Image
MCQ
521. কলিমেশন রেখার নিচের স্টেশনের জন্য আলোর প্রতিসরণে শুদ্ধির পরিমাণ কত?
-0.01121d2
+ 0.01121d2
0.01121d2
0.01221d²
522. সড়কের কেন্দ্রীয় রেখার কতদূর পর পর আড়াআড়ি প্রোফাইল দেখানো হয়? [PPA-23]
৩০ মিটার
৪০ মিটার
৫০ মিটার
৬০ মিটার
523. গান্টার্স শিকলের দৈর্ঘ্য-[BB-21]
33ft
44ft
55ft
66ft
524. Substance bar কেন ব্যবহার করা হয়? [BGFCL-21]
লম্ব দূরত্ব মাপতে
ডিসপ্লেসমেন্ট মাপতে
আনুভূমিক দূরত্ব মাপতে
ঢাল মাপতে
কোনোটিই নয়
525. মাঠের সীমানা ও জমির আয়তন নির্ধারণের জন্য কোন ধরনের সার্ভেয়িং মেথড ব্যবহৃত হয়?[BGFCL-21]
রুরাল
আরবান
ক্যাডাস্ট্রাল
আইসোলেটেড
কোনোটিই নয়
526. রেলপথের ক্ষেত্রে কেন্দ্রাতিগ অনুপাতের মান- [BBA-23]
1/2
1/4
1/8
1/10
527. 170 মিটার দূরবর্তী দুটি বিন্দু ক ও খ-এর স্টাফ পাঠ যথাক্রমে 0.75 মি., 1.85 মি, খ বিন্দুর RL 25 হলে ক বিন্দুর RL কত?[PPA-23]
25.10
26.10
27.10
28.10
528. বদ্ধ ঘেরের ক্ষেত্রফল নির্ণয় পদ্ধতি- [DMLC-21]
2টি
3টি
4টি
5টি
529. নিচের কোনটি ত্রিমাত্রিক জরিপ?[BB-21]
শিকল জরিপ
সমতলমিতি
কন্টুর জরিপ
থিওডোলাইট জরিপ
530. বর্তমানে কোনটির সাপেক্ষে বাংলাদেশের জিটিএস স্থাপন সুমীজী চকাণা করা হয়েছে?[BBA-23]
করাচি
কক্সবাজার গড় সমুদ্র সমতল
ভারত মহাসাগর
আরব সাগর
531. পানি সরবরাহ ও পয়ঃপ্রণালির লাইন স্থাপনের জন্য করা হয়- [BBA-23]
শিকল জরিপ
প্রকৌশল জরিপ
থিওডোলাইট জরিপ
ভূতাত্ত্বিক জরিপ
532. কন্টুর জরিপে প্রত্যক্ষ পদ্ধতি কোনটি?[PPA-23]
প্রস্থচ্ছেদ পদ্ধতি
টেকোমেট্রিক বিকিরণ পদ্ধতি
বিকিরণ রেখা পদ্ধতি
গ্রিড পদ্ধতি
533. বাস্তুসংস্থাপনের নিমিত্তে যে পদ্ধতিতে মাঠে সরজমিনে সমকোণ স্থাপন করা যায়- [BBA-23]
স্পিরিট লেভেল
লেভেল
কম্পাস
3-4-5 পদ্ধতি
534. ইনভার স্টাফের ক্ষুদ্রতম পাঠমান কত?[PPA-23]
Imm
2mm
3mm
4mm
535. নকশায় দাগ নম্বর বসানোর কাজ আরম্ভ করতে হয়- [BBA-23]
উত্তর-পূর্ব কোণ থেকে
উত্তর-পশ্চিম কোণ থেকে
দক্ষিণ-পূর্ব কোণ থেকে
দক্ষিণ-পশ্চিম কোণ থেকে
536. Rise and Fall method কোন কাজের জন্য ব্যবহার করা হয়?[BPSC-22]
Field survey
Reconnaissance
Total station survey
Calculation of RL
537. ইঞ্জিনিয়ারিং শিকলের দৈর্ঘ্য কত? [DMLC-21]
0.66 ft
ft 1
20cm
25cm
538. পানির গভীরতা মাপার জন্য যে Servey করা হয় তাকে বলা হয়-[BADC-22]
Contour
Fly leveling
Sounding
Water leveling
539. ভূ-আলোকচিত্র জরিপের ধাপ কয়টি?
১টি
২টি
৩টি
৪টি
কোনোটিই নয়
540. জল সমতল থেকে তলদেশ পর্যন্ত খাড়া দূরত্ব মাপার পদ্ধতিকে বলে- [MOCA-19, BBA-19, DWASA-20, BBA-23)
সাউন্ডিং
লঘুকৃত সাউন্ডিং
এলিভেশন
লঘুকৃত এলিভেশন