Image
MCQ
61. কত সাল থেকে ঢাকার অদূরে তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা শুরু হয়?
১৯৫৭ সালে
১৯৬৭ সালে
১৯৭৭ সালে
১৯৮৭ সালে
62. রাজা প্রাণনাথ রায় নির্মিত কান্তজির মন্দির কোন জেলায় অবস্থিত?
জয়পুরহাট
কুমিল্লা
রংপুর
দিনাজপুর
63. বাংলাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত সাধারণত কোথায় হয়ে থাকে ?
বায়তুল মোকাররম, ঢাকা
জাতীয় ঈদগাহ, ঢাকা
শোলাকিয়া, কিশোরগঞ্জ
আতিয়া মসজিদ, টাঙ্গাইল
65. গৌড়ের সোনা মসজিদ কার আমলে নির্মিত হয়?
ফখরুদ্দিন মোবারক শাহ
আলাউদ্দিন হোসেন শাহ
শায়েস্তা খা
ঈসা খাঁ
66. ছোট বা বড় সোনা মসজিদ কোথায় অবস্থিত?
আত্রাই, নাটোর
মুক্তির মোড়, নওগাঁ
শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ
পুঠিয়া, রাজশাহী
68. দ্বাদশ শতাব্দীতে নির্মিত বিখ্যাত ঢাকেশ্বরী মন্দিরের প্রতিষ্ঠাতার নাম কী?
রাজা রামমোহন
রাজা দেবজ্যোতি
রাজা বল্লাল সেন
রাজা লক্ষণ সেন
70. সুলাইমান নির্মিত কুসুম্বা মসজিদ কোথায় অবস্থিত?
চৌদ্দগ্রাম, কুমিল্লা
মিরপুর, ঢাকা
মির্জাপুর, টাঙ্গাইল
মান্দা, নওগাঁ
72. ঢাকেশ্বরী মন্দির কোথায় অবস্থিত?
বকশীবাজার, ঢাকা
রমনা, ঢাকা
টিকাটুলি, ঢাকা
কাহারোল, দিনাজপুর
73. ছোট বা বড় সোনা মসজিদ কার আমলে নির্মিত হয়?
ফখরুদ্দিন মোবারক শাহ
আলাউদ্দিন হোসেন শাহ
শায়েস্তা খা
ঈসা খাঁ
76. সোনা মসজিদ কোন জেলায় অবস্থিত?
আত্রাই, নাটোর
মুক্তির মোড়, নওগাঁ
শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ
পুঠিয়া, রাজশাহী
77. ঢাকেশ্বরী মন্দিরের সিংহদ্বার কী নামে পরিচিত?
সুবাহর তোরণ
দশভুজা তোরণ
ঈশ্বরী তোরণ
নহবতখানা তোরণ
78. ঢাকার সবচেয়ে প্রাচীন মন্দির কোনটি?
ঢাকেশ্বরী মন্দির
ইস্কন মন্দির
জগন্নাথ মন্দির
বিশ্বনাথ মন্দির
79. কুসুম্বা মসজিদ কোন শাসকের রাজত্বকালে নির্মিত হয়?
শেরশাহ
গিয়াসউদ্দিন বাহাদুর শাহ
বাহাদুর শাহ
ফখরুদ্দীন মোবারক শাহ
80. নিচের কোন মসজিদটি বাংলাদেশে অবস্থিত নয়?
সোনা মসজিদ
তাঁরা মসজিদ
বাবরী মসজিদ
কেরামতিয়া মসজিদ