MCQ
21. প্রতি একক দৈর্ঘ্যের বলকে কী বলা হয়?
সারফেস টেনশন
কৈশিকতা
সংকোচনশীলতা
প্রবাহশীলতা
22. Sonic প্রবাহ বলা হয় যখন প্রবাহের –
Mach number> 1
Mach number < 1
Mach number = 0.0
উপরের কোনোটিই সত্য নয়
23. একটি নির্দিষ্ট তরলের 2.5m^2 ভর হলো 2 টন। এর মাস ডেনসিটি (Mass density) হলো-
200 kg/m²
400 kg/m²
600 kg/m²
800 kg/m^3
24. Reynold's Number কত হলে Flow turbulent হয়?
<2000
>4000
4000
2000 - 4000
25. রেনোল্ড'স নাম্বার হলো ইনার্শিয়া ফোর্স ও নিম্নের কোনটির অনুপাত?
সারফেস টেনশন ফোর্স
ভিসকাস ফোর্স
গ্র্যাভিটি ফোর্স
ইলাসটিক ফোর্স
26. Reynolds number হলো-
জড়তা বল (Inertia force) ও অভিকর্ষজ বলের (Gravity force) অনুপাত
সাম্প্রতা বল (Viscous force) এবং অভিকর্ষজ বলের অনুপাত
সন্দ্রা বল ও স্থিতিস্থাপক বল (Elastic foxce) অনুপাত
জড়তা বল (Inertia force) ও সান্দ্রতা বলের (Viscous force) অনুপাত
27. হাইড্রোলিক মেশিন পরিচালিত হয়-
ওজনে
ধাক্কায়
চাপে
কম্প্রেসার
28. কত তাপমাত্রায় পানির ঘনত্ব বেশি?
4°C
50°C
10°C
100°C
29. পারদ কাচকে সিক্ত (Wix) করে না ধর্মের (Property) কারণে?
আসঞ্জন (Adhesion)
সান্দ্রতা (Vaccally)
পৃষ্ঠটান (Surtace tension)
সংসক্তি (Cohesion)
30. এক পয়েস (Poise) সমান-
0.1N-m
0.1N -s/m²
1N-s/m²
100 N-s/m²
31. তরলের একটি লেয়ার (Layer)-এর সাথে সন্নিহিত লেয়ারের সাংঘর্ষিক বৈশিষ্ট্যকে বলে-
সারফেস টেনশন
সংকোচনশীলতা
কৈশিকতা
ভিসকোসিটি
32. তরলের সান্দ্রতা কেনো জানা প্রয়োজন?
কীভাবে প্রবাহিত হয় তা বুঝার জন্য
পাম্পের কী পরমাণ শক্তি লাগবে তা জানার জন্য
প্রবাহের সময় বাধার পরিমাণ জানার জন্য
সবগুলো
33. যদি প্রবাহের কোনো একটি বিন্দুতে এটির চাপ, বেগ ও ঘনত্ব সময়ের পরিবর্তনের সঙ্গে অপরিবর্তিত থাকে, তবে সে প্রবাহকে বলা হয়-
সুষম প্রবাহ (Uniform flow)
অসম প্রবাহ (Non-uniform flow)
অসম প্রবাহ (Incompressible flow)
অবিচল প্রবাহ (Steady flow)
34. তরলের টানাপীড়ন (Tensile stress) প্রতিরোধ করার ধর্মকে কী বলে?
পৃষ্ঠটান
কৈশিকতা
সংকোচনশীলতা
কোনোটিই নয়
35. স্থির তরলের ক্ষেত্রে শিয়ার পীড়ন হলো-
সর্বোচ্চ
অপ্রত্যাশিত
শূন্য
কোনোটিই নয়
36. ট্যাংকের তলদেশ বলের পরিমান 175kg এর তলের ক্ষেত্রফল 6m² হলে চাপের তীব্রতা কত?
29.166 N/m²
19.160 kym
29.166 kg/m²
27.16 kg/m
37. সেন্টার অব প্রেসার ক্রিয়া করে ডুবানো তলের সেন্টার অব গ্র্যাভিটির—
মধ্য দিয়ে
উপর দিয়ে
নিচ দিয়ে
সবকটি দিয়ে
38. ল্যামিনার প্রবাহতে-
নিউটনের সান্দ্রতার (Vboosty) সূত্র প্রয়োগ করা হয়
ফ্লুইড কণাগুলো অনিয়মিত ও আঁকাবাঁকা পথে প্রবাহিত হয়
সান্দ্রতা (Viscosity) গুরুত্বপূর্ণ নয়
রিনোল্ড নাম্বার ৩০০০ এর বেশি হয়
39. সান্দ্রতা মূলত একপ্রকার-।
বল
কাজ
ক্ষমতা
কোনোটিই নয়
40. সান্দ্রতার একক কী?
পয়েস
N/m²
cm/ser
CC