Image
MCQ
81. কোনো ক্ষেত্রের ওপর লম্ব অক্ষের সাপেক্ষে ক্ষেত্রফলের দ্বিতীয় মোমেন্টকে কী বলে?
মোমেন্ট অব ইনার্শিয়া
পোলার মোমেন্ট অব ইনার্শিয়া
ক্ষেত্রফলের দ্বিতীয় মোমেন্ট
রেডিয়াস অব জাইরেশন
82. কোনো বস্তুর ওপর 6kg-wt ও 8kg -wt বল সমকোণে কাজ করলে তাদের লব্ধি হবে-
10kg -wt
5kg -wt
7kg-wt
12kg-wt
83. Number of independent equation of a static equilibrium plane structure is --- [BPSC-22]
2
3
4
5
84. The polar moment of inertia of a solid circular shaft of diameter (D) is- [MOD-20]
πd³/16
πd³ /32
πd4/64
πd4/32
85. একটি shaft যখন twisting moment-এ থাকে তখন shaft-টির প্রতিটি Cross section-এ থাকে-
tensile stress
shear stress
bending stress
compressive stress
86. ঘর্ষণ সহগ (μ) মিউ হবে-
R/F
F/R
wcosθ/wsinθ
wsinθ/wcosθ
87. The resultant of two forces P & Q (Such that P > Q) acting along the same straight line but in opposite direction is given by- [MOD-20]
P+Q
P-Q
P/Q
Q/P
89. Tensile test-এ একটি লোহার রড ভাঙার পর তার ব্যাসার্ধ (diameter)-
বেড়ে যায়
কমে যায়
কোনো পরিবর্তন হয় না
loading rate-এর উপর নির্ভর করে
90. পদার্থের আকৃতির কোনো পরিবর্তন ছাড়া পীড়ন (stress) বৃদ্ধি করাকে বলা হয়-
স্থিতিস্থাপক সীমা
ইন্ড (yield) স্ট্রেস
অন্তিম (ultimate) সীমা
ভাঙানো পীড়ন (breaking stress)
91. Moment of inertia of rectangular section of base 1'-6" and height 2'-0" is- [BPSC-22]
1.00 ft ^4
1.50 ft ^4
2.00 ft^4
3.00 ft^4
92. একটি আয়তাকার (rectangular) beam-এ বিকশিত সবচেয়ে বেশি shear stress averages shear stress এর-
১.৫ গুণ
সমান
দ্বিগুণ
৪/৩ গুণ
93. লিভারের যান্ত্রিক সুবিধা কোনটি?
w/a
p/b
b/a
w/p
94. একটি balanced reinforced concrete beam-এর moment resistance নির্ভর করে-
লোহার পীড়নের (stress) উপর
concrete-এর পীড়নের উপর
লোহা এবং concrete উভয়ের উপর
aggregate-এর শক্তির উপর
95. গড়িয়ে চলন্ত বস্তুর ঘর্ষণ বাধাকে বলে-
আবর্ত ঘর্ষণ
স্থির ঘর্ষণ
চল ঘর্ষণ
প্রবাহী ঘর্ষণ
97. ভঙ্গুর পদার্থের Compressive strength, tensile strength হতে-
বেশি
কম
সমান
দ্বিগুণ
98. কোনটির দ্বারা বল পরিমাপ করা হয়?
বস্তুর ভর *ত্বরণ
বস্তুর ভর* দ্রুতি
বস্তুর ভর *বেগ
বস্তুর ভর* সরণ