Bangla MCQ
461. 'যা হবে' বাক্যটি সংকোচন করলে হবে-
ভাবি
অবশ্য
ভাবী
অবশ্যম্ভাবী
462. 'কথায় বর্ণনা করা যায় না যা' এ বাক্যের সংক্ষিপ্ত রূপ কী?
বর্ণনাতীত
অনির্বচনীয়
অবর্ণনীয়
নির্বচনীয়
463. যে বহু বিষয় জানে তাকে এক কথায় বলে-
সর্বজ্ঞ
সবজান্তা
বহুজ্ঞ
কোনোটিই নয়
464. 'পথ চলার খরচ' কথাটির সংক্ষিপ্ত রূপ-
খোরাকি
হাত খরচ
পাথেয়
পার্থিব
465. 'হাতির বাসস্থান'-
গজগৃহ
হস্তিগৃহ
পিলখানা
গজনীড়
466. এক কথায় প্রকাশ করুন: 'অন্য ভাষায় রূপান্তরিত'-
গুদাম
অনূদিত
অনুচিকীর্ষা
অননুমেয়
467. 'বৃষ্টির জল' এর এক কথায় প্রকাশ-
অমিয়
শ্বাদল
বেসাতি
শীকর
468. 'সমুদ্র হতে হিমাচল পর্যন্ত' বাক্যাংশের অর্থ হিসেবে কোনটি প্রযোজ্য হয়?
আসমুদ্র
হিমালয় পর্যন্ত
আসমুদ্রহিমাচল
অসমুদ্র
469. 'যার আকার কুৎসিত' এক কথায় প্রকাশ করুন।
কুশ্রী
বিশ্রী
কদর্য
কদাকার
470. 'মৃতের মত অবস্থা যার' তাকে এক কথায় কি বলা হয়?
মুমুর্ষূ
মুমুর্ষু
মুমূর্ষু
মূমুর্ষু
471. প্রথম সার্থক বাংলা উপন্যাস কোনটি?
ফুলমণি ও করুণার বিবরণ
কলিকাতা কমলালয়
আলালের ঘরের দুলাল
দুর্গেশনন্দিনী
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর - ২০২২
MOF-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বাংলা সাহিত্যে উপন্যাসের জনক বলা হয়। তাঁর রচিত 'দুর্গেশনন্দিনী' বাংলা সাহিত্যের প্রথম সার্থক উন্যাস।
472. এক কথায় প্রকাশ করুন: 'দ্বারে থাকে যে'-
দ্বাররক্ষী
দৌবারিক
দ্বারিকা
দারোয়ান
473. 'যে বিষয়ে মতভেদ নেই এমন' এর এক কথায় প্রকাশ-
ঐকমত্য
অবিসংবাদিত
মীমাংসিত
নিরঙ্কুশ
474. এক কথায় প্রকাশ করুন: 'মর্মকে পীড়া দেয় যা'।
মর্মন্তুদ
মর্মভেদী
পীড়াদায়ক
মর্মস্পর্শী
475. হরণ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশযোগ্য রূপ-
জিহীর্ষা
বিভ্রামিষা
বিবিক্ষা
জুগুলা
476. এক কথায় প্রকাশ করুন: 'অনেকের মধ্যে একজন'-
অবিসংবাদিত
অবীরা
অনিন্দ্য
অন্যতম
477. 'যার জ্যোতি বেশিক্ষণ স্থায়ী হয় না' তাকে বলে-
ক্ষণপ্রভা
ক্ষণস্থায়ী জ্যোতি
রগ
অনসূয়া
478. 'ছন্দে নিপুণ যিনি'- এক কথায় কী হবে?
কবি
ছান্দসিক
ছন্দবেত্তা
কোনোটিই নয়
479. "আমি কোথায় পাব তা'রে, আমার মনের মানুষ যে রে।"-- গানের রচয়িতা কে?
গগন হরকরা
হাসন রাজা
আউল চাঁদ
রামপ্রসাদ
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর - ২০২২
MOF-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: 'আমি কোথায় পাব তারে' বাঙালি বাউল সংগীতশিল্পী ও সংগীত রচয়িতা গণন হরকরার লেখা একটি বাউল গান। এই গানের সুর অনুসারে রবীন্দ্রনাথ ঠাকুর 'আমার সোনার বাংলা' গানটি রচনা করেন, যা বর্তমানে বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে স্বীকৃত।
480. 'বেলাকে অতিক্রান্ত' পদের অর্থ কী?
অবেলা
গোধূলি
উদ্বেল
সাঁঝ