EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

হাইড্রোলিক্স MCQ
601. পানির আপেক্ষিক ওজন- [DWASA-20]
1 gm/cc
1 gm/m
1 gm/cm²
1 kg/cm
ব্যাখ্যা: ব্যাখ্যা: আপেক্ষিক ওজন: আদর্শ চাপ ও তাপমাত্রায় একক আয়তনের ওজনকে আপেক্ষিক ওজন বলে। একে আপেক্ষিক ঘনত্বও বলা হয়। একে w দ্বারা প্রকাশ করা হয়। w=1 gm/cm (CGS) = 1000 kg/m^3 (MKS) = 9.81 kN/m^3
602. আণবিক আকর্ষণের ওপর ভিত্তি করে কী নির্ণয় করা হয়?
কৈশিকতা
পৃষ্ঠটান
সান্দ্রতা
সংকোচনশীলতা
ব্যাখ্যা: পৃষ্ঠটান: ভিন্ন ঘনত্বের দুটি তরল পদার্থ পরস্পরের সংস্পর্শে থাকলে স্পর্শ তলটি একটি বক্ররেখা সৃষ্টি করে। সাধারণত আণবিক আকর্ষণের ফলে উক্ত বক্ররেখা বা তলের সৃষ্টি হয়। তলটি একটি ইলাস্টিক স্কিনের ন্যায় কাজ করে এবং উভয় দিকে টান থাকে। এ টান বা টেনশনই পৃষ্ঠটান হিসেবে পরিচিত।
603. স্থির তরলে খাড়াভাবে ডুবন্ত একটি তলের উপর Centre of pressure-এর অবস্থান- [BPSC-20]
ডুবন্ত তলের Centroid-এ
সর্বদাই তলের Centroid-এর উপরে
সর্বদাই তলের Centroid-এর নিচে
উপরের কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: কোনো একটি বস্তুকে স্থির তরলের মধ্যে ডুবালে তরলে চাপ সবসময় বস্তুর তলের কেন্দ্রে নিচে হবে।
604. তরল পদার্থের উপরিতলের চাপের তীব্রতা-
শূন্য
বেশি
কম
সমান
605. কীসের ওপর তরলের গতি নির্ভর করে?
কৈশিকতা
পৃষ্ঠটান
সান্দ্রতা
প্রবাহ
ব্যাখ্যা: সান্দ্রতা : তরলের দুটি তলে অনুভূত শিয়ার পীড়ন প্রতিরোধের ক্ষমতাকে তরলের সান্দ্রতা বলে। সান্দ্রতা প্রবাহীর হার নিয়ন্ত্রণ করে। সান্দ্রতার উপর তরলের গতি নির্ভর করে। তা ছাড়া তাপমাত্রার উপর সান্দ্রতার প্রভাব রয়েছে। তাপমাত্রা বাড়লে তরল পদার্থের সান্দ্রতা (Viscosity) হ্রাস পায় এবং তাপামাত্রা বাড়লে গ্যাসের সান্দ্রতা (Viscosity) বৃদ্ধি পায়।
606. তাপমাত্রা বৃদ্ধিতে তরল পদার্থের সান্দ্রতা-
অপরিবর্তিত থাকে
কমে
বাড়ে
ধীরে ধীরে বাড়ে
607. বাতাস একটি সংকোচনশীল পদার্থ; সেজন্য বিভিন্ন উচ্চতায় এর-
চাপ ভিন্ন
ঘনত্ব ভিন্ন
আয়তন ভিন্ন
কোনোটিই নয়
608. পৃষ্ঠটান নির্ণয় করা হয় কীসের সাহায্যে?
