MCQ
41. Find out the correct sentence.
Two-third of the apple is rotten
Two-thirds of the apple is rotten
Two-third of the apple are rotten
Two-thirds of the apple are rotten
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (HED)- ৯/৩/২০২২
HED-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: Two thirds- they are plural. But when you've talking about portion of a single item, that item is singular. এখানে আপেলের অংশ পচা। অর্থাৎ, একটি single আপেলের ৩ ভাগের ২ ভাগ পচা বা নষ্ট হয়ে গেছে।
42. পড়ার টেবিলের উচ্চতা কত?
৩'-৬"
২'-৬"
৩'-০"
৪'-০"
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (HED)- ৯/৩/২০২২
HED-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: পড়ার টেবিলের উচ্চতা সাধারণত ২৬" হতে ৩০" এর মধ্যে রাখা হয়।
43. 'নাসা' কোন দেশের মহাকাশ গবেষণা কেন্দ্র?
যুক্তরাজ্য
যুক্তরাষ্ট্র
ভারত
চীন
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (HED)- ৯/৩/২০২২
HED-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: National Aeronautics and Spac Administration (NASA) হলো মার্কিন যুক্তরাষ্ট্রের একটি স্বাধীন সংস্থা, যা বিমান চালনাবিদ্যা ও মহাকাশ সম্পর্কিত গবেষণা করে থাকে। নাসা গঠিত ২৯ জুলাই ১৯৫৮ সালে আজ থেকে প্রায় ৬৩ বছর আগে।
44. সিঁড়ির trade এবং riser-এর মাপ কত?
৮" riser ১০" trade
৬" riser ৮" trade
৫" riser ১৩" trade
৬" riser ১০" trade
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (HED)- ৯/৩/২০২২
HED-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: ACI কোড অনুসারে- (a) ট্রেড + রাইজার = 40cm হতে 45cm (b) ট্রেড + রাইজার = 400cm হতে 450cm²
45. "আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী" গানটির রচয়িতা-
আবদুল লতিফ
আলতাফ মাহমুদ
আব্দুল গাফফার চৌধুরী
শামসুর রাহমান
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (HED)- ৯/৩/২০২২
HED-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: গানটির প্রথম সুরারোপ করে আবদুল লতিফ। পরবর্তীতে আলতাফ মাহমুদের সুরটিই অধিক জনপ্রিয়তা লাভ করে। ১৯৫৪ সালের প্রভাত ফেরীতে প্রথম গাওয়া হয় আলতাফ মাহমুদের সুরে। এটির এখন গানটির প্রাতিষ্ঠানিক সুর।
46. Pedestrian-দের জন্য ভবনের র্যাম্পের অনুপাত BNBC অনুযায়ী কত হবে?
১:৬
১:৮
১:১০
১:১২
47. 'Pantheon' (প্যান্থিয়ন) কোন দেশের একটি গোলাকার মন্দির?
বাইজেনটাইন
রোমান
গ্রীক
জার্মান
48. কোনটি বিরাম চিহ্ন নয়?
-
,
:
;
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (HED)- ৯/৩/২০২২
HED-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: বাংলা ভাষায় বিরাম চিহ্নগুলো হলো- (,) কমা, (:) কোলন, (;) সেমিকলন, (।) দাঁড়ি, (-) হাইফেন, (?) প্রশ্নবোধক চিহ্ন ইত্যাদি, (ঃ) বিসর্গ এটি একটি ব্যঞ্জন বর্ণ।
49. ক্রিয়াপদের মূল অংশকে বলা হয়-
প্রত্যয়
ধাতু
অনুসর্গ
বিভক্তি
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (HED)- ৯/৩/২০২২
HED-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: ক্রিয়াপদের মূল অংশকে ধাতু বা ক্রিয়ামূল বলে। ধাতু তিন প্রকার। যথা-১। মৌলিক ধাতু, ২। সাধিত ধাতু, ৩। যৌগিক ধাতু বা সংযোগমূলক ধাতু।
50. 'A barking dog seldom bites'. Here 'barking' is a/an-.
gerund
present participle
verbal noun
intransitive verb
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (HED)- ৯/৩/২০২২
HED-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: Participle is a verbal adjective qualifying a noun but retaining some properties of verb and adjective. অর্থাৎ, verb-এর যে রূপ একসাথে verb এবং Adjective-এর গুণ নিয়ে Noun-কে qualify করে, তা হলো Participle. Verb-এর সাথে 'ing' যুক্ত হয়ে গঠিত হয় Present Participle। 'Barking' এখানে Verb ও Adjective হিসেবে ব্যবহৃত হয়েছে। Bark-Verb
51. My father is - F.R.C.S.
a
an
the
no article
52. ষাট গম্বুজ মসজিদ কোন স্থাপত্য শৈলীতে নির্মিত?
