EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

ডিজাইন অব স্ট্রাকচার MCQ
সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিজাইন অব স্ট্রাকচার সাবজেক্টের সকল MCQ প্রশ্ন এই ফোল্ডারে পাবেন। Civil Engineering এর চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল MCQ এর প্রশ্ন উত্তর ব্যাখ্যাসহ এখানে পাবেন। সহকারী/উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। Design of Structure all MCQ, Civil Engineering MCQ
221. কংক্রিট দেয়ালের ক্ষেত্রে শিয়ারের জন্য ক্রিটিক্যাল সেকশন ধরা হয় দেয়াল পৃষ্ঠ হতে-
d
a/4
d/2
(C-1)/2
222. মোটাদানার পূরক পদার্থ সাধারণত কত নং চালুনি দ্বারা অতিক্রম করে না?
৪নং চালুনি
৮নং চালুনি
৬নং চালুনি
১৬নং চালুনি
ব্যাখ্যা: ব্যাখ্যা: মোটা দানার পূরক পদার্থের সর্বশেষ চালুনি নং ৪(৪.৭৫ মিলি)।
223. আরবি স্ল্যাবে ব্যবহৃত ইট নিজস্ব ওজনের-
30%
40%
50%
25%
224. নিষ্ক্রিয় পূরক পদার্থ (Aggregate) কংক্রিটের মোট আয়তনের কত ভাগ দখল করে?
৭০-৭৫%
৭৫-৮০%
৬০-৬৫%
৬৫-৭০%
ব্যাখ্যা: ব্যাখ্যা: কংক্রিটে তার মোট আয়তনের ৭০-৭৫% পূরক পদার্থ Aggregate থাকে।
225. যে-সব স্ল্যাবের নিচে ড্রপ প্যানেল এবং কলাম ক্যাপিটাল থাকে না, তাকে বলে-
জয়েস্ট স্ল্যাব
ফ্লাট প্লেট স্ল্যাব
রিব স্ল্যাব
কোল স্ল্যাব
ব্যাখ্যা: ব্যাখ্যা: যখন স্ল্যাবের নিচে ও কলামের উপরে ক্যাপিটাল থাকে না, তখন ঐ স্ল্যাবকে ফ্লাট প্লেট স্ল্যাব বলা হয়।
226. ডিজাইনের ক্ষেত্রে দ্বিমুখী স্ল্যাবে সাপোর্টের ওপর সৃষ্টি হয়-
ধনাত্মক মোমেন্ট
ঋণাত্মক মোমেন্ট
শূন্য মোমেন্ট
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: যে-কোনো কাঠামোর সাপের্টের কাছে স্পানে নেগেটিভ মোমেন্ট উৎপন্ন হয়। তাই ডিজাইনের ক্ষেত্রে দ্বিমুখী স্ল্যাবের সাপোর্ট-এর কাছে নেগেটিভ মোমেন্ট উৎপন্ন হয়।
227. আরসিসি বিম বা স্নাব-এর জন্য সর্বোচ্চ স্লাম্প (Slump) কত সেমি গ্রহণযোগ্য?
১০ সেমি
২০ সেমি
১৫ সেমি
২৫ সেমি
ব্যাখ্যা: ব্যাখ্যা: আরসিসি বিম স্ল্যাবের জন্য সর্বোচ্চ স্ল্যাম্প = 50mm-100mm বিম, স্ল্যাব, দেওয়াল 50mm- 100mm কলাম, রিটেইনিং ওয়াল 75mm -100mm RCC বুনিয়াদ 50mm-100 mm স্ন্যাপ দেওয়া হয়।
228. পড ফুটিং-এর ক্ষেত্রে ফুটিং-এর কিনারায় ন্যূনতম পুরুত্ব হবে-
10cm
15cm
12cm
18cm
229. বিমের যে-কোনো তলের বিকৃতি তার নিরপেক্ষ অক্ষ থেকে ঐ তলের দূরত্বের-
সমানুপাতিক
বর্গের ব্যস্তানুপাতিক
ব্যস্তানুপাতিক
গুণানুপাতিক
230. একটি সমসত্ত্ব বিমের বেন্ডিং মোমেন্ট-এর মান 300000 kg.cm হলে সর্বোচ্চ পীড়ন-এর মান কত?
46.25 kg/cm².
56.25 kg/cm²
48.25 kg/cm²
48.25 kg/cm²
ব্যাখ্যা: সেকশ্ন দেওয়া থাকতে হয়, fmax=(MC)/l
231. কলামের প্রকৃত মুক্ত দৈর্ঘ্য প্রস্থচ্ছেদের কত গুণের বেশি হলে লম্বা কলাম (Long Column) বলা হয়?
