MCQ
101. ধারাবাহিক বন্ধ কটুর রেখাগুলোর যদি বাইরের দিকে কন্টুর মান বেশি হয়, তবে তা নির্দেশ করে-
উচু-নিচু
সমতল
জলাশয় বা পুকুর
পাহাড় বা টিলা
102. কত দূরত্বের জন্য বক্রতা ও প্রতিসরণ শুদ্ধির প্রয়োজন হয় না?
250 মিটারের কম
300 মিটারের কম
350 মিটারের কম
200 মিটারের কম
103. সমতলদিত প্রধানত কত প্রকার?
২
৫
৭
৯
104. পৃথিবীর বক্রতা ও প্রতিসরণের জন্য সংযুক্ত শুদ্ধি-
4.0.0785 d^2 (m)
0.0762 d ^2(m)
0729 d^2 (m)
0.072 d^2 (m)
105. ট্রানজিট থিওডোলাইট কত ডিগ্রি পর্যন্ত কোণ পরিমাপ করতে পারে?
360°
90°
270°
180°
106. থিওডোলাইট প্রধানত কত প্রকার?
2
4
3
5
107. কোনটি সঠিক?
যন্ত্রের উচ্চতা =স্টেশনের আ.এল + স্টেশনের (土) স্টাফ পাঠ)
যন্ত্রের উচ্চতা= আ.এল স্টাফ
RL= HI+ স্টাফ পাঠ
স্টাফ পাঠ = HI+RE
108. প্রতিসরণজনিত শুদ্ধি, বক্রতার শুদ্ধির কত?
1/6
1/7
4.1/5
1/8
109. থিওডোলাইট দিয়ে পরিমাপ করা যায়-
অনুভূমিক কোণ
উলম্ব কোণ
অনুভূমিক ও উলম্ব কোণ
কোনটি নয়
110. ভূ-পৃষ্ঠের বন্ধুরতা বা উচু নিচুতা জানার জন্য যে লম্বালম্বি ছেদন করা হয়, তাকে বলে-
লম্বালম্বি প্রোফাইল
আড়াআড়ি প্রোফাইল
কোনাকুনি প্রোফাইল
কোনটিই নয়
111. সমদূরত্বে কন্টুর রেখার অবস্থিতি নির্দেশ করে-
পাহাড়
সমঢাল
উঁচুনিচু
অসমঢাল
112. পাশাপাশি দুটি কন্টুরের উলম্ব দূরত্বকে বলে-
সমোন্নতি ব্যবধান
উলম্ব ব্যবধান
অনুভূমিক সমার্থক
(ক+ খ)
113. কোনটি যান্ত্রিক ত্রুটি--
লেভেল যন্ত্রের ত্রুটিপূর্ণ স্থায়ী সমন্বয়ন
যন্ত্রের ত্রুটিপূর্ণ অস্থায়ী সমন্বয়ন
ভূ-পৃষ্ঠের বক্রতাজনিত ত্রুটি
পেরালাক্স অবস্থায় পাঠ গ্রহণ
114. ফন্টুর মানচিত্রের ক্ষেত্রে ফোনটি সত্য?
মানচিত্র যাওখানে শেষ হবে না
এটি মিলে যাবে
মানচিত্রের বাইর দিকে চলে যাবে
উপরের সব কয়টি
115. পাশাপাশি দুটি কন্টুরের আনুভূমিক দূরত্বকে বলে-
সমোন্নতি ব্যবধান
উলম্ব ব্যবধান
অনুভূমিক সমার্থক
কোনটি নয়
116. পূর্ববর্তী দুই বিন্দুর (নদী) মাঝে যদি যন্ত্র যোজনা করা। কোন ধরনের লেভেলিং করা হয়?
পার্থক্যায়ন
বিনিময়ক্রম
প্রোফাইল
ত্রিকোণমিতিক
117. দূরবর্তী বিন্দুতে আরএল, বহন করে নেয়ার জন্য কোন ধরনের লেভেলি করা হয়?
পার্থক্যায়ন
বিনিময়ক্রম
প্রোফাইল
ত্রিকোণমিতিক
118. লেভেলিং এর মিলন প্রস্রাপ্তির নির্ণয়ে ব্যবৃহত সূত্র-
E= k√C
E=kc
E=c√M
E=c√k^2
119. কোনটি বিনিময়ক্রম লেভেলিং এর উদ্দেশ্য?
এলিভেশনের প্রকৃত পার্থক্য নির্ণয়
বক্রতা ও প্রতিসরণ প্রাপ্তি মুক্ত করা
কলিমেশন ভ্রান্তি দূর করা
দুই বিন্দুর মাঝামাঝি যন্ত্র স্থাপনার অসুবিধা দূর করা
120. কোনটি পরোক্ষ লেভেলিং--
বিনিময়তম
পার্থক্যায়ন
প্রোফাইল
ত্রিকোণমিতিক