EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

ডিজাইন অব স্ট্রাকচার MCQ
সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিজাইন অব স্ট্রাকচার সাবজেক্টের সকল MCQ প্রশ্ন এই ফোল্ডারে পাবেন। Civil Engineering এর চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল MCQ এর প্রশ্ন উত্তর ব্যাখ্যাসহ এখানে পাবেন। সহকারী/উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। Design of Structure all MCQ, Civil Engineering MCQ
241. কংক্রিটের শক্তি নির্বাচনে কিউবের পরীক্ষায় বিচূর্ণভার ৫৪৬৭৫ কেজি পাওয়া গেল। কিউবের সাইজ 15cm x 15cm x 15cm হলে সর্বোচ্চ পীড়ন কত হবে অর্থাৎ 'c=?
১০৯ কেজি/বর্গ সেমি
২০৫ কেজি/বর্গ সেমি
২৪৩ কেজি/বর্গ সেমি
২৫৩ কেজি/বর্গ সেমি
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ পীড়ন =P/A=54675/ 15x15=243 kg/cm²
242. কংক্রিটের বিচূর্ণন পরীক্ষায় যে সিলিন্ডার ব্যবহৃত হয়, তার উচ্চতা ও ব্যাস যথাক্রমে-
30cm এবং 10cm
30cm এবং 12cm
30cm এবং 15cm
30cm এবং 18cm
ব্যাখ্যা: ব্যাখ্যা: সিলিন্ডার = 15cm x 30cm =6"x12"
243. বিম ও শ্যাবের ক্ষেত্রে কংক্রিটের নিরাপদ শিয়ার শক্তি/পীড়ন Ve-এর মান হয়-
0.318√(f' c)
0.530√(f' c)
0.292√(f' c)
কোনোটিই নয়
ব্যাখ্যা: 0.318√(f' c) 0.530√(f' c) 0.292√(f' c) কোনোটিই নয় ব্যাখ্যাঃ বিম ও স্ল্যাবের ক্ষেত্রে কংক্রিট-এর নিরাপদ শিয়ার শক্তি/পীড়ন 0.530√(f' c)
244. কিউব টেস্টে সাধারণত সিলিন্ডার টেস্টে প্রাপ্ত শক্তির কত বেশি?
৫%-১০% (প্রায়)
১০%-১৫% (প্রায়)
১৫%-২০% (প্রায়)
২০%-৩০% (প্রায়)
ব্যাখ্যা: ব্যাখ্যা: সিলিন্ডার টেস্ট থেকে কিউব টেস্ট-এ বেশি শক্তি পাওয়া যায়, তাই কিউব টেস্টে সাধারণ সিলিন্ডার টেস্টের প্রাপ্ত শক্তির ২০%-৩০%।
245. ACI Code অনুসারে অমসৃণ Bar ব্যবহৃত হলে Slab-এ Minimum reinforcement কত?
0.002 bd
0.0035 bd
0.003 bd
0.004 bd
ব্যাখ্যা: ব্যাখ্যা: ACI কোড অনুসারে বিম ও স্ল্যাবে Reinforcement পরিমাণ- (i) বিমের জন্য 0.005 bt বা 0.005 bd (ii) স্ল্যাব-এ প্লেইন বার-এর জন্য = 0.0025 bt বা 0.0025 bd (iii) স্ল্যাব-এ ডির্ফড বার-এর জন্য = 0.002 b₁ বা 0.002 bd
246. কিউব/সিলিন্ডার কত দিনে কিউরিং করার টেস্টিং মেশিনে স্থাপন করা হয়?
৭ দিন এবং ১৪ দিনে
৭ দিন এবং ২৮ দিনে
৭ দিন এবং ২১ দিনে
৭ দিন এবং ১৮ দিনে
ব্যাখ্যা: ব্যাখ্যা: ৭-২৮ দিন পর কিউরিং করার পর টেস্ট করা হয়।
247. ACI Code অনুসারে Slab-এ Plain bar ব্যবহৃত হলে Minimum reinforcement কত?
0.002 bd
0.025 bd
0.0025 bd
0.0035 bd
ব্যাখ্যা: [Note: এখানে, b = width of the slab, d = thickness of the slab] ব্যাখ্যা: ACI কোড অনুসারে বিম ও স্ল্যাবে Reinforcement পরিমাণ- (i) বিমের জন্য 0.005 bi বা 0.005 bd (ii) স্ল্যাব-এ প্লেইন বার-এর জন্য = 0.0025 bt বা 0.0025. bd (iii) স্ল্যাব-এ ডিফড বার-এর জন্য = 0.002 bt বা 0.002 bd
248. স্টিলের স্থিতিস্থাপক গুণাঙ্ক-
2.9 × 10^7 পাঃ/বঃ ইঃ
2.9 × 10^6 পাঃ/বঃ ইঃ
2.8 × 10^8পাঃ/বঃ ইঃ
2.9 × 10^9 পাঃ/বঃ ইঃ
ব্যাখ্যা: ব্যাখ্যা: স্টিলের স্থিতিস্থাপক গুণাঙ্ক 2.9×10^7 পা/বর্গ ইঞ্চি। (Pai)
249. করিডোরে অনুমোদিত Minimum live load কত পিএসএফ?
