Image
হাইড্রোলিক্স MCQ
621. পানির Suction head এবং Delivery head যথাক্রমে-
১৫"-০"/১৫'-০"
২৮'-০" পাম্পের ক্ষমতানুযায়ী
80'-০"/80'-০"
৪৫'-০"/৪৫'-০"
622. এক বায়ুমণ্ডলীয় চাপ সমান- [TTC-21]
১৪.৭ কেজি/সেমি_2
১ কেজি/মি_2
১.০৩৩ কেজি/সেমি_2
১.০৩৩ কেজি/মি_2
623. এক মাইক্রো বলা হয়-
107
108
109
10-6
624. তরলের বেগ পাইপের কেন্দ্রে- [DMLC-21]
কম
বেশি
সমান
শূন্য
625. একটি Drain থেকে ১০০ Cusec পানি ২৪ ঘণ্টা ধরে প্রবাহিত হলে প্রবাহিত পানির পরিমাণ- [MOCA-19, BB-21]
৮:৬,৪০,০০০ ঘনফুট
৮,৬৪০০০ ঘনফুট
৬৮৪ ঘনফুট
৮,৬৪০ ঘনফুট
626. Capillary action সবচেয়ে বেশি হবে-
Coarse sand-এ
Silt-এ
Clay-তে
Find sand-এ
627. পানির unit weight-
৫০ পাউন্ড/ঘনফুট
৬২.৫০ পাউন্ড/ঘনফুট
৯০.৫০ পাউন্ড/ঘনফুট
১০০.৫ পাউন্ড/ঘনফুট
628. গ্যাসের ভিসকোসিটি। [BGFCL-21]
তাপমাত্রা কমলে বেড়ে যায়
তাপমাত্রা বাড়লে বাড়ে
তাপমাত্রা কমা/বাড়ার সাথে পরিবর্তিত হয় না
তাপমাত্রা বাড়লে প্রথমে বাড়ে, তবে এক পর্যায়ে পৌছানোর পর স্থির হয়ে যায়
কোনোটিই নয়
629. কোন যন্ত্রে বার্নোলির সূত্র ব্যবহার করা হয়? [DWASA-20]
ভেনচুরিমিটার
পিটটটিউব
অরিফিস
সবগুলো
630. দিনে মাথাপিছু পানি ব্যবহারের গড় পরিমাণ-
২০ গ্যালন
৫০ গ্যালন
৮০ গ্যালন
১০০ গ্যালন
631. পানির গভীরতা বাড়ার সাথে সাথে চাপ- [BPSC-20]
কমে
স্থির থাকে
বাড়ে
উপরের কোনোটিই নয়
632. ১ মিটার চওড়া একটি আয়তকার Weir এর উপর দিয়ে প্রবাহিত পানির স্থির হেড ৫০ সেমি। প্রবাহের সহগ Cd = 0.60 হলে, লিটার/সেকেন্ড এককে প্রবাহ কত হবে? [BWDB-20]
৬১২
৬১৮
৬২৬
৬৩২
633. নদীতে পানির প্রবাহ হয়-
নদীর গভীরতার জন্য
নদীর প্রশস্ততার জন্য
Hydraulic gradient-এর জন্য
পানির পরিমাপের জন্য
634. কোন ওয়াটার বডির ফ্রি-সার্ফেসের ৫ মিটার নিচে প্যাসকেল ইউনিটে চাপ কত? [BGFCL-21]
৬০০৫০
৬৭০৬৮
৮৯০৭০
৪৯০৫০
কোনোটিই নয়
635. একটি পাম্প 0.003 m³/s হারে 15m উচ্চতায় পানি তোলে। যদি দক্ষতা 80% হয় তবে পাম্প পরিচালনায় প্রয়োজনীয় শক্তি - [BADC-22]
0.716 kW
0.55181 kW
0.2231 kW
0.8932 kW
636. প্রবাহিত একটি পানি কণার সর্বমোট শক্তি হলো-
Potential energy + Pressure energy
Potential energy + Kinetic energy + Pressure energy
Potential energy + Kinetic energy + Pressure energy
Kinetic energy + Pressure energy
637. কোনো প্রবাহের Reynolds নাম্বর ২১৫০ হলে, তা কী ধরনের প্রবাহ? [BWDB-20]
ক্রিটিক্যাল ফ্লো
ল্যামিনার
অবাধ্য/টার্বুলেন্ট
সুটিং
638. তরলে ডুবন্ত কোনো তলের ওপর Resultant pressure যে Point-এর কাজ করে, তাকে বলা হয়-
Centre of gravity
Centre of pressure
Centre of immersed surface
কোনোটিই নয়
639. সূক্ষভাবে পানির হেড মাপতে কোন গেজ ব্যবহৃত হয়? [BGFCL-21]
ফ্লোট গেজ
হুক গেজ
স্টাফ গেজ
টাইড গেজ
কোনোটিই নয়
640. Pitot tube দিয়ে কী মাপা হয়? [BPSC-20]
Stagnation point-এর বেগ
Stagnation pressure
Static pressure
Dynamic pressure