MCQ
121. What is the feminine gender of 'heir'?
heiress
haires
heires
heirs
122. 'লোকে বলে ও বলে রে ঘরবাড়ি ভালা না আমার' চরণটির রচয়িতা-
হাছন রাজা
লালন ফকির শাহ
আব্দুল করিম আব্বাস উদ্দিন
আব্বাস উদ্দিন
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ হাছন রাজা বাংলা সাহিত্যের লালনগীতির এক অন্যতম নাম। তার রচিত কয়েকটি গান হলো- নেশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নেশা লাগিল রে, সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইল।
123. he and I-well.
are
am
was
is
124. Each of the boys --present in the class.
are
is
were
have
125. Banks close at 4 p.m. ? Use the correct tag question.
do they
must they
don't they
aren't they
126. 'ত্ম্য' কোন কোন ধ্বনির যুক্ত রূপ?
ত্+ন্+য
ত্+ম্+য
ত্+য+ম
ত্++ন
127. The passive form of 'He is writing a letter' is-
A letter is written by him.
A letter was written by him.
A letter was being written by him.
A letter is being written by him.
128. He runs fast. Here 'fast' is a/an-
verb
adjective
adverb
conjunction
129. I said to him, "Is he a doctor?" Turn the sentence into indirect speech.
I said to him that he was a doctor.
I said to him whether he is a doctor.
I asked him whether he is a doctor.
I asked him whether he was a doctor.
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ Interrogative sentence- direct speech-কে indirect speceh-এ পরিণত করতে said to-এর পরিবর্তে asked-কে অনুসরণ করে weather-এর পরবর্তী অংশ past tense হবে।
130. 'পায়ের আওয়াজ পাওয়া যায়' নাটকের নাট্যকার-
মামুনুর রশিদ
সেলিম আল-দীন
মমতাজ উদ্দীন আহমেদ
সৈয়দ শামসুল হক
ব্যাখ্যা: ব্যাখ্যা: 'পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকের নাট্যকার' সৈয়দ শামসুল হক। এটি একটি মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যনাট্য। তার উল্লেখযোগ্য কাব্যনাট্য হচ্ছে- গণনায়ক, নূরলদীনের সারাজীবন।
131. Which is of the two?
cheap
the cheapest
the cheap
the cheaper
132. This is--- useful book for reference.
a
an
the
no article
133. 'ভিক্ষালব্ধ' সমাসবদ্ধ পদটি কোন সমাসের উদাহরণ?
কর্মধারায়
দ্বন্দ্ব
বহুব্রীহি
তৃতীয়া তৎপুরুষ
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ পূর্বপদে তৃতীয়া বিভক্তির (দ্বারা, দিয়া, কর্তৃক ইত্যাদি) লোপে যে সমাস হয়, তাকে তৃতীয়া তৎপুরুষ সমাস বলে। যেমন- ভিক্ষা দ্বারা লব্ধ ভিক্ষালব্ধ, পদ দ্বারা দলিত পদদলিত, মন দ্বারা গড় = মনগড়া।
134. It is a quarter - ten.
before
to
from
at
ব্যাখ্যা: ব্যাখ্যা: Quarter past ten-এর পূর্বে preposition হিসেবে to বসবে।
135. 'পথের পাঁচালী' উপন্যাসের রচয়িতা-
মানিক বন্দ্যোপাধ্যায়
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
বলাইচাঁদ মুখোপাধ্যায়
সুনীল গঙ্গোপাধ্যায়
136. 'এ কী অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী জননী'- গানটির গীতিকার কে?
কাজী নজরুল ইসলাম
রবীন্দ্রনাথ ঠাকুর
দ্বিজেন্দ্রলাল রায়
অতুলপ্রসাদ সেন
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ অনুচ্ছেদে উল্লিখিত গানের চরণটির গীতিকার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। তার রচিত কয়েকটি উল্লেখযোগ্য গান হচ্ছে- তুমি সুন্দর তাই চেয়ে থাকি, দুর্গম গিরি কান্তার।
137. --among you are from class XII?
Who
Whose
Whom
Which
138. 'বন্দী শিবির থেকে'- কী ধরনের গ্রন্থ?
উপন্যাস
প্রবন্ধ গ্রন্থ
কাব্যগ্রন্থ
ছোটোগল্প গ্রন্থ
ব্যাখ্যা: ব্যাখ্যা: 'বন্দী শিবির থেকে' কাব্যগ্রন্থটি কবি শামসুর রহমানের মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত। তার রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে- প্রতিদিন এর ঘরহীন ঘরে, নিজ বাসভূমে, রৌদ্র করোটিতে।
139. 'সুবচন নির্বাসনে' নাটকের নাট্যকার-
আব্দুল্লাহ আল মামুন
মামুনুর রশিদ
রশীদ হায়দার
হুমায়ুন আহমেদ
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ আব্দুল্লাহ আল মামুন ছিলেন নাট্যকার, নির্দেশক ও চলচ্চিত্র পরিচালক। আব্দুল্লাহ আল মামুন প্রযোজিত ও পরিচালিত টিভি নাটকের সংখ্যা শতাধিক। তার কালজয়ী মঞ্চ নাটক সুবচন নির্বাসনে, এখন দুঃসময়, শপথ, মেহেরজান, আরেকবার ইত্যাদি।
140. Which of the following is plural number?
datum
analysis
media
radius