Image
MCQ
141. Modular ratio of the two material is the ratio of- linear stress to linear strain [MOD-20]
shear stress to shear strain
their modulus of elasticities
linear stress to linear strain
their modulus of rigidities
142. যদি দুটি কলও) একই সরল রেখায় কাজ করে কিন্তু পরস্পর বিপরীতমুখী তখন বলদ্বয়ের লব্ধি হবে- (LGED-19]
R=P+Q
R=2PQcosθ/2
R=P-Q
R=√(P^2+Q^2 )
143. 6N ও ৪N-এর দুটি বল পরস্পর 90° কোণে কাজ করছে, তাদের লব্ধিবল কত হবে? [DM-19]
7N
9N
10N
11 N
144. একটি পাতলা ফাঁপা গোলার্ধের (Thin hollow hemisphere) ভরকেন্দ্র (CG) ভূমি হতে- [ΜΟΕ-04, 05]
D /3 দূরে
D/2 দূরে
D /4 দূরে
কোনোটিই নয়
145. পয়সনের অনুপাত বলতে কী বুঝায়?[MOE-04, 05]
পার্শ্ব বিকৃতি/দৈর্ঘ্য বিকৃতি
দৈর্ঘ্য বিকৃতি/পার্শ্ব বিকৃতি
পার্শ্ব হ্রাস /দৈর্ঘ্য বৃদ্ধি
দৈর্ঘ্য বৃদ্ধি/পার্শ্ব হ্রাস
146. এক ন্যানোমিটার সমান =?[ MOE-04, 05]
১০^৬ মিটার
১০ ^-৬মিটার
১০^৯ মিটার
১০^- ৯ মিটার
147. এক Pa (Pascal) সমান কত? (R&H-06; MODMR-06)
1 N/mm²
1N/m²
1 kN/mm²
1 kN/m²
148. Lami's Theorem কী ধরনের বলের ক্ষেত্রে প্রযোজ্য? [TTC-21]
সমতলীয় বল
সমবিন্দু বল
সমতলীয় সমবিন্দু বল
লম্বিক বল
149. কংক্রিট সংকোচন শক্তি (Compressive Strength) এবং প্রসারণ শক্তি (Tensile Strength)-এর অনুপাত সাধারণত- [MOE-04, 05]
১০
১/৫
১/১০
150. বলের মোমেন্ট অব ইনার্শিয়া- [MOCA-19]
ভর x মোমেন্ট আর্ম
ভর x (লম্ব দূরত্ব)^2
ভর x লম্ব দূরত্ব
ক্ষেত্রফল x (লম্ব দূরত্ব)^2
151. 50mm² ক্ষেত্রফলের উপর 5N বল প্রয়োগ করলে পীড়নের পরিমাণ (stress) হবে- [MOE-04, 05]
1MPa
0.1MPa
10MPa
0.01MPa
152. এক অশ্ব শক্তি (HP) নিচের কোনটির প্রায় সমতুল্য? (MOE-04, 05)
1.431kW
1.746kW
1.5kW
0.746kW
153. অর্ধগোলকে-এর ভূমি থেকে ভরকেন্দ্রের দূরত্ব- [DMLC-21]
3r/8
5r/8
8r/3
8r/5
155. ত্রিভুজের ভূমি a এবং উচ্চতা h হলে ভূমি বরাবর অক্ষে মোমেন্ট অব ইনার্শিয়া হবে- [MOEF-19]
bh³/36
bh³/12
bh³/64
bh³/3
157. এক নিউটন সমান =? [MOE-04, 05]
১০^ ৩ ডাইন
১০^৫ ডাইন
১০^২ ডাইন
১০^৪ ডাইন
158. বস্তুর যে ধর্মের কারণে এর উপর ক্রমাগত টান প্রয়োগ করলে তা কোনো ব্যর্থতা ছাড়া লম্ব হতে থাকে, তাকে -----বলে। [BGFCL-21]
ductility
malleability
brittleness
toughness
কোনোটিই নয়
159. w ওজনের বস্তু h উচ্চতায় অবস্থানের কারণে অর্জিত শক্তির পরিমাণ- [MODMR-06]
1/2 mv²
mn²/2
Wh
1/2 mh²
160. অক্ষের সাপেক্ষে অর্ধবৃত্তাকার ক্ষেত্রের মোমেন্ট অব ইনার্শিয়া-[MOLE-19]
(πr)^4/8
(πr)^4/64
(πr)^4/36
(πr)^4/12