MCQ
401. মেটাসেন্টারের অবস্থা Center of Gravity এর------
একই বিন্দুতে
উপরে
নিচে
কোনটি নয়
402. নিচের কোন সম্পর্কটি সঠিক?
Cd = Cc×Cv
Cv = Cc×Cd
Cc = Cd×Cv
কোনটিই নয়
403. মেটাসেন্ট্রিক উচ্চতা-
GM= mx/ wtan@
GM= mx/wcos@
GM= m@/ w sin@
None
404. কিউমেক (Cumec) দ্বারা কি বুঝায় ?
m^3/ sec
ft^3/ sec
m^2/ sec
ft^2/ sce
405. পানির গভীরতা যদি ক্রিটিক্যাল ডেপথ এর বেশি হয় তখন তাকে বলে -
ক্রিটিক্যাল ফ্লো
ভিসকাস ফ্লো
স্টিমিং ফ্লো
সুটিং ফ্লো
406. 1 কিউমেক ( Cumec) কত litre/sec?
28.30
1000
62.3
981
407. পারদ পানির অপেক্ষা কতগুন ভারী-?
১৩ গুন
১৩.৬
১৩.৯
১.৩৬
408. পানির গভীরতা যদি ক্রিটিক্যাল ডেপথ এর কম হয় তখন তাকে বলে -
ক্রিটিক্যাল ফ্লো
ভিসকাস ফ্লো
স্টিমিং ফ্লো
সুটিং ফ্লো
409. বস্তুর ওজন অপেক্ষা প্লবতা বেশি হলে বস্তুুটি---
ভাসবে
ডুববে
স্থির থাকবে
কোনটি নয়
410. পানির গভীরতা যদি ক্রিটিক্যাল ডেপথ এর সমান হয় তখন তাকে বলে -
ক্রিটিক্যাল ফ্লো
ভিসকাস ফ্লো
স্টিমিং ফ্লো
সুটিং ফ্লো
411. অল্প চাপ সুক্ষ্ম ভাবে পরিমাপ করার জন্য কি ব্যবহৃত হয়?
পিজোমিটার
বার্ডন টিউব
ডিফারেনসিয়াল
ইউ টিউব
412. Pizometer tube দিয়ে তরল পদার্থের যে Pressure মাপা হয় উহাকে বলে-
Gauge Pressure
Atmosphere Pressure
Vaccum Pressure
Absolute Pressure
413. ক্রিটিক্যাল ফ্লোর জন্য ফ্রাউড নাম্বার কতো?
Fr > 1
Fr = 1
Fr < 1
কোনটিই নয়।
414. পরীক্ষামূলকভাবে পরিমান করে নিচের কোন সম্পর্ক বের করা হয়?
Cc = Cd/Cv
Cc = Cv/Cd
Cc = Cc/Cv
কোনটিই নয়
415. অতি উচ্চচাপ পরিমাপের জন্য কি ব্যবহৃত হয়?
পিজোমিটার
বার্ডন টিউব
ডিফারেনসিয়াল
ইউ টিউব
416. সম্পূর্ণ নিমজ্জিত বস্তুর হারানো ওজন অপসারিত তরলের ওজনের-?
সমান
দ্বিগুন
অর্ধেক
কোনটি নয়
417. ভাসমান বস্তুর সাম্যবস্তার সূত্র কি?
২
৩
৪
৫
418. লঞ্চের মেটাসেন্ট্রিক উচ্চতা কত?
২
৩.৫
৪
৫
419. কো-ইফিসিয়েন্ট অব ডিসচার্জ এর মান সাধারণত কতো হয়ে থাকে?
০.৬১ ও ০.৬৪ এর মধ্যে
০.৬৪ ও ০.৬৮ এর মধ্যে
০.৭৯
০.৯৭
420. ইনার্শিয়া ফোর্স ও ভিসকাস ফোর্সের অনুপাতকে বলে-
বেজিন ধ্রুবক
ফ্রাউড নাম্বার
রিনোন্ড নাম্বার
কোনটিই নয়