Image
MCQ
1. নিচের কোন স্থানটি বৌদ্ধ প্রত্নতাত্ত্বিক নিদর্শনের জন্য খ্যাত নয়?
শিলাইদহ, কুষ্টিয়া
মহাস্থানগড়, বগুড়া
পাহাড়পুর, নওগাঁ
ময়নামতি, কুমিল্লা
2. বাংলাদেশের বরেণ্য ব্যক্তিত্ব এফ. আর. খান (ফজলুর রহমান খান) পেশায় কী ছিলেন?
আণবিক বিজ্ঞানী
স্থপতি
কম্পিউটার বিজ্ঞানী
ক্যান্সার চিকিৎসক
3. নিচের কোন স্থানটি বিশ্বঐতিহ্য হিসেবে এখন পর্যন্ত স্বীকৃতি পায়নি?
পাহাড়পুর
ষাট গম্বুজ মসজিদ
সুন্দরবন
মহাস্থানগড়
5. বাংলাদেশের মাটিখুড়ে প্রাচীন জনপদ আবিষ্কৃত হয়েছে কোথায় ?
মিরসরাই, চট্টগ্রাম
দর্শনা, রংপুর
শৈলকুপা, ঝিনাইদহ
নাটেশ্বর, মুন্সিগঞ্জ
6. পৃথিবীর বিখ্যাত একজন বাঙ্গালী স্থপতি-
মুবাসসার আলী
এফ আর খান
মাযহারুল ইসলাম
মুহম্মদ শহীদুল্লাহ
7. পাল শাসনামলের ঐতিহাসিক পুরাকীর্তি জগদ্দল বিহার কোন জেলায় অবস্থিত?
বগুড়া
কুমিল্লা
নওগাঁ
রাজশাহী
8. ভারতের বিহারের অন্তিচকে চিহ্নিত প্রাচীন বৌদ্ধ বিহারের নাম-
সোমপুর মহাবিহার
নালন্দা মহাবিহার
বিক্রমশীলা মহাবিহার
নন্দদীর্ঘিকা উদরঙ্গ বিহার
9. আমেরিকার শিকাগো শহরে অবস্থিত সিয়ার্স টাওয়ারের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার কে?
সান্টিয়াগো ক্যালট্রোডা
রমেশ চন্দ্র
ফজলুর রহমান খান
গুস্তাফ আইফেল
10. রাজবন বিহার কোন জেলায় অবস্থিত?
পাঁচবিবি, জয়পুরহাট
মহাস্থানগড়, বগুড়া
তাজহাট, রংপুর
কাপ্তাই, রাঙ্গামাটি
11. শাক্যমুনি বৌদ্ধ বিহার কোথায় অবস্থিত?
সীতাকুন্ড, চট্টগ্রাম
মিরপুর, ঢাকা
ময়নামতি, কুমিল্লা
তাজহাট, রংপুর
12. 'কুটিলা মুড়া' কোথায় অবস্থিত?
ধামুইরহাট, নওগাঁ
মিঠাপুকুর, রংপুর
ময়নামতি, কুমিল্লা
রাউজান, চট্টগ্রাম
13. গুরুদুয়ারা নানকশাহী কোথায় অবস্থিত?
শাঁখারী বাজার, ঢাকা
আরমানিটোলা, ঢাকা
ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা
নবাবপুর, ঢাকা
14. শিখ ধর্মের উপাসনালয় গুরুদুয়ারা শিখমন্দির কোথায় অবস্থিত?
শাঁখারী বাজার, ঢাকা
আরমানিটোলা, ঢাকা
ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা
নবাবপুর, ঢাকা
15. যে স্থানে বৌদ্ধ বিহারের সন্ধান পাওয়া গেছে -
বজ্রযোগিনী, মুন্সীগঞ্জ
সোনারগাঁও, নারায়ণগঞ্জ
টেকনাফ, কক্সবাজার
কালিয়াকৈর, গাজীপুর
16. মহামুনি বিহার কোথায় অবস্থিত?
ফুলবাড়ী, দিনাজপুর
রাউজান, চট্টগ্রাম
দেওয়ানগঞ্জ, জামালপুর
বিনোদপুর, রংপুর
19. 'ইটাখোলা মুড়া' কোথায় অবস্থিত?
ধামুইরহাট, নওগাঁ
মিঠাপুকুর, রংপুর
ময়নামতি, কুমিল্লা
রাউজান, চট্টগ্রাম
20. ভাসু বিহার কোন জেলায় অবস্থিত?
পত্নীতলা, নওগাঁ
মহাস্থানগড়, বগুড়া
পাঁচবিবি, জয়পুরহাট
পার্বতীপুর, দিনাজপুর