Bangla MCQ
4541. পরস্পর কাছাকাছি ধ্বনি বা বর্ণের মিলনকে বলে / পাশাপাশি দুটি বর্ণ বা ধ্বনির মিলনকে কি বলে?
সন্ধি
সমাস
কারক
প্রত্যয়
4542. বাংলা ভাষার প্রথম ব্যাকরণবিদ কে ছিলেন?
মনোএল দ্য আসসুম্পসাঁও
ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
ড. মুহম্মদ শহীদুল্লাহ
ড. সুকুমার সেন
4543. অহর্নিশ শব্দের অর্থ কী?
অনবরত
কুর্নিশ
অহষ্কার
দিন রাত্রি
Civil Engineering
Civil Department
Bangla
Bangladesh Agricultural Development Corporation(BADC)-2016
BADC-2016
ব্যাখ্যা: তথ্য: অহর্নিশ শব্দের বাংলা অর্থ দিনরাত; সতত, প্রতিনিয়ত।
4544. সন্ধি শব্দের অর্থ কী?
মিলন
বিচ্ছেদ
শব্দের মিলন
ধ্বনিগত মাধুর্য সৃষ্টি
4545. কোনটি ঠিক?
ব্যাকরণ ভাষার অনুগামী
ভাষা ব্যাকরণের অনুগামী
ব্যাকরণ শিক্ষার অনুগামী
ব্যাকরণ শব্দযন্ত্রের অনুগামী
4546. 'ব্যাকরণ' শব্দের ব্যুৎপত্তি কোনটি?
বি+আ+√কৃ+অন
ব্য+আ+কৃ+অন
বৃ+কৃ+অন
ব্যা+ক+রন
4547. ভাষার অভ্যন্তরীণ নিয়ম শৃঙ্খলার আবিষ্কারের নামই-
সন্ধি
সমাস
উক্তি
ব্যাকরণ
4548. কোনটিকে সন্ধির সংজ্ঞা বলা হয়?
পদে পদে মিলকে
শব্দে শব্দে মিলকে
ধ্বনিতে ধ্বনিতে মিলকে
উপসর্গে শব্দ মিলকে
4549. ব্যাকরণ ভাষাকে কি নির্দেশ করে?
ভাষাকে চলিতে
ভাষাকে শাসন করে
ভাষাকে বলিতে
ভাষাকে বর্ণনা করে
4550. ব্যাকরণের প্রধান কাজ হচ্ছে-
ভাষার নিয়ম প্রতিষ্ঠা
ভাষার শৃঙ্খলা
ভাষার বিশ্লেষণ
ভাষার উন্নতি
4551. অয়োময়' শব্দের অর্থ কী?
লৌহময়
পেঁচানো
দুর্বোধ্য
বাজে
Job Preparation
Civil Engineering
Bangla
Bangladesh Agricultural Development Corporation(BADC)-2016
BADC-2016
ব্যাখ্যা: তথ্য: অয়োময় লৌহময়; লৌহকঠিন। উত্তর: (ক)
4552. নিচের কোন বানানটি শুদ্ধ?
শ্মশ্বান
শ্বশান
শ্মশান
শশ্মান
Job Preparation
Civil Department
Bangla
Bangladesh Agricultural Development Corporation(BADC)-2016
BADC-2016
ব্যাখ্যা: তথ্য: শ্মশান: শবদেহ সৎকারের স্থান।
4553. নিচের কোন বানানটি শুদ্ধ?
গোধূলী
গোধুলি
গোধূলি
গোধুলী
Job Preparation
Civil Department
Bangla
Bangladesh Agricultural Development Corporation(BADC)-2016
BADC-2016
ব্যাখ্যা: তথ্য: "গোধুলি" বলতে, সূর্যাস্তের পর ও রাত শুরু হওয়ার মাঝের
সময়টিকে বুঝানো হয়। "সন্ধ্যাকাল" ও বলা যায়। "গোধুলি"
শব্দের ব্যাখ্যায় বলা হয়, দিনের শেষে, রাতের আগে যখন মাঠ
থেকে রাখাল গরুর পাল নিয়ে গোয়ালে ফেরে, তখন গরুর পায়ের
খুরের আঘাতে ধুলি উড়তে থাকে তাই এই সমযটাকে গোধুলি বলা হয়
।
উত্তর: গ
4554. সন্ধির উদ্দেশ্য কোনটি?
শব্দের মিলন
ধ্বনিগত মাধুর্য সৃষ্টি
শব্দগত মাধুর্য সৃষ্টি
বর্ণের মিল
4555. পাণিনি কে ছিলেন?
ভাষাবিদ
ঋগ্বেদবিদ
বৈয়াকরণিক
ঔপন্যাসিক
4556. ব্যাকরণের কাজ কী?
নতুন ভাষা তৈরি করা
দ্রুত পড়া ও লেখা শেখানো
ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করা
ভালো বক্তা তৈরি করা
4557. 'ব্যাকরণ' শব্দের সঠিক অর্থ কী?
বিশেষভাবে বিশ্লেষণ
বিশেষভাবে বিভাজন
বিশেষভাবে সংযোজন
বিশেষভাবে বিয়োজন
4558. বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে?
অক্ষয় দত্ত
মার্শম্যান
রাজা রামমোহন রায়
ব্রাসি হেলহেড
4559. সোপান শব্দের অর্থ কী?
মৃদু
সিড়ি
অতল
আকাশ
Job Preparation
Civil Engineering
Civil MCQ
Bangla
Bangladesh Agricultural Development Corporation(BADC)-2016
BADC-2016
ব্যাখ্যা: তথ্য:
মই, সিড়ি, অধিরোহণী, সোপান, ক্রমোন্নতি। উত্তর: (খ)
4560. “যে শাস্ত্র জানিলে বাঙ্গালা ভাষা শুদ্ধরূপে লিখিতে, পড়িতে ও বলিতে পারা যায়, তাহার নাম বাঙ্গালা ব্যাকরণ।” এ সংজ্ঞাটি কার?
ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
ড. মুহম্মদ শহীদুল্লাহ
ড. এনামুল হক
ড. সুকুমার সেন