষে বাংলাদেশের জিটিএস স্থাপন সুমীজী চকাণা করা হয়েছে?[BBA-23]
করাচি
কক্সবাজার গড় সমুদ্র সমতল
ভারত মহাসাগর
আরব সাগর
540. ভূ-আলোকচিত্র জরিপের ধাপ কয়টি?
১টি
২টি
৩টি
৪টি
কোনোটিই নয়
ব্যাখ্যা: -আলোকচিত্র জরিপে সরজমিনে তিনটি কার্যাদি সম্পন্ন হয়- ১। পর্যবেক্ষণ জরিপ, ২। ত্রিভুজায়ন, ৩। ক্যামেরার কাজ।