Image
MCQ
21. বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিক--
ডব্লিউ, এস, ওডারল্যান্ড
জর্জ হ্যারিসন
রিচার্ড বানা
মাইকেল হ্যারিসন
22. স্বাধীনতা যুদ্ধে বীর উত্তম খেতাব পাওয়া বেসামরিক বীর মুক্তিযোদ্ধার সংখ্যা?
৮ জন
৪ জন
৭ জন
৫ জন
23. স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক উপাধি লাভ করে কতজন?
৭ জন
৬৮ জন
১৭৫ জন
৪২৬ জন (বর্তমান: ৪২৪ জন)
24. মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত ডব্লিউ, এস, ওডারল্যান্ড কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন?
জার্মানি
নেপালের
বেলজিয়াম
হল্যান্ড
25. মুক্তিযুদ্ধে অবদানের জন্য সেনাবাহিনীর কতজন সদস্য দ্বিতীয় সর্বোচ্চ সামরিক খেতাব বীর উত্তম পদকপ্রাপ্ত হয়েছেন?
৫০
৫২
৪৯ (বর্তমান: ৪৮ জন)
৫১
26. মুক্তিযুদ্ধে অবদানের জন্য কত জনকে বীর উত্তম উপাধিতে ভূষিত করা হয়?
২৫৭ জন
১৬৩ জন
৬৮ জন (বর্তমান: ৬৭ জন)
৪৪ জন
27. স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়?
২ জন
৫ জন
৬ জন
৭ জন
28. মুক্তিযুদ্ধে অবদানের জন্য বিমান বাহিনীর কতজন সদস্য সর্বোচ্চ সামরিক খেতাব বীর উত্তম পদকপ্রাপ্ত হয়েছেন --
৫ জন
৮ জন
৪ জন
৬ জন
29. বাংলাদেশের বীরত্বসূচক উপাধিগুলোর মধ্যে কোনটির স্থান মর্যাদার দিক থেকে দ্বিতীয়?
বীরপ্রতীক
বীরউত্তম
বীরবিক্রম
বীরশ্রেষ্ঠ
30. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কত জনকে বীর উত্তম উপাধিতে ভূষিত করা হয়?
২৫৭ জন
১৬৩ জন
৬৮ জন (বর্তমান: ৬৭ জন)
৪৪ জন
31. স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বাংলাদেশে কত জন বীর বিক্রম উপাধি লাভ করেছিলেন?
১৭৫ জন (বর্তমান: ১৭৪ জন)
১০০ জন
১২৫ জন
১৫০ জন
32. ক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিক কোন দেশের?
সুইজারল্যান্ড
রাশিযার
অস্ট্রেলিযায়
ভারতের
33. বাংলাদেশে মর্যাদা অনুসারে তৃতীয় বীরত্ব সূচক খেতাব কোনটি?
বীর প্রতীক
বীরশ্রেষ্ঠ
বীর উত্তম
বীর বিক্রম
34. দেশের কোনো জীবিত ব্যক্তিকে প্রদত্ত সর্বোচ্চ বীরত্বসূচক পদক কী?
বীরশ্রেষ্ঠ
বীর উত্তম
বীর প্রতীক
বীর বিক্রম
35. কোন প্রাচীন মসজিদের সামনে বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধি অবস্থিত?
ছোট সোনা মসজিদ
কুসুম্ব মসজিদ
আতিয়া মসজিদ
বাঘা মসজিদ
36. মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশির নাগরিকতা কী ছিল?
ব্রিটিশ
ফরাসি
ডাচ
ক্যানাডিয়ান।
37. উপজাতি হিসেবে মুক্তিযুদ্ধের একমাত্র বীর বিক্রম খেতাবধারী মুক্তিযোদ্ধা কে ছিলেন?
মোখামিক
উক্যাচিং মারমা
আরুপ মারমা
ঝিলংজা মারমা
38. নিম্নোক্তগণের মধ্যে কে বীরশ্রেষ্ঠ নন?
হামিদুর রহমান
মোস্তফা কামাল
মুন্সী আব্দুর রহিম
নূর মোহাম্মদ শেখ
39. সর্বশেষ নিহত বীরশ্রেষ্ঠ কে?
মোস্তফা কামাল
মহিউদ্দিন জাহাঙ্গীর
আব্দুর রউফ
মতিউর রহমান
40. মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত দুই জন মহিলা মুক্তিযোদ্ধা কে কে?
সুলতান কবীর ও সালমা খান
আজুমান আরা ও কানিজ ফাতেমা
ডা. সেতারা বেগম ও তারামন বিবি
বেগম সুফিয়া কামাল ও সুলতানা কামাল