Image
MCQ
61. পানিতে দ্রবীভূত অক্সিজেন কোথায় অবস্থান করে?
পানির উপরিভাগে
পানির মধ্যভাগে
পানির আন্তঃআণবিক স্থানে
পানির তলদেশে
62. কোন নদীটির উৎপত্তিস্থান বাংলাদেশ?
কর্ণফুলি
নাফ
মেঘনা
হালদা
63. 'ভিক্টোরিয়া ডেজার্ট' কোথায় অবস্থিত?
কানাস্তা
পশ্চিম আফ্রিকা
নর্থ আমেরিকা
অস্ট্রেলিয়া
64. 'বান্দা আচেহ' কোথায় অবস্থিত?
ইন্দোনেশিয়া
থাইল্যান্ড
ফিলিপাইন
কম্বোডিয়া
65. ২০২২ সালে G-20 শীর্ষ বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়?
সিঙ্গাপুর
জাকার্তা
ম্যানিলা
বালি
66. কোন দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়?
সাইপ্রাস
আলজেরিয়া
ইস্টোনিয়া
মাল্টা
67. 'বেল্ট অ্যান্ড রোড' কার্যক্রম শুরু হয়:
২০০০ সালে
২০০১ সালে
২০১৩ সালে।
২০১৬ সালে
68. ফেসবুকের সদর দপ্তর কোথায় অবস্থিত?
সিয়াটল
ক্যালিফোর্নিয়া
ওয়াশিংটন
নিউইয়র্ক
69. তিব্বত একটি-
উপত্যকা
দ্বীপ
উপদ্বীপ
মরুভূমি
70. গ্রীন হাউস গ্যাসের কোন গ্যাস বর্তমানে বৃদ্ধি পাচ্ছে না?
কার্বন ডাই-অক্সাইড
মিথেন
সিএফসি
নাইট্রাস অক্সাইড
71. বিশ্বব্যাপী নিচের কোন অর্থনৈতিক খাত থেকে সবচাইতে বেশি গ্রিন হাউস গ্যাস নির্গত হয়?
পরিবহণ
বিদ্যুৎ ও তাপ উৎপাদন
ভবন নির্মাণ
শিল্প
72. 'Elephant Pass' অবস্থিত-
থাইল্যান্ড
দক্ষিণ আফ্রিকা
শ্রীলঙ্কা
মালয়েশিয়া
73. বাংলাদেশে সিডর কখন আঘাত হানে?
১৫ নভেম্বর ২০০৭
১৬ নভেম্বর ২০০৭
১৭ নভেম্বর ২০০৭
১৮ নভেম্বর ২০০৭
74. ভূমিকম্প সংঘটন বিন্দুর সরাসরি উপরে ভূপৃষ্ঠস্থ বিন্দুকে বলে-
ফোকাস
ফ্রাকচার
ফল্ট
এপিসেন্টার
75. বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল?
১৫০ নটিক্যাল মাইল
২০০ নটিক্যাল মাইল
২৫০ নটিক্যাল মাইল
৩০০ নটিক্যাল মাইল
76. পৃথিবীর গভীরতম স্থান:
ম্যারিয়ানা ট্রেঞ্চ
ডেড সী
বৈকাল হ্রদ
লোহিত সাগর
77. নিচের কোনটি বাংলাদেশের সর্ববৃহৎ গ্যাসক্ষেত্র?
বাখরাবাদ
হরিপুর
তিতাস
হবিগঞ্জ
78. চীন-ভারত যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
১৯৫৯
১৯৬০
১৯৬২
১৯৬৩
79. কোনটি প্রাচীন সভ্যতা?
গ্রিস
মেসোপটেমিয়া
রোম
সিন্ধু
80. উত্তর গোলার্ধে ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের বায়ু প্রবাহিত হয়-
ঘড়ির কাঁটার দিকে
ঘড়ির কাঁটার বিপরীতে
সোজা
কোনোটিই সঠিক নয়