৪ গুণ
৮ গুণ
৬ গুণ
১০ গুণ
ব্যাখ্যা: ব্যাখ্যা: কলামের প্রকৃত মুক্ত দৈর্ঘ্য প্রস্থচ্ছেদ এর 10 গুণের বেশি হলে, তাকে লম্বা কলাম বলে। কলামের প্রকৃত মুক্ত দৈর্ঘ্য প্রস্থচ্ছেদের ১০ গুণের কম হলে, তাকে শর্ট কলাম বলা হয়।
232. হালকা লাইভ লোডের জন্য কোন ধরনের স্ল্যাব ব্যবহৃত হয়?
একমুখী
ফ্লাট
দ্বিমুখী
রিবেড
ব্যাখ্যা: ব্যাখ্যা: হালকা লাইভ লোডের জন্য রিবড স্ল্যাব ব্যবহার করা হয়, সৌন্দর্যবর্ধক কাজের জন্য এই স্ল্যাব ব্যবহার করা হয়।
233. রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন করতে সিমেন্টের ওজনের শতকরা কত ভাগ পানির প্রয়োজন হয়?
২০%
২২%
২৫%
২৭%
234. সাধারণত কংক্রিটের কাঠামোর শতকরা কত ভাগ পূরক পদার্থ দ্বারা পূরণ করা হয়?
৬০-৬৫ ভাগ
৮০-৮৫ ভাগ
৭০-৭৫ ভাগ
৯০-৯৫ ভাগ
235. টু-ওয়ে স্ল্যাবের শর্ট ডিরেকশনে আগত লোডের পরিমাণ-
WS/3
WS/3 x m
W/3 x m² /2
W/3xm
ব্যাখ্যা: ব্যাখ্যা: টু-ওয়ে স্ল্যাবের শর্ট ডিরেকশনে আগত লোড-এর পরিমাণ WS /3kg/m টু-ওয়ে স্ল্যাবের লং ডিরেকশনে আগত লোড-এর পরিমাণ WS /3 x WS /3 3-m² /2 kg/m
236. মোটাদানার পূরক পদার্থের ব্যাস সাধারণত কত ইঞ্চি অপেক্ষা বেশি হয়?
১/৮ ইঞ্চি
১/৬ ইঞ্চি
১/৭ ইঞ্চি
৩/৮ ইঞ্চি
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ মোটা দানার পূরক পদার্থের ব্যাস সাধারণত 3/8 ইঞ্চি অপেক্ষা বেশি।
237. ফ্লাট স্ল্যাবের ড্রপ প্যানেলের দৈর্ঘ্য-
0.20L
0.33L
0.25L
0.40L
ব্যাখ্যা: ব্যাখ্যা: ফ্লাট স্ল্যাবে ড্রপ প্যানেল-এর দৈর্ঘ্য 0.33L। ফ্লাট স্ল্যাবে কলাম ক্যাপিটাল-এর পরিমাণ 0.20L থেকে 0.25L। এখানে, L = স্ল্যাবের দৈর্ঘ্য।
238. রিইনফোর্সমেন্ট কংক্রিট বিমে লোড অর্পণের ফলে কত প্রকারের ব্যর্থ হতে পারে?
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
ব্যাখ্যা: ব্যাখ্যা: রিইনফোর্সমেন্ট কংক্রিট বিমে লোড অর্পণের ফলে দুইভাবে ব্যার্থ হতে পারে- (i) টানজনিত ব্যর্থতা (ii) চাপজনিত ব্যর্থতা।
239. ACI কোড অনুসারে সাধারণভাবে স্থাপিত বিমের ন্যূনতম পুরুত্ব-
L/10
L/30
L/25
L/35
ব্যাখ্যা: নোটঃ যদি L/25 দেওয়া না থাকে তখন কাছাকাছি মানটি উত্তর হবে ।
240. Column-এ ব্যবহৃত Lateral tie-এর Diameter নিম্নোক্ত কোনটির চেয়ে কম হবে না?
5mm
10mm
15mm
20mm
ব্যাখ্যা: ব্যাখ্যা: Column-এ 6mm থেকে 12m ব্যবহার করা হয়। টেনসাইল শক্তি বৃদ্ধির জন্য হুক ব্যবহার করা হয়। তবে BNBC-2020- অনুযায়ী 10mm-এর কম ব্যাসের রড ব্যবহার করা উচিত।