Image
হাইড্রোলিক্স MCQ
601. একটি ৪০ মিমি ব্যাসের পাইপের মধ্য দিয়ে ৩.৫ কিলো প্যাসকেল চাপে ১.৫ মি/সে. বেগে পানি প্রবাহিত হয়। যদি পাইপের ডেটাম হেড ৭.০ মিটার হয়, তবে প্রবাহের মোট শক্তি বা হেড কত মিটার? [BWDB-20]
৬.৫৬ মি
৫.২৩ মি
৭.৪৭ মি
৮.৩৩ মি
602. তরল পদার্থ পাইপের মধ্য দিয়ে প্রবাহের পথে কোনো বাধাপ্রাপ্ত হলে তা অতিক্রম করার পর পুনরায়- [DWASA-20]
বৃদ্ধি পায়
বাধাগ্রস্ত হয়
সংকুচিত হয়
ঘর্ষণপ্রাপ্ত হয়
603. নিচের কোনটি ১ টর প্রেসারের পরিমাপ? [BGFCL-20]
১ মিলিমিটার মার্কারি
১০০ কেজি মিটার
১ নিউটন
১ অ্যাটম প্রেসার
কোনোটিই নয়
604. ম চাপ বলা হয় আদর্শ বায়ুর চাপ ও গেজ চাপের-
গুণফলকে
যোগফলকে
বিয়োগফলকে
ভাগফলকে
605. পানির আপেক্ষিক ওজন- [DWASA-20]
1 gm/cc
1 gm/m
1 gm/cm²
1 kg/cm
606. তরল পদার্থের তলদেশের চাপের তীব্রতা-
সমান
কম
শূন্য
বেশি
607. তরল পদার্থকে-
বৃদ্ধি করা যায় না
সংকোচন করা যায় না
সংকোচন করা যায়
কোনোটিই নয়
608. কীসের ওপর তরলের গতি নির্ভর করে?
কৈশিকতা
পৃষ্ঠটান
সান্দ্রতা
প্রবাহ
609. বাতাস একটি সংকোচনশীল পদার্থ; সেজন্য বিভিন্ন উচ্চতায় এর-
চাপ ভিন্ন
ঘনত্ব ভিন্ন
আয়তন ভিন্ন
কোনোটিই নয়
610. পানির কতটুকু উচ্চতার জন্য ২ কেজি/বর্গসেমি চাপ পাওয়া যাবে? [BWDB-20]
২০ মি
১৮ মি
২২ মি
১৫ মি
611. তরল পদার্থের কৈশিকতার সাহায্যে নির্ণয় করা হয়-
প্রবাহের পরিমাণ
প্রবাহের ঘনত্ব
সংকোচনশীলতা
সারফেস টেনশন
612. পারদের আপেক্ষিক গুরুত্ব কত? [DWASA-20]
13.6
0.8
1
65
613. Pizometer tube দ্বারা তরল পদার্থের যে pressure মাপা হয়, তাকে বলে-[MODMR-04, BPSC-20]
Gauge pressure
Atmospheric pressure
Vaccum presure
Absolute pressure
614. প্রবহমান তরলে প্রত্যেকটি কণার থাকে? [BWDB-20]
গতিশক্তি
চাপশক্তি
বিভবশক্তি বা চাম
সবগুলো
615. পৃষ্ঠটান নির্ণয় করা হয় কীসের সাহায্যে?
কৈশিকতা
সান্দ্রতা
সংকোচনশীলতা
সংলগ্নতা
616. 'd' ব্যাসবিশিষ্ট একটি বৃত্তাকার পাইপের 'Hydraulic mean depth'- [PWD-2000, BPSC-20]
d
d/2
d/4
d/6
617. তরল পদার্থের উপরিতলের চাপের তীব্রতা-
শূন্য
বেশি
কম
সমান
618. তাপমাত্রা বৃদ্ধিতে তরল পদার্থের সান্দ্রতা-
অপরিবর্তিত থাকে
কমে
বাড়ে
ধীরে ধীরে বাড়ে
619. আণবিক আকর্ষণের ওপর ভিত্তি করে কী নির্ণয় করা হয়?
কৈশিকতা
পৃষ্ঠটান
সান্দ্রতা
সংকোচনশীলতা
620. স্থির তরলে খাড়াভাবে ডুবন্ত একটি তলের উপর Centre of pressure-এর অবস্থান- [BPSC-20]
ডুবন্ত তলের Centroid-এ
সর্বদাই তলের Centroid-এর উপরে
সর্বদাই তলের Centroid-এর নিচে
উপরের কোনোটিই নয়