MCQ
41. কান্তজির মন্দির গাত্রের রিলিফ ভাস্কর্যগুলো রচিত হয়েছে--
পাথর খন্ডে
তামার পাতে
কাঠের ফলকে
পোড়ামাটির ফলকে
42. বৌদ্ধ সভ্যতার নিদর্শন বিদ্যমান রয়েছে -
ওয়ারী-বটেশ্বর
পাহাড়পুর
সিলেট
বাগেরহাট
43. সীতাকোট বিহারের অবস্থান---
কুমিল্লায়
বগুড়ায়
দিনাজপুরে
চট্টগ্রামে
44. জগন্নাথ মন্দির কোথায় অবস্থিত?
পাবনা
কুমিল্লা
রাজশাহী
রংপুর
45. সোমপুর বিহার কোথায় অবস্থিত?
বিরল, দিনাজপুর
আক্কেলপুর, জয়পুরহাট
পাহাড়পুর, নওগাঁ
মহাস্থানগড়, বগুড়া
46. নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত 'সোমপুর বিহার' এর প্রতিষ্ঠাতা কে?
রামপাল
ধর্মপাল
চন্দ্রগুপ্ত
আদিশূর
47. বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বিহার কোনটি?
সোমপুর বিহার
শালবন বিহার
সীতাকোট বিহার
আনন্দ বিহার
48. বাংলাদেশে হিন্দুদের একটি তীর্থস্থান --
সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ
জগন্নাথগঞ্জ, জামালপুর
লাঙ্গলবন্দ, নারায়নগঞ্জ
গৌরীপুর, ময়মনসিংহ
49. সপ্তম শতাব্দীতে নির্মিত পাহাড়পুরের বৌদ্ধ বিহারটি কী নামে পরিচিত ছিল?
শ্রী বিহার
সোমপুর বিহার
ধর্মপাল বিহার
জগদ্দল বিহার
50. পাহাড়পুর প্রত্নস্থল কোন জনপদে অবস্থিত?
বঙ্গ
সমতট
বরেন্দ্র
পুন্ড্র
51. ইসকন মন্দির কোথায় অবস্থিত?
বিনোদপুর, রংপুর
নাঙ্গলকোট, কুমিল্লা
পবা, রাজশাহী
স্বামীবাগ, ঢাকা
52. পাহাড়পুর বৌদ্ধবিহার কোন জেলায় অবস্থিত?
বিরল, দিনাজপুর
আক্কেলপুর, জয়পুরহাট
পাহাড়পুর, নওগাঁ
মহাস্থানগড়, বগুড়া
53. নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত 'সোমপুর বিহার' কোন রাজবংশের আমলে প্রতিষ্ঠিত?
পাল রাজবংশ
মৌর্য রাজবংশ
গুপ্ত রাজবংশ
সেন রাজবংশ
54. নওগাঁ জেলার পাহাড়পুর প্রত্নস্থলটি কে আবিষ্কার করেন?
এডমাউন্ড এস.ফিলিপস
এনড্রো জেড ফায়ার
জন সি মেথার গোমেজ
বুকানন হ্যামিল্টন
55. পাহাড়পুর বৌদ্ধ বিহারের পূর্ব নাম ছিল-
শ্রী বিহার
সোমপুর বিহার
ধর্মপাল বিহার
জগদ্দল বিহার
56. পাহাড়পুরের বৌদ্ধ বিহারের নির্মাতা কে?
রামপাল
ধর্মপাল
চন্দ্রগুপ্ত
আদিশূর
57. সত্যপীরের ভিটা কোথায় অবস্থিত?
সোমপুর বিহার, নওগাঁ
পুঠিয়া, রাজশাহী
ময়নামতি বিহার, কুমিল্লা
আনন্দ বিহার, কুমিল্লা
58. পুঠিয়া মন্দির অবস্থিত --
নাটোর
নওগাঁ
রাজশাহী
পাবনা
59. বাংলাদেশের সবচেয়ে বড় বিহার কোনটি?
সোমপুর বিহার
সীতাকোট বিহার
শালবন বিহার
রাজবন বিহার
60. সোমপুর বিহার কোন জনপদে অবস্থিত?
বঙ্গ
সমতট
বরেন্দ্র
পুন্ড্র