৬০ পা./ব. ফুট
১০০ পা./ব. ফুট
৮০ পা./ব. ফুট
৯০ পা./ব. ফুট
250. ইলাস্টিক রেঞ্জের আওতায় কংক্রিটের বিকৃতি কত?
০.০০৫
০.০৫
০.০০০৫
০.৫
ব্যাখ্যা: ব্যাখ্যা: ইলাস্টিক রেঞ্জের আওতায় কংক্রিটের বিকৃতি ০.০০৫।
251. কংক্রিটের চাপ পীড়ন নিরূপণ করা হয় সাধারণত-
গোলক ও ত্রিভুজ টেস্টের মাধ্যমে
কিউব ও সিলিন্ডার টেস্টের মাধ্যমে
ক ও খ উভয়ের মাধ্যমে
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: সিলিন্ডার ও কিউব টেস্ট-এর মাধ্যমে কংক্রিট-এর চাপ পীড়ন নিরূপণ করা হয়। কিউব সাইজ = 15cm x 15 cm x 15 cm সিলিন্ডার সাইজ = 15cm x 30 cm
252. মোট চাপ বল এবং মোট টান বল-এর মধ্যবর্তী দূরত্ব-
d/3
2d/3
d/2
2d/5
253. সভাকক্ষে অনুমোদিত Minimum live load কত?
500 kg/m²
300 kg/m²
320 kg/m²
400 kg/m²
ব্যাখ্যা: ব্যাখ্যা: বাসগৃহের জন্য লোড = 200 kg/m² সভাকক্ষের জন্য লোড = 500 kg/m² সিঁড়ির জন্য লোড = 500 kg/m²
254. চাপ পীড়ন সহনশীল কংক্রিটের সচরাচর ব্যবহারিত চাপ পীড়ন-
210 kg/cm
170 kg/cm
211 kg/cm²
175 kg/cm²
ব্যাখ্যা: ব্যাখ্যা: চাপ পীড়ন সহনশীল কংক্রিটের সচারাচর ব্যবহৃত চাপ পীড়ন 18 211 kg/cm².
255. সমসত্ত্ব বিমের বেন্ডিং পীড়নের সূত্র হলো-
f=M/bd²
f=6M/bd
f=6M/bd²
কোনোটিই নয়
ব্যাখ্যা: [Note: f = বেন্ডিং পীড়ন, ৮ বিমের প্রন্থ, M= বেন্ডিং মোমেন্ট, d = কার্যকরী গভীরতা।
256. ACI কোড অনুযায়ী প্রতি গ্রেডের কমপক্ষে কতটি নমুনা পরীক্ষা করতে হয়?
৪টি
৩টি
৫টি
৭টি
ব্যাখ্যা: ব্যাখ্যা: ACI কোড অনুযায়ী 6"x8" আকারের কমপক্ষে ২টি সিলিন্ডার এবং 4"× ৪ আকারের কমপক্ষে 3 টি সিলিন্ডার টেস্ট করা হয়।
257. কংক্রিটের বিচূর্ণন পরীক্ষার জন্য কিউব আকৃতির যে ছাঁচ ব্যবহার হয় তার সাইজ-
15cm x 15cm x 15cm
12cm x 12cm x 12cm
10cm x 10cm x 10cm
8cm x 8cm x 8cm
ব্যাখ্যা: ব্যাখ্যা: কিউব সাইজ = 15cm×15cm×15cm
258. স্টিল বার পরিমাণ সাধারণত সুতায় প্রকাশ করা হয়। ১ সুতা কত মিমি?
১.১৭৫ মিমি
২.১৭৫ মিমি
৩.১৭৫ মিমি
৪.১৭৫ মিমি
ব্যাখ্যা: ব্যাখ্যা: ১"-এর আট ভাগের এক ভাগ, এক সুতা=1’’/8 ।
259. সিলিন্ডার/কিউব পরীক্ষাগারে সিক্ত আবহাওয়ায় কিউরিং করা হয়-
২১°সে.
৩০°সে.
২৫°সে.
৩৫°সে.
ব্যাখ্যা: ব্যাখ্যা: সিলিন্ডার/কিউব পরীক্ষাগারে সিক্ত আবহাওয়া কিউরিং করা হয় ২১° সে তাপমাত্রা।
260. ACI কোড অনুসারে কংক্রিটের নিরাপদ পীড়ন fc-এর মান কত?
0.4 f’c
0.45 f’c
0.5 f’c
0.04 f’c
ব্যাখ্যা: ব্যাখ্যা: ACI কোড অনুসারে কংক্রিট-এর নিরাপদ পীড়ন f’c এর মান 0.45f'c