Image
৭ মার্চের ঐতিহাসিক ভাষণ MCQ
21. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কবে 'জাতির জনক' ঘোষণা করা হয়?
১০ জানুয়ারি, ১৯৭২
১৬ ডিসেম্বর, ১৯৭১
২৬ মার্চ, ১৯৭১
৩ মার্চ, ১৯৭১
22. স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন (hoisted) করা হয়-
২ মার্চ, ১৯৭১
৭ মার্চ, ১৯৭১
২৬ মার্চ, ১৯৭১
১৭ এপ্রিল, ১৯৭১
23. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 'ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো..' এ ডাক দেন কবে?
২ মার্চ, ১৯৭১
৭ মার্চ, ১৯৭১
২৫ মার্চ,১৯৭১
২৬ মার্চ, ১৯৭১
25. বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়-
কলকাতায়
চট্টগ্রামের পতেঙ্গায়
ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবনে এক ছাত্রসভায়
কুর্মিটোলা ক্যান্টনমেন্টে
26. "তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন সাহেবের কথা।"
আইয়ুব খান
ইয়াহিয়া খান
ভুট্টো
কিসিঞ্জার
27. কে প্রথম বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন?
জনাব শাহজাহান সিরাজ
তৎকালীন ছাত্রনেতা ডাকসু ভিপি আ.স.ম আবদুর রব
ছাত্রনেতা নূরে আলম সিদ্দিকী
তৎকালীন ছাত্রনেতা আবদুল কুদ্দুস মাখন
28. '৭ মার্চ ভবন' ... বিশ্ববিদ্যালয়ে অবস্থিত।
রাজশাহী
জগন্নাথ
খুলনা
ঢাকা
29. ৭ মার্চের ভাষণ আসলে ছিল স্বাধীনতার মূল দলিল - উক্তিটি কার?
চে গুয়েভারা
নেলসন ম্যান্ডেলা
মোস্তফা কামাল আতাতুর্ক
মহাত্মা গান্ধী
30. 'এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম' বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ঘোষণা দিয়েছেন-
৩ মার্চ ১৯৭১, পল্টন ময়দানে
২৬ মার্চ ১৯৭১, ৩২ নম্বর ধানমন্ডির নিজ বাড়িতে
৭ মার্চ ১৯৭১, রমনা রেসকোর্স ময়দানে
৭ মার্চ ১৯৭১, পল্টন ময়দানে
31. Which party on the elections in Pakistan in 1970 in was not allowed to form government?
Muslim League
Awami League
Pakistan Peple's Party
Jamaat-e Islami Pakistan
32. বঙ্গবন্ধুর ঐতিহাসিক উক্তির শূন্যস্থানটি পূরণ করুন: "রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো তবুও এ দেশের মানুষকে...."
স্বাধীনতা দেব
মুক্ত করবো ইনশাল্লাহ্
মুক্তির সংগ্রাম শিখাব
মুক্ত করবো
33. সরকার ঘোষিত 'ঐতিহাসিক দিবস' কোনটি?
১০ জানুয়ারি
১৭ মার্চ
৭ মার্চ
২৬ মার্চ
34. বাংলাদেশের স্বাধীনতার ইশতাহার কবে কোথায় পাঠ করা হয়?
১৭ই এপ্রিল, ১৯৭১ মুজিবনগর
১০ই এপ্রিল, ১৯৭১ কুষ্টিয়া
২৬শে মার্চ, ১৯৭১ ধানমন্ডি
৩ মার্চ, ১৯৭১ পল্টন ময়দান
35. "আপনি আসুন, দেখুন, বিচার করুন"। এ কথা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইয়াহিয়া খানকে বলেছিলেন-
ফ্যাক্সযোগে
টেলিফোনে
সরাসরি
জনসভায়
36. ১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধু কোথায় ভাষণ দিয়েছিলেন?
পার্লামেন্ট ভবনে
ঢাকার রমনা পার্কে
ঢাকার প্রেসিডেন্ট ভবনে
ঢাকার রেসকোর্স ময়দানে'
37. ১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধু তাঁর ঐতিহাসিক ভাষণটি দেন --
পল্টন ময়দানে
মানিক মিয়া এ্যাভিনিউতে
সোহরাওয়ার্দী উদ্যানে
লালদিঘী ময়দানে
39. বাংলাদেশের জাতীয় পতাকা দিবস কবে?
২ মার্চ
৩ মার্চ
১৬ মার্চ
২৬ মার্চ
40. বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণে 'RTC' এর পূর্ণরূপ কী?
Round Table Conference
Royel Technical Commitee
Rawalpindi Technical Committee
Road and Transport Corporation