EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
141. 'রূপসী বাংলা' কাব্যগ্রন্থের কবি-
কাজী নজরুল ইসলাম
বিহারীলাল চক্রবর্তী
বুদ্ধদেব বসু
জীবনানন্দ দাশ
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ কবি জীবনানন্দ দাশ-এর রচিত কাব্যগ্রন্থ হচ্ছে রূপসী বাংলা। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হচ্ছে- বনলতা সেন, ঝরাপালক, প্রকাশকাল, মহাপৃথিবী, সাতটি তারার তিমির। তাকে রূপসী করিও বলা হয়ে থাকে।
142. বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি?
আলালের ঘরের দুলাল
হুতুম প্যাঁচার নক্সা
দুর্গেশ নন্দিনী
সীতারাম
ব্যাখ্যা: ব্যাখ্যা: দুর্গেশ নন্দিনী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম বাংলা উপন্যাস। উপন্যাসটি প্রকাশিত হয় ১৮৬৫ সালের মার্চ মাসে।
143. 'শহিদ জননী' নামে খ্যাত-
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
বেগম সুফিয়া কামাল
সেলিনা হোসেন
জাহানারা ইমাম
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ কবি জাহানারা ইমাম শহিদ জননী নামে খ্যাত। মহান মুক্তিযুদ্ধের সময় তার সন্তান রুমী শহীদ হন। এজন্য তাকে শহিদ জননী বলা হয়।
144. 'অসমাপ্ত আত্মজীবনী' লিখেছেন-
কাজী নজরুল ইসলাম
সৈয়দ ওয়ালীউল্লাহ
শেখ মুজিবুর রহমান
গাজী শামসুর রহমান
ব্যাখ্যা: ব্যাখ্যা: অসমাপ্ত আত্মজীবনী লিখেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। গ্রন্থটি প্রকাশিত হয় ২০১২ সালের ১৮ জুন।
145. অগ্নিবীণা কাব্যগ্রন্থের কবির নাম কী?
কাজী নজরুল ইসলাম
রবীন্দ্রনাথ ঠাকুর
সুকান্ত ভট্টাচার্য
শামসুর রাহমান
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ অগ্নিবীণা হচ্ছে কবি কাজী নজরুল ইসলাম রচিত প্রথম কাব্যগ্রন্থ, যা প্রকাশিত হয় ১৯২২ সালে। তার রচিত কাব্যগ্রন্থগুলো হচ্ছে- সর্বহারা, মরু ভাস্কর, সাম্যবাদী, প্রলয় শিখা। তাকে বিদ্রোহী কবি বলা হয়ে থাকে।
146. কবি কাজী নজরুল ইসলামের জন্ম সাল-
১৮৬১
১৯১৩
১৮৯৯
১৯৪৩
147. রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার অর্জন করেন কত সালে?
১৯০০ সালে
১৯১৩ সালে
১৯০৫ সালে
১৯১৭ সালে
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৬১ সালে জন্মগ্রহণ করেন। তিনি এশিয়া মহাদেশের মধ্যে প্রথম বাঙালি কবি হিসেবে ১৯১৩ সালে গীতাঞ্জলীর জন্য নোবেল পুরস্কার লাভ করেন।
148. 'জন্মেছি মাগো তোমার কোলেতে মরি যেন এই দেশে'- কবিতাংশটির কবি কে?
বেগম সুফিয়া কামাল
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
ড. নীলিমা ইব্রাহিম
সনজিদা খাতুন
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ বেগম সুফিয়া কামাল ১৯১১ সালের ২০ জুন জন্মগ্রহণ করেন। তার রচিত বিখ্যাত কবিতা জন্মেছি এই দেশে কবিতার চরণ হচ্ছে জন্মেছি মাগো তোমার কোলেতে মরি যেন এই দেশে। তার রচিত কয়েকটি কাব্যগ্রন্থ হচ্ছে- সাঁঝের মায়া, মায়া কাজল, মন ও জীবন, অভিযাত্রিক প্রভৃতি।
149. বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি?
৭টি
৯টি
১১টি
১০টি
150. মানিক বন্দ্যোপাধ্যায় রচিত 'পদ্মা নদীর মাঝি' উপন্যাসে বিবৃত হয়েছে-
জেলেদের জীবনাচরণ
মাঝিদের জীবনাচরণ
কোলকাতাবাসীর জীবনাচরণ
বিত্তবান মানুষের জীবনাচরণ
ব্যাখ্যা: ব্যাখ্যা: 'পদ্মা নদীর মাঝি' উপন্যাসটি মানিক বন্দোপাধ্যায় রচিত উপন্যাসগুলোর মধ্যে সর্বাধিক পঠিত, আলোচিত ও একাধিক বিদেশি ভাষায় অনূদিত জনপ্রিয় একটি উপন্যাস। এটি ১৯৪৮ সালে বাংলায় প্রকাশিত হয়। পদ্মা নদীর মাঝি উপন্যাসটি বাংলাদেশের পদ্মা তীরবর্তী অঞ্চলের জেলে সম্প্রদায়ের জীবন চিত্র।
151. বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থের নাম কী?
কৃপার শাস্ত্রের অর্থভেদ
কথামালা
কথোপকথন
ইতিহাসমালা
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থের নাম কথোপকথন। এর রচয়িতা হলেন উইলিয়াম কেরি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কর্তৃক রচিত শিশুতোষ গ্রন্থই কথামালা।
152. 'চর্যাপদে'র প্রকৃত নাম কী?
চর্যাগীতিকোষ
চর্যাপদ
চর্যাচর্যবিনিশ্চয়
বৌদ্ধ গান ও দোহা
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ চর্যাপদ বাংলা ভাষা ও সাহিত্যের আদি নিদর্শন। ১৯০৭ খ্রিষ্টাব্দে মহামহোপাধ্যায় শাস্ত্রী নেপাল রাজদরবারের গ্রন্থাগার থেকে এর পুথি আবিষ্কার করেন। তারই সম্পাদনায় ৪৭টি পদবিশিষ্ট পুথিখানি হাজার বছরের পুরানো বাঙলা ভাষায় বৌদ্ধগান ও দোহা (১৯১৬) নামে বঙ্গীয় সাহিত্য কর্তৃক প্রকাশিত হয়। তিনি পুথির সূচনায় একটি সংস্কৃত শ্লোক থেকে নামের যে ইঙ্গিত পান তাতে এটি চর্যাচর্যবিনিশ্চয় নামেও পরিচিত হয়। তবে সংক্ষেপে এটি বৌদ্ধগান ও দোহা বা চর্যাপদ নামেই অভিহিত হয়ে থাকে।
153. 'বিদ্যাসুন্দর' গ্রন্থের অনুবাদক কে?
সাবিরিদ খান
মালাধর বসু
আলাওল
নরোত্তম দাস
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ বিদ্যাসুন্দর ষোড়শ শতাব্দীর গোড়ার দিকে কবি সাবিরিদ খান রচিত একটি রোমান্টিক প্রণয়কাব্য। বিদ্যাসুন্দর কাব্যের কাহিনি কালিকামঙ্গলের অন্তর্গত। কবি তার এই গ্রন্থকে নাটগীত বলে উল্লেখ করেছেন। সাবিরিদ খান 'বিদ্যাসুন্দর', 'রসুল বিজয়' ও হানিফা কয়রাপরী নামে তিনটি খ্যাতিমূলক কাব্য রচনা করেন।