MCQ
141. কোন জরিপে একই সাথে মাঠের কাজ ও নকশায়ন সম্পন্ন হয়?
কম্পাস জরিপ
শিকল জরিপ
প্লেন টেবিল জরিপ
থিওডোলাইট জরিপ
142. সিমসনের নিয়মে ক্ষেত্রফল বের করা যায়-
ভাগ সংখ্যা জোড়
ভাগ সংখ্যা বিজোড়
কোটি সংখ্যা জোড়
কোনটি নয়
143. বিষুব রেখার সম্মুখ বিয়ারিং ও পশ্চাৎ বিয়ারিং- এর পার্থক্য-
0°
90°
360°
180°
144. কোন কম্পাসের পাঠমান ঢাকনি কাচের উপর দিয়ে পড়তে হয়?
প্রিজমেটিক কম্পাস
সার্ভেয়ার কম্পাস
নৌ কম্পাস
ট্রাফ কম্পাস
145. কোন জ্যামিতিক নীতির ওপর ভিত্তি করে পেন্টাগ্রাফ নির্মিত হয়?
রৈখিক নীতি
সামান্তরিক নীতি
কৌণিক নীতি
কোনটি নয়
146. দাহী বন্টনের উদ্দেশ্য-
ভূমি বণ্টন
ভূমি স্বত্ব নির্ধারণ
ভূমির সাম্য বণ্টন
ভূমির শ্রেণিবিন্যাস
147. 150° পূর্ণবৃত্ত বিয়ারিং- এর হ্রাসকৃত বিয়ারিং-
S 30°E
S 30°W
N 10°E
N 10°W
148. কম্পাস জরিপে বিয়ারিং মাপার জন্য ব্যবহৃত হয়-
কম্পাস
টেপ
ক্লিনোমিটার
থিওডোলাইট
149. 200 m দৈর্ঘ্য বিশিষ্ট লাইনের বিয়ারিং 30° হলে দ্রাঘিমাংশ কত?
173.2 m
100m
203.2 m
200m
150. সর্বাধিক প্রচলিত প্লেনোমিটার-
আধুনিক প্লেনোমিটার
রোলার প্লেনোমিটার।
অ্যমসলারের প্লেনোমিটার
পিথাগোরাসের প্লেনোমিটার
151. কোন ধরনের রেখা থেকে অফসেট নিয়ে নকশায় জমির প্লটগুলো চিহ্নিত করা হয়?
মোরকা রেখা
সিকমি রেখা
পরতাল রেখা
শটান রেখা
152. স্বল্প সময়ে সহজে ঘের দেওয়ার জন্য করা হয়-
তদন্ত জরিপ
বাস্তু জরিপ
প্লেন টেবিল জরিপ
থিওডোলাইট জরিপ
153. কম্পাস জরিপ করা যায় না-
লোহার খনি এলাকায়
জলাভূমি এলাকায়
স্বর্ণখনি এলাকায়
সামাড়িয়া এলাকায়
154. পাহাড়িয়া এলাকায় স্বল্প সময়ে কোন জরিপ সহজে করা যায়?
তদন্ত জরিপ
প্লেন টেবিল জরিপ
বাস্তু জরিপ
থিওডোলাইট জরিপ
155. গুলনসহ চিমটা যন্ত্রটি ব্যবহৃত হয়-
কম্পাস জরিপে
শিকল জরিপে
প্লেন টেবিল জরিপে
থিওডোলাইট জরিপে
156. জরিপ কাজে সর্বাধিক ব্যবহৃত কম্পাসের নাম-
প্রিজমেটিক কম্পাস
সার্ভেয়ার কম্পাস
নৌ কম্পাস
ট্রাফ কম্পাস
157. একই রেখায় সম্মুখ বিয়ারিং ও পশ্চাৎ বিয়ারিং এর পার্থক্য-
0°
180 °
90°
360°
158. চান্দা কি ধরনের স্টেশন?
স্থায়ী
পাকা
অস্থায়ী
ত্রিসীমানা
159. নকশায় দাগ নম্বর বসানোর কাজ আরম্ভ করতে হয়-
উত্তর- পূর্ব কোণ থেকে
উত্তর- পশ্চিম কোণ থেকে
দক্ষিণ পূর্ব কোণ থেকে
দক্ষিন পশ্চিম কোণ থেকে
160. ছোট স্কেলের নকশায়নে বিশেষ উপযোগী-
কম্পাস জরিপ
শিকল জরিপ
প্লেন টেবিল জরিপ
থিওডোলাইট জরিপ