হাইড্রোলিক্স MCQ
661. পিটট টিউব দ্বারা তরল পদার্থের কী মাপা হয়?
ভেলোসিটি
প্রবাহ
চাপ
আয়তন
ব্যাখ্যা: Pitot tube দ্বারা তরলের গতিবেগ নির্ণয় করা হয়।
662. SI পদ্ধতিতে চাপের মৌলিক এক N/mm² এটি কী নামে পরিচিত?
MPa হিসাবে
poise হিসাবে
Stoke হিসাবে
কোনোটিই নয়
ব্যাখ্যা: SI পদ্ধতির চাপের মৌলিক একক N/m² = Pa
এবং N/mm² = MPa
663. Pycnometer দিয়ে কী নির্ণয় করা হয়?
Sp. gravity
Voids volume
Shear strength
Compressive strength
ব্যাখ্যা: যে-কোনো তরল পদার্থের Sp. gravity নির্ণয় করার জন্য Pycnometer ব্যবহার করা হয়।
664. Poise কীসের একক?
Surface tension
Viscosity
Pressure
Shear stress
ব্যাখ্যা: 1 poise = 1 dyn.s/cm²
665. সমুদ্র পৃষ্ঠে বাতাসের স্বাভাবিক চাপ কত?
72 cm
76 cm
80 cm
90 cm
666. যেখানে হাইড্রলিক জাম্প ঘটে সেখানে বেশি পরিমাণ নষ্ট হয়-
উচ্চতা
শক্তি
চাপ
বেগ
667. একটি পাত্রে 1m পানির উপর 50cm তেলের (sp. gravity 0.8) স্তর আছে। পাত্রের তলদেশে চাপ কত?
4kN/m^2
10 kN/m^2
12 kN/m^2 4kN/m^2
14 kN/m^2 4kN/m^2
ব্যাখ্যা: P=w_(1s_1 ) h_1+w_(2s_2 ) h_2
=1x9.81 x1+ 9.81 x0.8x0.5=14 kN/m^2
668. আয়তাকার চ্যানেলের ক্ষেত্রে সর্বোচ্চ নির্গমন তখনই ঘটে যখন পানির গভীরতা প্রন্থের-
সমান
অর্ধেক
তিনগুণ
দ্বিগুণ
ব্যাখ্যা: আয়তাকার চ্যানেলের ক্ষেত্রে সর্বোচ্চ নির্গমন তখনই ঘটে যখন পানির গভীরতা প্রন্থের অর্ধেক হয় অর্থাৎ আয়তাকার চ্যানেলের মধ্যে দিয়ে অধিক নির্গমন ও গতিবেগের জন্য প্রযোজ্য শর্ত হলোঃ
b = 2d এবং m =d/2 ব্যবহার করা বাঞ্ছনীয়।
669. Kinematic viscosity-এর একক কী?
m²/sec
sec/m²
sec/m³
kg. sec/m²
ব্যাখ্যা: SI এককে Kinematic viscosity-এর একক m²/s।
670. পানি turbidity কীসের পরিমাপক?
ভাসমান বস্তুর
দ্রবীভূত বস্তুর
পানির অম্লতা
পানির ক্ষারতা
ব্যাখ্যা: Turbidity মূলত পানির আবিলতা/অস্বচ্ছতা পরিমাপ করাকে বুঝায়।
671. বিভিন্ন রকম প্রবাহ নির্ণয়ের জন্য নিচের কোন নচ প্রযোজ্য?
ভি-নচ
আয়তাকার
স্টেপড
ট্রাপিজিয়াম
ব্যাখ্যা: ভি-নচের সুবিধা-
i) ভি-নচের ক্ষেত্রে নির্গমন নির্ণয়ের জন্য শুধুমাত্র গভীরতা বা হেড (H) এর প্রয়োজন হয়।
(ii) একই মাপের ভি-নচ দিয়ে বিভিন্ন ধরনের প্রবাহের পরিমাপ সঠিকভাবে নির্ণয় করা যায়।
672. Cumec দ্বারা বুঝায়-
1cm³/sec
1m³/sec
1m³/sec2
Icft/sec
673. Ventilation এর উদ্দেশ্যে ব্যবহৃত pipe -কে বলা হয়-
Soil pipe
Waste pipe
Vent pipe
Siphon pipe
674. Surface tension-এর একক কোনটি?
N
N/m
N/m^2
N/m^3
ব্যাখ্যা: কোনো তরলের উপর তার চেয়ে কম ঘনত্বের কোনো বস্তু রাখলে এর তল বরাবর সংকুচিত হওয়াকে Surface tension বলে। পানির পৃষ্ঠটান 72 dyne/cm
: 72 dyne/cm = 72 x103 N/m = 0.072 N/m
675. নিচের কোনটি অনমনীয় বাঁধের উদাহরণ নয়?
ম্যাসনারি বাঁধ
কংক্রিটের বাঁধ
সয়েল বাঁধ
ইস্পাত বাঁধ
কোনোটিই নয়
ব্যাখ্যা: অনমনীয় বাঁধগুলো হচ্ছে- কংক্রিটের বাঁধ, রিইনফোর্সড কংক্রিট বাঁধ, ম্যাসনরি বাঁধ, আর্চ বাঁধ, ইস্পাতের বাঁধ, কাঠের বাঁধ।
676. দুটি নলকূপের Individual discharge যথাক্রমে Q1 এবং Q2. নলকূপ দুটির একত্রিত discharge কত হবে?
Q1+Q2
>(Q+Q2)
<(Qi + Q2)
কোনোটিই নয়
ব্যাখ্যা: প্রথম নলকূপের discharge 'Q।' এবং দ্বিতীয় নলকূপের discharge 'Q' হলে, দুই নলকূপের একত্রে discharge, Q=Q+Q₂ হবে।
677. পানির স্তম্ভের হিসাবে বায়ুমন্ডলীয় চাপ -এর পরিমাণ-
৭.৫ মি.
৮.৫ মি.
৯.৮১ মি.
১০.৩০ মি.
678. চেজির সূত্রের সাহায্যে নির্গমনের সূত্র-
AC√mi
AC√m/i
AC√m
AC√m/c
ব্যাখ্যা: বেজিনের সূত্রের সাহায্যে Weir-এর মধ্য দিয়ে প্রবাহের পরিমাণ নির্ণয় করা হয়।
সূত্র, Q = mL√28 3/H^2 এখানে, m = বেজিনের ধ্রুবক L = Weir-এর প্রকৃত দৈর্ঘ্য H = তরল বা পানির হেড চেজির নির্গমন সূত্র হতে, Q = AV = AC√mi
[V=C√mi]
679. আয়তন অনুযায়ী বাতাসে অক্সিজেনের পরিমাণ প্রায়-
৫০%
৩৫%
৩০%
২৫%
680. হাইড্রোলিক প্রেস কোন সূত্রের উপর কাজ করে?
বার্নলির সূত্র
প্যাসকেলের সূত্র
নিউটনের সূত্র
রনের সূত্রকায়
কোনোটিই নয়
ব্যাখ্যা: প্যাসকেলের সূত্র: আবদ্ধ পাত্রে তরল বা বায়বীয় পদার্থের কোনো অংশের উপর বাইরে থেকে চাপ প্রয়োগ করলে সেই চাপ কিছু মাত্র না কমে তরল বা বায়বীয় পদার্থের সংলগ্ন পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করে।