Image
MCQ
161. এক ইঞ্চিতে কত সেন্টিমিটার?[BPSC-22]
২ সেমি
৩ সেমি
২.৫৪ সেমি
৩.৩০ সেমি
162. এক নিউটন সমান = ?
০.৫০৫ পাউন্ড
০.২২৫ পাউন্ড
০.৭২৭ পাউন্ড
১ পাউন্ড
164. স্টিলের Young's modulus of elasticity হবে- [MOLE-19, BB-21]
150 kN/mm²
250 kN/mm²
200 kN/mm²
275 kN/mm²
165. 50 mm² ক্ষেত্রফলের উপর 5N বল প্রয়োগ করলে পীড়নের পরিমাণ হবে-
10 MPa
1 MPa
0.1 MPa
0.01 MPa
166. a বাহুবিশিষ্ট কোন বর্গাকৃতি বীমে M বেন্ডিং মোমেন্টের কারণে সৃষ্ট বেন্ডিং পীড়ন হবে-
6 M/a³
4 M/a3
3 M/a³
5 M/a³
167. 60 grade steel এর minimum yield strength কত?
72500 psi
55000 psi
60000 psi
40000 psi
168. দুটি বলের লব্ধি শূন্য হবে বল দুটি- [BADC-22]
পরস্পর সমান হলে
পরস্পর একই সরল রেখা বরাবর ক্রিয়া করলে
পরস্পর সমকোণে ক্রিয়া করলে
সমান ও বিপরীতমুখী হলে
170. T ব্যাসবিশিষ্ট নিরেট শ্যাফটে D টর্কেও কারনে উৎপন্ন শিয়ার পীড়ন হবে-
16T / πd³
32T / πd³
16T / πd²
16T / πα4
171. একটি শ্যাফট 300 rpm-এ 5 kW পাওয়ার সঞ্চারিত করে। উক্ত শ্যাফটে আরোপিত টর্ক কত? [BADC-22]
149.15 N-m
169.15 N-m
159.15 N-m
129.15 N-m
172. ১০ মিটার দৈর্ঘ্যের একটি Simiply supported beam-এর ঠিক মধ্যখানে একটি 10kN concentrated load প্রয়োগ করলে সর্বোচ্চ Bending moment কত হবে? [BPSC-22]
100 kN-m
50 kN-m
25 kN-m
কোনোটিই নয়
174. Hook's Law-এর বৈধতা থাকে- [BPSC-20, BREB-23]
Yield point
Elastic limit
Plastic limit
Breaking point পর্যন্ত
175. বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের হেলানো সরলরেখা কোনটি নির্দেশ করে -
শূন্য লোড
কাপল লোড
হেলানো লোড
সেন্ট্রাল লোড
176. 1 Mpa সমান কত Psi
10.2 Psi
0.00689 Psi
145 Psi
9.81 Psi
177. Shear force diagram linear হলে Moment diagram কী হবে? [BPSC-22]
Linear
1st order parabola
Second order parabola
Cubical
178. L মিটার দৈর্ঘ্যের সাধারণভাবে স্থাপিত বীমের মধ্যে বিন্দুতে P লোড দেওয়া হলে সর্ব্বোচ্চ মোমেন্ট হবে-
PL/2
PL/4
PL/8
PL/12
179. স্টেনসাইল বল প্রয়োগে যে গুণের জন্য পদার্থকে তারে রূপান্তরিত করা সম্ভব, তাকে বলে- [BADC-22]
প্লাস্টিসিটি
ইলাস্টিসিটি
ডাকটিলিটি
টাফনেস
180. পয়সনের অনুপাত বলতে কি বুঝায়-
পার্শ্ব বিকৃতি / দৈর্ঘ্য বিকৃতি
দৈর্ঘ্য বিকৃতি / পার্শ্ব বিকৃতি
পার্শ্ব হ্রাস / দৈর্ঘ্য বৃদ্ধি
দৈর্ঘ্য বৃদ্ধি/ পার্শ্ব হ্রাস