EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

Bangla MCQ
4921. Quotation এর পারিভাষিক শব্দ কোনটি?
মূল্যজ্ঞাপন
দরপত্র
প্রকাশ
তালিকা
4922. Virile' শব্দের অর্থ কোনটি?
পুরুষোচিত
কাপুরুষোচিত
কৃপণ
উদ্ধৃত
4923. আইনস্টাইন নোবেল পুরস্কার পান-
আপেক্ষিক তত্ত্বের উপর
মহাকর্ষীয় ধ্রুবক আবিষ্কারের জন্য
কৃষ্ণগহবর আবিষ্কারের জন্য
আলোক তড়িৎ ক্রিয়ার ব্যাখ্যা প্রদানের জন্য
ব্যাখ্যা: আলবার্ট আইনস্টাইন জার্মানির একজন নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানী। তিনি ১৯২১ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। তার পুরস্কার লাভের কারণ হিসেবে উল্লেখ করা হয়, তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে বিশেষ অবদান এবং বিশেষত আলোক তড়িৎ ক্রিয়া সম্পর্কিত গবেষণা।
4924. . Transliteration এর পরিভাষা-
অনুবাদ করণ
বর্ণীকরণ
বর্ণান্তর
প্রতিবর্ণীকরণ
4925. 'Surgeon' এর পরিভাষা-
শল্য চিকিৎসক
দন্ত চিকিৎসক
অস্থি চিকিৎসক
সার্জেন্ট
4926. 'সন্ধি' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
বিয়োগ
বিগ্রহ
বর্জন
তিরোভাব
4927. 'Insomnia' শব্দটির বাংলা পারিভাষিক রূপ হলো-
দুশ্চিন্তা
বায়ুরোগ
অনিদ্রা
কর্কটরোগ
4928. Comparative শব্দটির পরিভাষা হলো-
সমাজতন্ত্র
খেসারত
প্রতিযোগিতা
তুলনামূলক
4929. Legal statement এর বাংলা পরিভাষা
আইনি উক্তি
জবানবন্দি
বৈধ উক্তি
দালিলিক প্রমাণ
4930. Whirlpool এর অর্থ-
ঘূর্ণি
ঝড়
প্রলয়
জলাতঙ্ক
4931. Gratuity শব্দের বাংলা পরিভাষা-
পারিশ্রমিক
পারিতোষিক
আনুতোষিক
মহার্ঘ
4932. Hand out এর শুদ্ধ বাংলা পরিভাষা হচ্ছে-
জ্ঞানপত্র
তথ্যপত্র
প্রচারপত্র
হস্তপত্র
ব্যাখ্যা: Hand out এর পরিভাষা হলো জ্ঞাপনপত্র বা বিনামূল্যে বিতরণ করা ইশতেহার।
4933. পারিভাষিক শব্দ কোনটি?
মেঘালয়
বিচারালয়
সচিবালয়
হিমালয়
4934. Transparent-
উপনীত
প্রাণবন্ত
স্বচ্ছ
ঘোলাটে
4935. Wisdom' শব্দের বাংলা অর্থ কী?
জ্ঞান
প্রজ্ঞা
বুদ্ধিমান
শিক্ষা
4936. 'ধৃষ্ট' এর বিপরীত শব্দ কোনটি?
মুক্ত
নিরীহ
দুষ্ট
বিনয়ী
ব্যাখ্যা:
4937. Heavenly body এর বাংলা পরিভাষা কোনটি?
স্বর্গীয় দেহ
জ্যোতিষ্ক
প্রেরিত দূত
ভারী দেহ
4938. Custom শব্দের পরিভাষা কোনটি যথার্থ?
আইন
প্রথা
শুল্ক
রাজস্বনীতি
4939. "Treasurer'এর পরিভাষা-
অর্থভাণ্ডার
অর্থমন্ত্রী
কোষাগার
কোষাধ্যক্ষ
4940. 'বিরত' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
অবিরত
সরত
নিবৃত
নিরত
ব্যাখ্যা: