MCQ
21. ডাউকি ফল্ট বরাবর একটি প্রচণ্ড ভূমিকম্পের পর বাংলাদেশের কোন নদী তার গতিপথ পরিবর্তন করে?
ব্রহ্মপুত্র নদী
মেঘনা নদী
কর্ণুফুলী নদী
পদ্মা নদী
22. ‘নেকড়েযোদ্ধা কূটনীতি’ কোন দেশের সাথে সংশ্লিষ্ট?
ভিয়েতনাম
রাশিয়া
চীন
উত্তর কোরিয়া
23. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদ কত সময়ের জন্য?
১ বছর
৫ বছর
৪ বছর
২ বছর
24. World Economic Forum-এর বাৎসরিক অধিবেশন কোথায় হয়?
প্যারিস
বার্ন
দাভোস
জুরিখ
25. কোনটি নবায়নযোগ্য সম্পদ?
প্রাকৃতিক গ্যাস
কয়লা
বায়ু
চুনাপাথর
26. বজ্রবৃষ্টির ফলে মাটিতে উদ্ভিদের কোন খাদ্য উপাদান বৃদ্ধি পায়?
নাইট্রোজেন
ফসফরাস
অক্সিজেন
পটাশিয়াম
27. নিচের কোন দুর্যোগের কার্যকর পূর্বাভাস দেওয়া সম্ভব নয়?
বন্যা
খরা
ঘূর্ণিঝড়
ভূমিকম্প
28. ২০২২ সালে কোন দেশ জাতিসংঘের শান্তিস্থাপন কমিশনের সভাপতি নির্বাচিত হয়?
যুক্তরাষ্ট্র
বাংলাদেশ
সুইজারল্যান্ড
ভারত
29. নিচের কোনটি বাংলাদেশের বৃহত্তম গ্যাসক্ষেত্র?
বাখরাবাদ
হবিগঞ্জ
তিতাস
হরিপুর
30. তাসখন্দ চুক্তি কোন দুটি রাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত হয়?
পাকিস্তান ও আফগানিস্তান
আফগানিস্তান ও সোভিয়েত ইউনিয়ন
ভারত ও আফগানিস্তান
পাকিস্তান ও ভারত
31. প্রথাগতভাবে বছরের কোন দিন জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন শুরু হয়?
সেপ্টেম্বর মাসের প্রথম সোমবার
অক্টোবর মাসের প্রথম মঙ্গলবার
আগস্ট মাসের প্রথম সোমবার
সেপ্টেম্বর মাসের ৩য় মঙ্গলবার
32. সুপরিবাহী পদার্থে valance band এবং conduction band-
আলাদা থাকে
ওভারল্যাপ থাকে
অনেক দূরে থাকে
কোনটিই নয়
33. কোন ধরণের শিলায় জীবাশ্ম থাকার সম্ভাবনা রয়েছে?
আগ্নেয় শিলায়
রূপান্তরিত শিলায়
পাললিক শিলায়
কোনটিই নয়
34. বাংলাদেশে জি-কে প্রকল্প একটি-
জলবিদ্যুৎ প্রকল্প
সেচ প্রকল্প
জল পরিবহন প্রকল্প
নদী নিয়ন্ত্রণ প্রকল্প
35. বাংলাদেশের ব্লু-ইকোনমির চ্যালেঞ্জ নয় কোনটি?
ঘন ঘন বন্যা
উপরের কোনটিই নয়
ত্রুটিপূর্ণ সমুদ্র শাসন
সমুদ্র দূষণ
36. বাংলাদেশের প্রথম কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?
কাপ্তাই, রাঙ্গামাটি
সাভার, ঢাকা
সীতাকুণ্ড, চট্টগ্রাম
বড়পুকুরিয়া, দিনাজপুর
37. ফটোগ্রাফিক প্লেটে আবরণ থাকে –
সিলভার ব্রোমাইডের
সিলভার ফ্লোরাইডের
অ্যামোনিয়াম ক্লোরাইডের
সিলভার ক্লোরাইডের
38. মহান মুক্তিযুদ্ধ চলাকালীন ‘কনসার্ট ফর বাংলাদেশ’ কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
নিউইয়র্ক
ক্যানবেরা
লন্ডন
বোস্টন
39. কখন ও কোথায় International Union for Conservation of Nature (IUCN) প্রতিষ্ঠিত হয়?
১৯৪৮, ফ্রান্স
১৯৫২, লন্ডন
১৯৬১, রোম
১৯৪৯, সুইজারল্যান্ড
40. ফলিক এসিডের অন্য নাম কোনটি?
ভিটামিন বি ১২
ভিটামিন বি ৯
ভিটামিন বি ১
ভিটামিন বি ৬