হাইড্রোলিক্স MCQ
641. 1 অ্যাটমোসফিয়ার চাপ হলো- [PPA-23]
1.033 gm/cm²
1.033 kg/cm²
10.33 gm/cm²
1.033 gm/cm²
ব্যাখ্যা: ব্যাখ্যা: বায়ুমণ্ডলীয় চাপঃ
1 atm = 1.033 kg/cm²
= 1033.6 gm/cm²
= 101.325 kPa
= 76 cm পারদের উচ্চতার সমান
= 10.336m পানির উচ্চতার সমান।
642. ডিফারেনশিয়াল ম্যানোমিটার দ্বারা পরিমাপ করা যায়-
উচ্চ চাপ
এক বিন্দুর চাপ
দুই বিন্দুর চাপ
কোনোটিই নয়
ব্যাখ্যা: ডিফারেনশিয়াল ম্যানোমিটারের সাহায্যে একই পাইপের দুটি বিন্দুতে কিংবা দুটি ভিন্ন পাইপের মধ্যে চাপ নির্ণয় করা হয়।
643. Reynold's Number কত হলে Flow turbulent হয়? [MOLE-19; BADC-22]
<2000
2000-4000
> 4000
<4000
ব্যাখ্যা: ব্যাখ্যা: R_n <2000 Flow is laminar
2000< R_n <4000 Flow is in transition
R_n> 4000 Flow is turbulent
644. পানির ঘনত্ব সবচেয়ে বেশি-[SGCL-23]
4°F তাপমাত্রায়
4°K তাপমাত্রায়
4°Rতাপমাত্রায়
4°C তাপমাত্রায়
ব্যাখ্যা: ব্যাখ্যা: ঘনত্ব: আদর্শ চাপ ও তাপমাত্রায় একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। 4℃ তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি। এর মান নিম্নরূপ-
পানির ঘনত্ব, p = 1 gm/cm³ (CGS)
= 1000 kg/m³ (MKS)
= 62.5 lb/fr³ (FPS)
= 9.81 kN/m³ (SI)
645. FPS পদ্ধতিতে চাপের একক কোনটি? [SGCL-23]
PSI
kg/m²
N/mm²
সব কয়টি
ব্যাখ্যা: ব্যাখ্যা: চাপের এককসমূহ
এমকেএস (MKS)-এ→ kg/m^2
সিজিএস (CGS)-এ → gm/〖cm〗^2
এফপিএস (FPS)-এ→ Ib/〖ft〗^2
এসআই (SI)-এ → N/m^2 , Pa , Dyne/〖cm〗^2 , (Poundal )/〖ft〗^2 , N/〖mm〗^2
646. পরীক্ষামূলকভাবে Cc মেপে নিম্নের কোন সম্পর্ক বের করা হয়?
Cc = Cd/Cv
Cc = Cv/Cd
Cc = Cr/Cd
Cc = Cr/Cv
ব্যাখ্যা:
647. কো-ইফিসিয়েন্ট অব ডিসচার্জ-এর মান সাধারণত হয়ে থাকে-
0.61-0.64-এর মধ্যে
0.64-0.68-এর মধ্যে
0.79
0.97
648. Manometer দিয়ে নির্ণয় করা হয়-
Velocity of fluid
Atmospheric pressure
Difference of pressure between two points in a pipe
Pressure in venturimeter
649. যে যন্ত্রের সাহায্য বায়ুমণ্ডলের চাপ নির্ণয় করা হয় তার নাম- [DWASA-20, SGCL-23]
টেকোমিটার
অ্যাভোমিটার
ওহমমিটার
ব্যারোমিটার
ব্যাখ্যা: ব্যাখ্যা: বাতাসের চাপকে বায়ু মণ্ডলীয় চাপ বলে। যে যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলের চাপ নির্ণয় করা হয়, তাকে ব্যারোমিটার বলে।
ট্যাকোমিটার: এর সাহায্যে প্রতি মিনিটে ঘূর্ণন, রক্তপ্রবাহের হার নির্ণয় করা হয়।
ওহমমিটার: এর সাহায্যে পদার্থের বৈদ্যুতিক রোধকতা নির্ণয় করা হয়।
650. পানির স্তম্ভের বায়ুমণ্ডলের চাপ এর পরিমাণ-
৭.৫মি.