কৈশিকতা
সান্দ্রতা
সংকোচনশীলতা
সংলগ্নতা
ব্যাখ্যা: কৈশিকতা: ছোট ব্যামের কোনো টিউবকে পানিতে খাড়াভাবে ডুবালে টিউবের ভিতরের পানি খানিকটা উপরে উঠে এবং অবতল আকৃতি ধারণ করে। Cohesion/অসঞ্চন-এর চাইতে Adhesion (সংযুক্তি) বেশি হওয়ায় এরূপ হয়। আবার একই টিউব পারদের ভেতরে ডুবালে উত্তল আকার ধারণ করে এবং তল কিছুটা নিচে চলে যায়। এক্ষেত্রে Cohesion-এর চেয়ে Adhesion কম হওয়ায় এমনটি হয়। ছোট ব্যাসের টিউবে পানির এরূপ উপরে উঠার ঘটনাকে কৈশিকতা বলে। কৈশিকতার সাহায্যে তরলের পৃষ্ঠটান নির্ণয় করা হয়।
609. তরল পদার্থের তলদেশের চাপের তীব্রতা-
সমান
কম
শূন্য
বেশি
ব্যাখ্যা: ব্যাখ্যা: আমরা জানি, তরল পদার্থের চাপের তীব্রতা এর গভীরতার সমানুপাতিক। অর্থাৎ, এর গভীরতা যত বৃদ্ধি পাবে চাপের তীব্রতাও তত বৃদ্ধি পাবে। তাই তরল পদার্থের তলদেশে চাপের তীব্রতা সর্বাধিক এবং উপরিতলে উচ্চতা হওয়ায় সেখানে চাপের তীব্রতাও শূন্য।
610. প্রবহমান তরলে প্রত্যেকটি কণার থাকে? [BWDB-20]
গতিশক্তি
চাপশক্তি
বিভবশক্তি বা চাম
সবগুলো
ব্যাখ্যা: ব্যাখ্যা: সবগুলো। অর্থাৎ গতিশক্তি, চাপশক্তি এবং বিভবশক্তি।
611. ম চাপ বলা হয় আদর্শ বায়ুর চাপ ও গেজ চাপের-
গুণফলকে
যোগফলকে
বিয়োগফলকে
ভাগফলকে
ব্যাখ্যা: ব্যাখ্যা: পরম চাপঃ • পরম চাপ = বায়ুচাপ + গেজ চাপ • পরম চাপ = বায়ুচাপ - ভ্যাকুয়াম চাপ
612. তরল পদার্থ পাইপের মধ্য দিয়ে প্রবাহের পথে কোনো বাধাপ্রাপ্ত হলে তা অতিক্রম করার পর পুনরায়- [DWASA-20]
বৃদ্ধি পায়
বাধাগ্রস্ত হয়
সংকুচিত হয়
ঘর্ষণপ্রাপ্ত হয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: তরল পদার্থ পাইপের মধ্য দিয়ে প্রবাহের পথে কোথাও বাধাপ্রাপ্ত হলে তরলের বেগ কমে যায়। ফলে বাধা অতিক্রম করার পর তরল পদার্থ সংকুচিত হয়ে আসে।
613. তরল পদার্থকে-
বৃদ্ধি করা যায় না
সংকোচন করা যায় না
সংকোচন করা যায়
কোনোটিই নয়
ব্যাখ্যা: তরল পদার্থের মধ্যে তাপ বৃদ্ধি করলে এর আয়তন বৃদ্ধি পায়। একইভাবে তাপ হ্রাস করলেও এর আয়তন বৃদ্ধি পায়। এটি তরলের একটি বিশেষ গুণ, যার ফলে তরলকে সংকুচিত করা যায় না। তরলের এ ধর্ম ব্যবহার করেই বিভিন্ন হাইড্রোলিক মেশিন পরিচালিত হয়।
614. পানির কতটুকু উচ্চতার জন্য ২ কেজি/বর্গসেমি চাপ পাওয়া যাবে? [BWDB-20]
২০ মি
১৮ মি
২২ মি
১৫ মি
ব্যাখ্যা: ব্যাখ্যা: We know, P = wash 2 = 0.001 x 1 x h .: h = 2000 cm = 20 m
615. নিচের কোনটি ১ টর প্রেসারের পরিমাপ? [BGFCL-20]
১ মিলিমিটার মার্কারি
১০০ কেজি মিটার
১ নিউটন
১ অ্যাটম প্রেসার
কোনোটিই নয়
616. পারদের আপেক্ষিক গুরুত্ব কত? [DWASA-20]
13.6
0.8
1
65
ব্যাখ্যা: ব্যাখ্যা: কোনো তরল পদার্থ পানির তুলনায় যতগুণ ভারী, তাকে ঐ তরলের আপেক্ষিক গুরুত্ব বলে। পারদের আপেক্ষিক গুরুত্ব হলো 13.6।
617. একটি ৪০ মিমি ব্যাসের পাইপের মধ্য দিয়ে ৩.৫ কিলো প্যাসকেল চাপে ১.৫ মি/সে. বেগে পানি প্রবাহিত হয়। যদি পাইপের ডেটাম হেড ৭.০ মিটার হয়, তবে প্রবাহের মোট শক্তি বা হেড কত মিটার? [BWDB-20]
৬.৫৬ মি
৫.২৩ মি
৭.৪৭ মি
৮.৩৩ মি
ব্যাখ্যা: ব্যাখ্যা: মোট শক্তি, H = Z+ V^2/2g + P/W = 7 + (1.5^2)/2x9.81 + 3.5/(9.81 ) = 7.47 m
618. তরল পদার্থের কৈশিকতার সাহায্যে নির্ণয় করা হয়-
প্রবাহের পরিমাণ
প্রবাহের ঘনত্ব
সংকোচনশীলতা
সারফেস টেনশন
619. 'd' ব্যাসবিশিষ্ট একটি বৃত্তাকার পাইপের 'Hydraulic mean depth'- [PWD-2000, BPSC-20]
d
d/2
d/4
d/6
ব্যাখ্যা: ব্যাখ্যা: 'Hydraulic mean depth' , R= πd^(2 ) / 4 / πd^ = d/4
620. Pizometer tube দ্বারা তরল পদার্থের যে pressure মাপা হয়, তাকে বলে-[MODMR-04, BPSC-20]
Gauge pressure
Atmospheric pressure
Vaccum presure
Absolute pressure