স্থাপত্য,ভাস্কর্য,প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ধর্মীয় ও জাতীয় স্থাপনা MCQ
81. বাঘা মসজিদ কোথায় অবস্থিত?
বরিশাল
রাজশাহী
রংপুর
চট্টগ্রাম
82. নুসরত শাহ নির্মিত বাঘা মসজিদ কিসের জন্য বিখ্যাত?
ব্রোঞ্জের মেহরাব
একমাত্র পাথরের মসজিদ
পোড়ামাটির ফলকচিত্র
গ্রানাইডের গম্বুজ
83. মুসা খাঁ মসজিদ কোথায় অবস্থিত?
টাঙ্গাইল
চাপাইনবাবগঞ্জ
রংপুর
কার্জন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়
84. ইউনেস্কো কর্তৃক 'ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষিত ---
ছোট সোনা মসজিদ
ষাট গম্বুজ মসজিদ
কুসুম্বা মসজিদ
আতিয়া জামে মসজিদ
85. কোন সংস্থা বিশ্ব ঐতিহ্য এলাকা ঘোষণা করে?
UNDP
UNEP
UNESCO
ILO
86. বার ভূইয়াদের মধ্যে কাকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সমাহিত করা হয়?
ঈশা খাঁ
মুসা খাঁ
মাহমুদ খান
আলাওল খান
87. বেগম বাজার মসজিদ কোথায় অবস্থিত?
বিক্রমপুর, মুন্সিগঞ্জ
মির্জাপুর, টাঙ্গাইল
বেগম বাজার, ঢাকা
সিংগাইর, মানিকগঞ্জ
88. বাংলাদেশের কোন মসজিদকে ইউনেস্কো 'বিশ্ব ঐতিহ্য স্থান' ঘোষণা করেছে?
কুসুম্বা মসজিদ
ষাট গম্বুজ মসজিদ
ছোট সোনা মসজিদ
আতিয়া জামে মসজিদ
89. বাংলাদেশে বর্তমানে ইউনেস্কো ঘোষিত কয়টি বিশ্ব ঐতিহ্য রয়েছে?
৪টি
৩টি
৫টি
৬টি
90. করতলব খান মসজিদ কোথায় অবস্থিত?
বিক্রমপুর, মুন্সিগঞ্জ
মির্জাপুর, টাঙ্গাইল
বেগম বাজার, ঢাকা
সিংগাইর, মানিকগঞ্জ
91. সুলতানী আমলের স্থাপত্য –
ষাট গম্বুজ মসজিদ
তারা মসজিদ
সাত গম্বুজ মসজিদ
লালবাগের কেল্লা
92. কত সালে ষাট গম্বুজ মসজিদ ইউনেস্কো ঘোষিত বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য' এর তালিকাভুক্ত হয়?
১৯৮৫ সাল
১৯৮২ সাল
১৯৯০ সাল
১৯৯৫ সাল
93. কে ষাট গম্বুজ মসজিদটি নির্মাণ করেন?
হযরত আমানত শাহ
সুফী শাহ মখদুম
বায়েজীদবোস্তামী
পীর খান জাহান আলী
94. ষাট গম্বুজ মসজিদ কোন শৈলির স্থাপত্য?
মুঘল
সুলতানী
মিশরীয়
পারসিক
95. মধ্যযুগে উলুঘ খান নির্মিত বাংলার বিখ্যাত স্থাপত্য কর্মটির নাম কী?
আহসান মঞ্জিল
লালবাগ কেল্লা
ষাট গম্বুজ মসজিদ
আতিয়া মসজিদ
96. টেরাকোটার জন্য বিখ্যাত---
ঢাকেশ্বরী মন্দির
বাঘা মসজিদ
ছোট সোনা মসজিদ
কুসুম্বা মসজিদ
97. বিখ্যাত ষাট গম্বুজ মসজিদ কোন জেলায় অবস্থিত?
সিলেট
বাগেরহাট
খুলনা
চুয়াডাঙ্গা
98. বাংলাদেশের সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ কোনটি?
কুসুম্বা মসজিদ
বড় সোনা মসজিদ
ষাট গম্বুজ মসজিদ
সাত গম্বুজ মসজিদ
99. নিচের কোন স্থানটি বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে এখনও স্থান পায়নি?
পাহাড়পুর
মহাস্থানগড়
ষাট গম্বুজ মসজিদ
সুন্দরবন
100. বাগেরহাটে খান জাহান আলীর প্রতিষ্ঠিত মসজিদটি কত গম্বুজ বিশিষ্ট?
আশি
একাশি
ষাট
চৌষট্টি