Image
স্থাপত্য,ভাস্কর্য,প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ধর্মীয় ও জাতীয় স্থাপনা MCQ
181. 'শীলাদেবীর ঘাট কোথায় অবিস্থত?
উয়ারী-বটেশ্বর,নরসিংদী
মহাস্থানগড়, বগুড়া
আনন্দ বিহার, কুমিল্লা
ময়নামতি, কুমিল্লা
182. উয়ারী-বটেশ্বরের প্রত্নাবশেষ কোন সময়কার?
৩০০ খ্রিঃ পূঃ
৪০০ খ্রিঃ পূঃ
৫০০ খ্রিঃ পূঃ
৬০০ খ্রিঃ পূঃ
183. 'বেহুলার বাসর ঘর' কোথায় অবস্থিত?
ময়নামতি, কুমিল্লা
আনন্দ বিহার, কুমিল্লা
উয়ারী-বটেশ্বর, নরসিংদী
মহাস্থানগড়, বগুড়া
184. বাংলাদেশের মহাস্থানগড়ের পূর্বদিক দিয়ে প্রবাহিত নদীটির নাম কী?
করতোয়া
গঙ্গা
ব্রহ্মপুত্র
মহানন্দা
188. নিচের কোন প্রত্নস্থানটি আদি ঐতিহাসিক সময়ের প্রতিনিধিত্ব করে?
চাকলাপুঞ্জি
উয়ারী-বটেশ্বর
কোটালিপাড়া
সোনারগাঁ
189. 'বৈরাগীর ভিটা' অবস্থিত?
ময়নামতি, কুমিল্লা
আনন্দ বিহার, কুমিল্লা
উয়ারী-বটেশ্বর, নরসিংদী
মহাস্থানগড়, বগুড়া
190. 'দুরন্ত' ভাস্কর্যটি কোথায় অবস্থিত?
গাজীপুর চৌরাস্তা
সোহরাওয়ার্দী উদ্যান
কারমাইকেল কলেজ
বাংলাদেশ শিশু একাডেমি
193. মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? / মহাস্থানগড় কোন নদীর তীরে গড়ে উঠেছে?
করতোয়া
ব্রহ্মপুত্র
মহানন্দা
গঙ্গা
197. বাংলাদেশের কোথায় মৌর্যযুগের শিলালিপি পাওয়া গেছে?
পাহাড়পুর
ময়নামতি
মহাস্থানগড়
রাজশাহী
198. বাংলার প্রাচীনতম নগরকেন্দ্র কোথায় অবস্থিত?
ময়নামতী
মহাস্থানগড়
উয়ারী-বটেশ্বর
বিক্রমপুর
199. বাংলার প্রাচীনতম শিলালিপি 'ব্রাহ্মী লিপি কোথায় পাওয়া যায়?
ময়নামতি
উয়ারী বটেশ্বর
পাহাড়পুর
মহাস্থানগড়