Image
MCQ
81. বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য কয়টি?
৯ (নয়) টি
১১ (এগারো) টি
১০ (দশ) টি
১২ (বারো) টি
82. ভারত কর্তৃক সিকিম সংযুক্ত হয়-
১৯৭০
১৯৭২
১৯৭৫
১৯৭৭
83. ফিফা বিশ্বকাপ ফুটবল কখন প্রথম অনুষ্ঠিত হয়?
১৯২৯
১৯৩০
১৯৩১
১৯৩২
84. নভেরা আহমেদের পরিচয় কী হিসেবে?
কবি
নাট্যকার
কণ্ঠশিল্পী
ভাস্কর
85. আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি?
রাঙামাটি
চট্টগ্রাম
বরিশাল
ময়মনসিংহ
86. কোথায় আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট অবস্থিত?
টোকিও
ম্যানিলা
ভারত
নেপাল
87. কোন দেশে সমুদ্রবন্দর নেই?
নেপাল
গ্রিস
মালদ্বীপ
ভেনেজুয়েলা
88. 'গণহত্যা জাদুঘর' কোথায় অবস্থিত?
ঢাকা
চট্টগ্রাম
কুমিল্লা
খুলনা
89. কূটনৈতিক ক্ষেত্রে অবদানের জন্য গত ২০২০ সালে প্রবর্তিত পুরস্কারের নাম কী?
বঙ্গবন্ধু ডিপ্লোমেটিক অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স
বঙ্গবন্ধু ডিপ্লোমেটিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড
বাংলাদেশ ডিপ্লোমেটিক অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স
বঙ্গবন্ধু ডিপ্লোমেটিক অ্যাওয়ার্ড
90. কোন এলাকাকে 'Marine Protected Area' (MPA) ঘোষণা করা হয়েছে?
সেন্টমার্টিন
সেন্টমাটিন এবং এর আশেপাশের এলাকা
পটুয়াখালী ও বরগুনা
হিরণ পয়েন্ট
91. পারিবারিক আদালত অধ্যাদেশ কত সালে জারি হয়?
১৯৮০ সালে
১৯৮১ সালে
১৯৮৫ সালে
১৯৬১ সালে
92. কোথায় ঐতিহাসিক ট্রয় নগর অবস্থিত?
ইতালি
গ্রিস
তুরস্ক
ফ্রান্স
93. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী 'মণিপুরী' বাংলাদেশের কোন জেলায় বেশি বসবাস করে?
সিলেট
হবিগঞ্জ
মৌলভীবাজার
সুনামগঞ্জ
94. বাংলাদেশের ঘষ্ঠ জাতীয় জনশুমারি ও গৃহগণনা কোন সময়ে অনুষ্ঠিত হয়?
১০ জুন থেকে ১৬ জুন, ২০২২
১৫ জুন থেকে ২১ জুন, ২০২২
১৫ জুলাই থেকে ২১ জুলাই, ২০২২
২০ জুলাই থেকে ২৬ জুলাই, ২০২২
95. বাংলাদেশ সদস্য নয়:
SAARC
NATO
BIMSTEC
ILO
96. কোথায় ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক অবস্থিত?
লন্ডন
প্যারিস
ব্রাসেলস
ফ্রাঙ্কফুর্ট
97. TIFA-এর পূর্ণরূপ কী?
Trade for International Finance Agreement
Trade and Investment Framework Agreement
Treaty for International Free Area
Trade and Investment form America
98. ক্ষুদ্রতম মহাদেশ:
অস্ট্রেলিয়া
আফ্রিকা
ইউরোপ
দক্ষিণ আমেরিকা
99. যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট কে ছিলেন?
রিচার্ড নিক্সন
কেনেডি
বিল ক্লিনটন
ডোনাল্ড ট্রাম্প
100. ফোনটি বিচার বিভাগের কাজ নয়?
আইনের প্রয়োগ
আইনের ব্যাখ্যা
সংবিধানের ব্যাখ্যা
সংবিধান প্রণয়ন