Image
MCQ
1. 'পৃথক পালঙ্ক' কাব্যগ্রন্থের কবি-
রফিক আজাদ
আবুল হোসেন
আল মাহমুদ
আবুল হাসান
2. চণ্ডীচরণ মুন্সী কে?
শ্রীরামপুর মিশনের লিপিকার
সমাচার চন্দ্রিকা পত্রিকার সম্পাদক
কেরী সাহেবের মুন্সী গ্রন্থের রচয়িতা
ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত
3. 'রত্নপরীক্ষা' গ্রন্থের রচয়িতা-
রামমোহন রায়
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
অক্ষয়কুমার দত্ত
রাধানাথ শিকদার
4. 'ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব' গ্রন্থের রচয়িতা-
মুহম্মদ আবদুল হাই
মুহম্মদ শহীদুল্লাহ্
মুনীর চৌধুরী
মুহম্মদ এনামুল হক
5. 'রঞ্জন' চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের?
বিসর্জন
মুক্তধারা
রক্তকরবী
ডাকঘর
6. দীনবন্ধু মিত্রের 'নীলদর্পণ' নাটকের ইংরেজি অনুবাদক-
জশুয়া মার্শম্যান
ডেভিড হেয়ার
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
মাইকেল মধুসূদন দত্ত
7. স্বর্ণকুমারী দেবীর পিতার নাম-
দ্বারকানাথ ঠাকুর
রথীন্দ্রনাথ ঠাকুর
দেবেন্দ্রনাথ ঠাকুর
প্রমথ চৌধুরী
8. 'শিরশ্ছেদ' শব্দের সন্ধিবিচ্ছেদ-
শির+ছেদ
শিরশ্+ছেদ
শিরঃ+ছেদ
শির+উচ্ছেদ
9. উপসর্গযুক্ত শব্দ-
বিদ্যা
বিষয়
বিদ্রোহী
বিপুল
10. কোনো একটি ত্রিভুজের দুইটি কোণের পরিমাণ ২৮০ ও ৬২০। ত্রিভুজটি কোন ধরনের?
সমকোণী
সূক্ষ্মকোণী
স্থূলকোণী
সমদ্বিবাহু সমকোণী
11. ভীষ্মদেব খোশনবীশ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন গ্রন্থের চরিত্র?
কমলাকান্ত
লোকরহস্য
মুচিরাম গুড়ের জীবনচরিত
যুগলাঙ্গুরীয়
12. কোনটি প্রত্যয়-সাধিত শব্দ?
ভাইবোন
রাজপথ
বকলম
ঐকিক
13. 'শূন্যপুরাণের' রচয়িতা-
রামাই পণ্ডিত
হলায়ুধ মিশ্র
কাহ্নপা
কুক্কুরীপা
14. বাংলা একাডেমি 'প্রমিত বাংলা বানানের নিয়ম' কত সালে প্রণীত হয়?
১৯৯০
১৯৯৪
১৯৯২
১৯৯৬
15. কোন গল্পকারের গল্পে ম্যাজিক রিয়েলিজমের প্রতিফলন ঘটেছে?
জ্যোতিপ্রকাশ দত্ত
রিজিয়া রহমান
শহীদুল জহির
দিলারা হাশেম
16. কোন বানানটি শুদ্ধ?
মুলো
ধুলি
মুলা
ধূলো
17. বিভক্তিযুক্ত শব্দ কোনটি?
সরোবরে
চশমা
সরোজ
চম্পক
18. একটি সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাসার্ধ ২ সে.মি. এবং উচ্চতা ৬ সে.মি. হলে, উহার তলগুলির মোট ক্ষেত্রফল কত?
১৬ বর্গ সে.মি.
৩৬ বর্গ সে.মি.
৪৮ বর্গ সে.মি.
৪৮ বর্গ সে.মি.
19. 'নাম রেখেছি কোমল গান্ধার' কাব্যের রচয়িতা-
রবীন্দ্রনাথ ঠাকুর
অমিয় চক্রবর্তী
বিষ্ণু দে
প্রেমেন্দ্র মিত্র
20. বাংলা শব্দ ভাণ্ডারে অনার্য জাতির ব্যবহৃত শব্দ-
তৎসম
দেশি
তদ্ভব
বিদেশি