MCQ
61. রেসিপ্রোকেটিং পাম্পে ব্যবহৃত হয়?
সিরিজ মোটর
শান্ট মোটর
কম্পাউন্ড মোটর
যে-কোনো একটি
62. ভেনচুরি মিটার কী নির্ণয় করে?
বেগ
নির্গমন
হেড
কোনোটিই নয়
63. যখন প্রবাহীর প্রবাহ পরিমাণে ভেনচুরি মিটার ব্যবহৃত হয় তখন পাইপের অবস্থান কীরূপ থাকে?
আনুভূমিক
কৌণিক
উলম্ব
সবগুলো
64. বার্নোলির সূত্র কত সালে আবিষ্কৃত হয়?
১৮৩৬ সালে
১৯৪৮ সালে
১৭৩৮ সালে
১৭৩৬ সালে
65. ভেনচুার মিটারের কয়টি অংশ?
২টি
৪টি
৩টি
৫টি
66. কোনো Rotodynamic pump-এর RPM দ্বিগুণ হলে এটির discharge ক্ষমতা কত গুণ বাড়বে?
দ্বিগুণ
চারগুণ
তিনগুণ
ছয়গুণ
67. কোনটি হাইড্রোলিক মেশিন?
ইঞ্জিন
মোটর
পাম্প
কম্প্রেসর
68. রেসিগ্রোকেটিং পাম্প কোন ধরনের পাম্প?
নেগেটিভ ডিসপ্লেসমেন্ট পাম্প
পজিটিভ ডিসপ্লেসমেন্ট পাম্প
এনার্জি পাম্প
কোনোটিই নয়
69. সেন্ট্রিফিউগ্যাল পাম্পে ক্যান্ডিটেশন প্রতিরোধে কী থাকা উচিত?
উচ্চ সাকশন প্রেসার থাকা উচিত
উচ্চ ডেলিভারি প্রেসার থাকা উচিত
সাকশন প্রেসার কম থাকা উচিত
ডেলিভারি প্রেসার কম থাকা উচিত
70. কোন পাম্পে প্রাইমিং-এর প্রয়োজন হয়?
টারবাইন পাম্প
সেন্ট্রিফিউগ্যাল পাম্প
রেসিগ্রোকেটিং পাম্প
সাবমারসিবল পাম্প
71. ডেটাম হেডের অপর নাম কী?
প্রেসার হেড
মেট হেড
ভেলোসিটি হেড
পটেনশিয়াল হেড
72. যে মেশিন যান্ত্রিক শক্তি ব্যয় করে চাপের বৈষম্য সৃষ্টি করার মাধ্যমে নিচু স্থান থেকে উঁচু স্থানে তরল স্থানান্তর করে, তাকে বলে-
পাম্প
কম্প্রেসর
রোয়ার
টারবাইন
73. মাল্টিস্টেজ সেন্ট্রিফিউগ্যাল পাম্প ব্যবহার করা হয় কী জন্য?
অধিক প্রবাহের জন্য
অধিক উচ্চতায় ফ্লুয়িড তোলার জন্য
সান্দ্র ফ্লুয়িড-এর জন্য
উপরের সবগুলো
74. নিচের কোনটিতে বার্নোলির সূত্রের প্রয়োগ নেই?
ভেনচুরি মিটার
অরিফিস মিটার
ম্যানোমিটার
পিউট টিউব
75. নিম্নের কোন পাম্পটি অত্যধিক ব্যবহার করা হয় সান্দ্র ফ্লুয়িড-এর জন্য ?
স্ক্র পাম্প
সেন্ট্রিফিউগ্যাল পাম্প
রেসিপ্রোকেটিং পাম্প
কোনোটিই নয়
76. বার্নোলির সমীকরণ প্রয়োগ হয় কোথায়?
ভেনচুরি মিটারে
পিটট টিউবে
অরিফিস মিটারে
সবকয়টিতে
77. বহিঃস্থ মাউথপিসের জন্য নির্গমন সহগ-
০.২৭৫
০.৩৭৫
০.৮৫৫
০.৭৬৫
78. বার্নোলির সূত্রের সীমাবদ্ধতা কয়টি?
২টি
৪টি
৩টি
৫টি
79. নিম্নের কোন পাম্পটি থেকে স্বল্প প্রবাহ ও উঠে হেড পাওয়া যায়?
সেন্ট্রিফিউগ্যাল পাম্প
অ্যাক্সিয়াল ফ্লো পাম্প
মিক্সড ফ্লো পাম্প
রেসিপ্রোকেটিং পাম্প
80. পাইপে প্রবাহমান প্রবাহীর হেড লস সংঘটনের কারণ কোনটি?
ঘর্ষন
দিক পরিবর্তন
পাইলের সংকোচন বা প্রসারণ
উপরের সবকটি