MCQ
21. একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 1: 2√2:3 হলে এর বৃহত্তম কোণটির মান কত?
30°
80°
60°
90°
22. ফায়ারওয়ালের প্রাথমিক কাজ কী?
সমস্ত আগত ট্রাফিক নেটওয়ার্কে ঢুকতে না দেওয়া
সমস্ত আগত ট্রাফিক নেটওয়ার্কে ঢুকার অনুমতি দেওয়া।
আগত এবং বহির্গত নেটওয়ার্ক ট্রাফিক নিরীক্ষা এবং নিয়ন্ত্রণ করা।
সমস্ত নেটওয়ার্ক ট্রাফিক এনক্রিপ্ট করা।
23. নিচের কোনটি সর্বজনীন ডিজিটাল লজিক গেইট?
XOR
AND
NOR
OR
24. জাহিদ সাহেবের বেতন 10% কমানোর পর হ্রাসকৃত বেতন 10% বাড়ানো হলে তার কতটুকু ক্ষতি হলো?
0%
1%
5%
10%
25. সাধারণত কোন ধরনের মেমোরি ব্যবহৃত হয়?
RAM
হার্ডডিস্ক ড্রাইভ
ফ্লাশ মেমোরি
অপটিকাল ডিস্ক ড্রাইভ
26. কোন সংখ্যাটি পরে আসবে? ৮ ৪ ২ ১ ১ /২ ১/ ৪---
১/ ৮
১/ ৪
১/৭
১/৬
27. একটি কম্পিউটার নেটওয়ার্কে একটি LAN-এর একাধিক ডিভাইসকে একটি WAN-এর সাথে সংযুক্ত করে এমন ডিভাইস কোনটি?
রাউটার
ওয়েব সার্ভার
হাব
ব্রিজ
28. 0, 1, 2, 3, 4 অঙ্কগুলো দ্বারা কতগুলো পাঁচ অয়ে? অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যাবে?
96
120
140
24
29. x²y + xy² এবং x²+ xy রাশিদ্বয়ের ল.সা.গু. এবং গ.সা.গু. এর গুণফল কত?
x²y2 (x + y)
x²y (x + y)²
xy(x2+y2)
xy² (x²+y)
30. 29 থেকে 38 পর্যন্ত সংখ্যা হতে যে-কোনো একটিকে ইচ্ছামত বেছে নিলে সেটি মৌলিক হওয়ার সম্ভাবনা কত?
1/2
1/3
3/10
7/10
31. নিচের কোনটি Spyware-এর উদাহরণ?
Key loggers
Avast
Norton
Kasparasky
32. চিকিৎসাক্ষেত্রে কম্পিউটার-এর কাজ কোনটি?
তথ্য সংরক্ষণ
ইমেজ বিশ্লেষণ
রোগী পর্যবেক্ষণ
উপরের সবগুলো
33. ইন্টারনেটের মাধ্যমে তথ্য আদান-প্রদানের জন্য সর্বাধিক ব্যবহৃত প্রোটোকল কী?
HTTP
DNS
FIP
TCP/IP
34. প্রতারণামূলকভাবে সংবেদনশীল তথ্য যেমন পাসওয়ার্ড ও ক্রেডিট কার্ড নম্বর অর্জন করার জন্য ইন্টারনেট ব্যবহার করার অনুশীলনকে কী বলা হয়?
Phishing
Ransomware
Spamming
Sniffing
35. IPv4-এর নিচের কোনটি Google DNS Server-a এর IP Address?
8.8.7.6
8.7.8.6
8.8.8.6
8.8.8.8
36. নিচের কোনটি ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট্য নয়?
On-demand self service
Broad network access
Limited customization
Physical ownership of servers
37. যদি 1+tanᶿ এবং ᶿ<90° হয়, ᶿ=?
45°
0°
60°
30°
38. একটি বৃত্তচাপ কেন্দ্রে ৯০° কোণ উৎপন্ন করে। বৃত্তেরা ব্যাস 12 cm হলে বৃত্তচাপের দৈর্ঘ্য কত?
2π
3π
4π
π
39. যদি x: y = 2:3 এবং y:z=5:7 হয়, তবে x:y: z=?
6:9:14
10:15:21
2:5:7
3:5:7
40. A = (xe : x²-5x-14=0) হলে, A=?
(6,11)
(-2, 7)
(2, 7)
(7)