স্থাপত্য,ভাস্কর্য,প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ধর্মীয় ও জাতীয় স্থাপনা MCQ
21. ময়নামতিতে কোন সভ্যতার নিদর্শন রয়েছে -
হিন্দু সভ্যতা
বৌদ্ধ সভ্যতা
খ্রিষ্টান সভ্যতা
জৈন সভ্যতা
22. ব্রোঞ্জের তৈরি বিশালাকার বুদ্ধমূর্তি পাওয়া গিয়েছে-
শালবন বিহারে
রূপবান বিহারে
ভোজ বিহারে
আনন্দ বিহারে
23. ময়নামতির ধ্বংসস্তুপে প্রাপ্ত নিদর্শনসমূহ কোন শতাব্দীর?
নবম শতাব্দীর
সপ্তম শতাব্দীর
অষ্টম শতাব্দীর
দশম শতাব্দীর
24. বাগদাদের প্রসিদ্ধ খলিফা হারুন অর রশিদের মুদ্রা পাওয়া গিয়েছে ---
মহাস্থানগড়
উয়ারী-বটেশ্বর
পাহাড়পুর
ভারত ভায়না
25. ভোজ বিহার অবস্থিত-
খানসামা, দিনাজপুর
পবা, রাজশাহী
রাউজান, চট্টগ্রাম
ময়নামতি, কুমিল্লা
26. ময়নামতি বৌদ্ধ বিহার কত সালে খনন করা হয়?
১৯৫৫
১৯৪০
১৯৭২
১৯৪৮
27. প্রত্নতাত্ত্বিক নিদর্শনের জন্য বিখ্যাত স্থান-
ময়নামতি, কুমিল্লা
কালুরঘাট, চট্টগ্রাম
উত্তম, রংপুর
সুন্দরবন, খুলনা
28. আনন্দ বিহার কোথায় অবস্থিত?
ঢাকার মালিবাগে
কুমিল্লার ময়নামতিতে
চট্টগ্রামের রাউজানে
দিনাজপুরের ফুলবা
29. 'কুটিলা মুড়া' কোথায় অবস্থিত?
ধামুইরহাট, নওগাঁ
মিঠাপুকুর, রংপুর
ময়নামতি, কুমিল্লা
রাউজান, চট্টগ্রাম
30. কুটিলা মুড়া, ইটাখোলা মুড়া ও রূপবান মুড়া অবস্থিত --
ধামুইরহাট, নওগাঁ
মিঠাপুকুর, রংপুর
ময়নামতি, কুমিল্লা
রাউজান, চট্টগ্রাম
31. অষ্টম শতাব্দীতে নির্মিত শালবন বিহার কোথায় অবস্থিত?
ময়নামতি
খাগড়াছড়ি
রাঙ্গামাটি
পাহাড়পুর
32. কুমিল্লার কোন স্থানে বৌদ্ধধর্মের প্রাচীন নিদর্শন রয়েছে?
গোমতী
ময়নামতি
চৌদ্দগ্রাম
দাউদকান্দি
33. সোমপুর মহাবিহার কত সালে ইউনেস্কো ঘোষিত 'বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য' এর তালিকাভুক্ত হয়?
১৯৮২ সাল
১৯৮৫ সাল
১৯৯০ সাল
১৯৯৫ সাল
34. ময়নামতির পূর্বনাম কী?
লালমাই
রোহিতগিরি
বড় কামতা
কোনোটিই নয়
35. শালবন বিহার কোথায় অবস্থিত?
সিলেট
কুমিল্লা
বগুড়া
মধুপুর
36. কোন প্রত্নস্থান থেকে সবচেয়ে বেশি তাম্রশাসন পাওয়া গিয়েছে?
ময়নামতি
পাহাড়পুর
মহাস্থান
উয়ারী-বটেশ্বর
37. কোন প্রত্নস্থান থেকে ব্রোঞ্জের তৈরি বিশালাকার ঘণ্টা পাওয়া গিয়াছে-
আনন্দ বিহার
শালবন বিহার
রূপবান বিহার
ভোজ বিহার
38. কে কুমিল্লার ময়নামতি বৌদ্ধ বিহার প্রতিষ্ঠা করেন?
ভবদেব
মহীপাল
দেবপাল
গোপাল
39. ময়নামতি কোন জেলায় অবস্থিত ?
ঢাকা
কুমিল্লা
চট্টগ্রাম
নোয়াখালী
40. শালবন বিহার কোন রাজবংশের কীর্তি?
পাল
চন্দ্র
রাঢ়
দেব