হিন্দু রীতি
মোঘল
সুলতানি
আধুনিক
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (HED)- ৯/৩/২০২২
HED-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: ষাট গম্বুজের মসজিদের গম্বুজ সংখ্যা ৮১টি। সাত লাইনে ১১টি করে ৭৭টি এবং চার কোণায় ৪টি মোট ৮১টি। কালের বিবর্তনে লোকমুখে ৬০ গম্বুজ বলতে বলতে ষাট গম্বুজ নামকরণ হয়ে যায়।
53. সিঁড়ির হাতলের উচ্চতা কৃত?
২'-৬"
৪'-০"
৩'-০"
৩'-৬"
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (HED)- ৯/৩/২০২২
HED-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: সিঁড়ির হাতলের উচ্চতা সাধারণত ৩৪" হতে ৩৮"-এর মধ্য রাখা হয়। হাতলের উচ্চতা Stair nose হতে Railing top পর্যন্ত হিসাব করা হয়।
54. ৬৫। Fill in the blank: He takes a lot of interest game.
for
in
at
with
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (HED)- ৯/৩/২০২২
HED-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: 'interest in' বলতে কোনো বিষয়ে আগ্রহী বুঝানো হয়। interest in game বলতে খেলাধুলার ব্যাপারে আগ্রহী বা ভালো লাগার বিষয় বর্ণনা করা হয়েছে।
55. বাংলা সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি?
কবিতা
নাটক
উপন্যাস
ছোট গল্প
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (HED)- ৯/৩/২০২২
HED-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: বাংলা সাহিত্যের শাখা মোট ১০টি। যথা- কবিতা, মহাকাব্য, গীতিকাব্য, নাট্যকাব্য, গল্প, ছোটগল্প, নাটক, উপন্যাস, প্রবন্ধ, রম্যরচনা। সূত্র: বাংলা সহপাঠ (নবম-দশম শ্রেণী)।
56. শালবন বিহার কী?
বৌদ্ধ মন্দির
বৌদ্ধ বিহার
হিন্দু মন্দির
হিন্দু মঠ
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (HED)- ৯/৩/২০২২
HED-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: শালবন বৌদ্ধ বিহার বাংলাদেশের প্রাচীন সভ্যতার নিদর্শনগুলোর মধ্যে অন্যতম। কুমিল্লা জেলার লালমাই- ময়নামতি প্রত্নস্থলের অসংখ্য প্রাচীন স্থাপনাগুলোর একটি এই বৌদ্ধ বিহার। এটি ১২শ প্রত্নতাত্ত্বিক এলাকা হিসেবে চিহ্নিত।
57. গ্রীষ্মকালে বাংলাদেশে বায়ু কোন দিক থেকে প্রবাহিত হয়?
দক্ষিণ
উত্তর
দক্ষিণ-পূর্ব
দক্ষিণ-পশ্চিম
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (HED)- ৯/৩/২০২২
HED-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: শীতকালে বাংলাদেশে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে বায়ু প্রবাহিত হয়। আর গ্রীষ্মকালে দক্ষিণ দিক থেকে উত্তর দিকে বায়ু প্রবাহিত হয়।
58. ৩৭। 'পাখি'-এর সমার্থক শব্দ-
বিটপী
বিগ্রহ
বিজরী
বিহগ
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (HED)- ৯/৩/২০২২
HED-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: পাখির আরো কিছু সমর্থক শব্দ হলো বিহঙ্গ, বিহঙ্গম, শকুন্ত, খগ, দ্বিজ, খেচর, পক্ষী, পতগ, পত্রী, পক্ষধর, চিড়িয়া, পাখপাখালি।
59. আদর্শ বাক্যের গুণ কয়টি?
চারটি
পাঁচটি
তিনটি
ছয়টি
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (HED)- ৯/৩/২০২২
HED-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: একটি বাক্যের আদর্শ গুণ ৩টি; যথা- ১। আকাঙ্ক্ষা, ২। আসক্তি, ৩। যোগ্যতা।
60. 'সুপার বাগ' কী কাজে ব্যবহৃত হয়?
সমুদ্রের তেল উত্তোলনে
সমুদ্রের তেল অপসারণে
সমুদ্রের গভীরতা নির্ণয়ে
সমুদ্রের সীমানা নির্ণয়ে