Image
MCQ
21. নালন্দা মহাবিহার কী?
বিখ্যাত বাজার
হাসপাতাল
কমিউনিটি সেন্টার
প্রাচীন শিক্ষাকেন্দ্র বা বিশ্ববিদ্যালয়
22. প্রচুর বৃষ্টিপাতের ফলে গৃহের ছাদ হতে হবে-
সমতল
ঢালু
ডোম আকৃতির
ভল্ট ছাদ
23. "Less is more" এটি কোন স্থপতির দর্শন?
Frank Lloyd Wright
Mies Van Der Rohe
Mahjharul Islam
Richard Vrooman
24. পৃথিবীর বিখ্যাত গিরিখাত গ্রান্ড ক্যানিয়ন কোন মহাদেশে অবস্থিত?
এশিয়া
উত্তর আমেরিকা
দক্ষিণ আমেরিকা
ইউরোপ
25. ঢাকার আর্ট কলেজের (Institute) স্থপতি কে?
রবিউল হুসাইন
মাজহারুল ইসলাম
রফিক আজম
সামসুল ওয়ারেস
26. লালবাগ কেল্লা কোন স্থাপত্য শৈলীতে নির্মিত?
আদি মুসলিম
সুলতানী
মোঘল
ব্রিটিশ
27. বন্যায় গৃহ রক্ষা করতে কী বাড়াতে হবে?
ছাঁদ উচু করতে হবে
ঘরের প্লিন্থের (Plinth) উচ্চতা বাড়াতে হবে
দেয়ালের উচ্চতা বাড়াতে হবে
জানালার উচ্চতা বাড়াতে হবে
28. সাধারণ জানালার Sill-এর উচ্চতা কত?
৩' উচ্চতা
২'-৬" উচ্চতা
১' উচ্চতা
৪' উচ্চতা
30. রেঁনেসা আন্দোলন কোথায় শুরু হয়েছিল?
গ্রীস
রোম
ইতালী
ফ্রান্স
32. নিচের কোনটি বাফার স্টেট?
পাকিস্তান
আফগানিস্তান
বেলজিয়াম
ফ্রান্স
33. কম খরচের Floor Finish কোনটি?
মারবেল
মোজাইক
Cement concrete flooring
সিরামিক টাইলস
34. বাংলাদেশে 'Mud Architecture' কোথায় বেশি দেখা যায়?
উত্তরবঙ্গে
পাহাড়ী এলাকায়
কোস্টাল এলাকায়
হাওড় এলাকায়
35. স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী দ্বিতীয় দেশ কোনটি?
নেপাল
ভুটান
ভারত
সোভিয়েট রাশিয়া
36. ৮৫। সাধারণ দরজার উচ্চতা কত?
৮' উচ্চতা
৭' উচ্চতা
৬'-৬" উচ্চতা
৫'-৬" উচ্চতা
37. 'Doric Order' কারা বেশি ব্যবহার করেছিল?
বাইজেনটাইন
রোমান
জার্মান
গ্রীক
38. ইট কোন দেশের প্রধান নির্মাণ উপকরণ?
অস্ট্রেলিয়া
ইতালী
বাংলাদেশ
নাগাসিটি
39. প্রাচুর্য' এর প্রকৃতি ও প্রত্যয়-
প্রচুর + য্য
প্রচুর+ অ
প্রচুর + য
প্রচুর + য্য
40. ২৩। ৭ই মার্চের পটভূমিতে রচিত কবিতা-
'বাতাসে লাশের গন্ধ'- রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো'- নির্মলেন্দু গুণ
'বুক তার বাংলাদেশের হৃদয়'- শামসুর রাহমান
'আমার পরিচয়'- সৈয়দ শামসুল হক