Image
MCQ
181. The bending stress and shearing stress at neutral axis of a simple beam section are respectively (বীম প্রস্থচ্ছেদের নিরপেক্ষ অক্ষে বেন্ডিং স্ট্রেস ও শিয়ারিং স্ট্রেস যথাক্রমে-)
maximum & maximum
minimum & maximum
maximum & minimum
minimum & minimum
183. The ratio of inertia force to gracity force is called [ ইনশিয়া ফোর্স ও গ্রাভিটিশনাল ফোর্সের অনুপাতকে-
বেজিন ধ্রুবক
ফ্রাউড নাম্বার
রিনোল্ড নাম্বার
কোনাটি নয়
185. Minimum bending section (under pure bending) is - বেন্ডিং এর ক্ষেত্রে একটি নীরেট আয়তকার বীমের সর্বনিম্ন বেন্ডিং পীড়ন হয়।
½ of the maximum bending stress সর্ব্বোচ্চ বেন্ডিং পীড়নের দুই ভাগের এক ভাগ।
1/3 of the maximum bending stress (সর্ব্বোচ্চ বেন্ডিং পীড়নের তিন ভাগের এক ভাগ
¼ of the maximum bending stress সর্ব্বোচ্চ বেন্ডিং পীড়নের চার ভাগের এক ভাগ]
Zero (শূন্য)
186. What is the magnitude of the reaction at support B of the beam as shown below? [নিম্নে প্রদর্শিত বীমের B সাপোর্টে প্রতিক্রিয়া বলের পরিমাণ কত?]
80 kN
120 kN
100 KN
140 kN
187. ৬০ গ্রেড ইস্পাত এর মূল বৈশিষ্ট্য কী?
আলটিমেট স্ট্রেস্থ ৬০,০০০ পিএসআই
ইন্ড স্ট্রেন্থ ৬০,০০০ পিএসআই
ইলোনগেশন ৬০%
কনভার্ট এলিভেশন
188. The unit of stress in M.K.S. units is (M.K.S. পদ্ধতিতে পীড়নের একক কোনটি)
kg-cm
N/m²
kg/m²
kg/cm²
189. বস্তুর দৈর্ঘ্যর পরিবর্তনের হেতু Strain কে বলা হয়-
Linear strain
Lateral strain
Shear strain
Volumetric strain
190. 21 fit লম্বা একটি বীমের আকার 10"× 21"। বীমাটিতে 1:1.5:3 অনুপাতে কত ব্যাগ সিমেন্ট লাগবে।
7 ব্যাগ
9 ব্যাগ
11 ব্যাগ
10 ব্যাগ
191. চিত্রে পীড়ন ও বিকৃতি ডায়াগ্রামে mild steel এর ductility কী হবে?
P বিন্দু
Y₁ বিন্দু
Y₂ বিন্দু
B বিন্দু
192. L দৈর্ঘ্য বিশিষ্ট একটি Simply Supported Beam এর Mid point এ P লোড দিলে উহার সর্বোচ্চ Bending Moment কত?
PL
PL/4
PL²
PL/2
194. Center of buoyanc always [প্লবতার কেন্দ্র সর্বদা-]
Coincides with the centre of gravity
Coincides with centroid of the volume of fluid displaced
Remain above the centre of gravity
Remain below the centre of gravity