Image
MCQ
181. 'অভিরাম' শব্দের অর্থ কী?
বিরামহীন
বালিশ
চলন
সুন্দর
182. শরতের শিশির-বাগধারা শব্দটির অর্থ কী?
সুসময়ের বন্ধু
সুসময়ের সঞ্চয়
শরতের শোভা
শরতের শিউলি ফুল
183. কোন শব্দযুগল বিপরীতার্থক নয়?
ঐচ্ছিক-অনাবশ্যিক
কুটিল-সরল
কম-বেশি
কদাচার-সদাচার
184. 'ঊর্ণনাভ' শব্দটি দিয়ে বুঝায়-
টিকটিকি
তেলেপোকা
উইপোকা
মাকড়সা
185. অন্যের রচনা থেকে চুরি করাকে বলা হয়-
বেতসবৃত্তি
পতঙ্গবৃত্তি
জলৌকাবৃত্তি
কুম্ভিলকবৃত্তি
187. . 'জিজীবিষা' শব্দটি দিয়ে বোঝায়-
জয়ের ইচ্ছা
হত্যার ইচ্ছা
বেঁচে থাকার ইচ্ছা
শোনার ইচ্ছা
188. 'জোছনা' কোন শ্রেণির শব্দ?
যৌগিক
তৎসম
দেশি
অর্ধ-তৎসম
189. বাংলা কৃৎ-প্রত্যয় সাধিত শব্দ কোনটি?
কারক
লিখিত
বেদনা
খেলনা
190. 'Attested'-এর বাংলা পরিভাষা কোনটি?
সত্যায়িত
প্রত্যয়িত
সত্যায়ন
সংলগ্ন/সংলাগ
191. . কোনটি শুদ্ধ বানান?
প্রজ্বল
প্রোজ্জল
প্রোজ্জ্বল
প্রোজ্জ্বল
192. . 'প্রোষিতভর্তৃকা' শব্দটির অর্থ কী?
ভর্ৎসনাপ্রাপ্ত তরুণী
যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে
ভূমিতে প্রোথিত তরুমূল
যে বিবাহিতা নারী পিত্রালয়ে অবস্থান করে
193. বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কী বলে?
বিভক্তি
কারক
প্রত্যয়
অনুসর্গ
194. শিব রাত্রির সলতে-বাগধারাটির অর্থ কী?
শিবরাত্রির আলো
একমাত্র সঞ্চয়
একমাত্র সন্তান
শিবরাত্রির গুরুত্ব
195. 'সর্বাঙ্গীণ' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয়-
সর্বঙ্গ + ঈন
সর্ব + অঙ্গীন
সর্ব + ঙ্গীন
সর্বাঙ্গ + ঈন
196. দ্বারা, দিয়া, কর্তৃক বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তি?
তৃতীয়া বিভক্তি
প্রথমা বিভক্তি
দ্বিতীয়া বিভক্তি
শূন্য বিভক্তি
197. 'গির্জা' কোন ভাষার অন্তর্গত শব্দ?
ফারসি
পর্তুগিজ
ওলন্দাজ
পাঞ্জাবি