৮.৫ মি.
৯.৮১ মি.
১০.৩০ মি.
651. প্রতি বর্গসেন্টিমিটার 0.5 kg চাপের সমতুল্য পানির স্তম্ভের উচ্চতা-
৫ মিটার
২.৫ মিটার
৫০ মিটার
২৫ মিটার
ব্যাখ্যা: H = P/W=0.50/0.001 = 500cm=5m
652. বায়ুর আদর্শ চাপ পারদ স্তম্ভে-[SB-16, SGCL-23]
65cm
76cm
72cm
100cm
ব্যাখ্যা: ব্যাখ্যা: সমুদ্রপৃষ্ঠে 45^0 অক্ষাংশে এবং ০℃ সেলসিয়াস উষ্ণতায় 76 সেমি পারদ বা ১০১৩২৫ Pa চাপ প্রয়োগ করে তাকে প্রমাণ চাপ বা বায়ুমণ্ডলীয় চাপ বলে।
1 atm = 76 cm = 760 mm = 101.325 kPa
653. একটি 5m উচ্চতার পানির ট্যাঙ্কের তলায় অবস্থিত নজল (Nozzle) দিয়ে পানি নির্গত হওয়ার বেগ (Exit velocity) নির্ণয় কর। [BADC-22]
9.90 m/s
19.80 m/s
99.9 m/s
5.90 m/s
ব্যাখ্যা: ব্যাখ্যা:
দেওয়া আছে,
h = 5m
v =?
g = 9.81m/s²
আমরা জানি, v = √2gh
= √2x9.81x5
= 9.90m/s
654. তরল পদার্থ পাইপের মধ্য দিয়ে প্রবাহের পথে কোনো বাধাপ্রাপ্ত হলে তা অতিক্রম করার পর পুনরায়-
বৃদ্ধি পায়
বাধাপ্রাপ্ত হয়
সংকুচিত হয়
ঘর্ষণপ্রাপ্ত হয়
655. পানির মুক্ততল হতে কত নিচে চাপের তীব্রতা বায়ুমণ্ডলের চাপের দ্বিগুণ হবে? [বায়ুর চাপ 1.01 kg/cm²] [PPA-23]
20.20m
21.20m
22.20m
23.20m
ব্যাখ্যা: ব্যাখ্যা: P = hy
2x1.01 = h ×0.001
h = 2020cm = 20.20m
656. ১০ সেমি ব্যাসের পাইপের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে ৮ মিটার বেগে পানি প্রবাহিত হচ্ছে। নির্গমনের (Q) পরিমাণ কত?
০.৬২৮ লিঃ/সেঃ
৬.২৮ লিঃ/সেঃ
৬২.৮0 লিঃ/সেঃ
৬২৮ লিঃ/সেঃ
ব্যাখ্যা: Q = AV = (0.1)² x×8×1000 = 62.80 lit/sec
657. ৪° সেন্টিগ্রেড তাপমাত্রায় ১ লিটার পানির ওজন-
১.৪ কেজি
১. ২ কেজি
১.০ কেজি
০.৯৬ কেজি
658. কোনটি দ্বারা গড় সমুদ্রতল বুঝানো হয়? [PPA-23]
HFL
HSL
FL
MSL
ব্যাখ্যা: ব্যাখ্যা: H.F.L = Highest Flood Level (সর্বোচ্চ বন্যাতল)
FL = Flood Level (বন্যাতল)
M.S.L = Mean Sea Level (গড় সমুদ্রতল)
659. কোনো তেলের আপেক্ষিক ওজন 0.75 gm/cm³; এর আপেক্ষিক গুরুত্ব হবে-
15gm/cm³
10gm/cm²
0.75
1.0kg
660. একটি ছয়তলা বিশিষ্ট ভবনের পরিমাণ চাপ (pressure) নিচতলায় পানির পাইপ কী বহন-এ সক্ষম হওয়া প্রয়োজন?
১০০০ পিএসআই
২০০০ পিএসআই
৩০০০ পিএসআই
৪০০০ পিএসআই