Bangla MCQ
5581. সুনামীর তান্ডবে অনেকেই সর্বশান্ত হয়েছে।’ বাক্যটিতে কয়টি ভুল আছে?
একটি
দুটি
তিনটি
ভুল নেই
5582. 'চাঁদ মুখের' ব্যাসবাক্য হলো?
চাঁদ মুখের ন্যায়
চাঁদের মতো মুখ
চাঁদের মতো মুখ
চাঁদ রূপ মুখ
ব্যাখ্যা: তথ্য: 'চাঁদ মুখের ব্যাসবাক্য হলো-চাঁদের মতো মুখ। চাঁদমুখ-এ চাঁদেও সৌন্দর্যের সাথে মুখের সৌন্দর্যের অভেদ কল্পনা করা হয়েছে। চাঁদেও আকারের সাথে নয়। তাই এটি রুপক কর্মধারয় সমাস।
5583. আরবি 'কলম' শব্দটি 'কলমোস' শব্দ থেকে এসেছে। 'কলমোস' কোন ভাষার শব্দ?
পাঞ্জাবি
ফরাসি
গ্রিক
স্পেনিশ
5584. বাংলা একাডেমি থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার নাম কি?
সুন্দরম
লোকায়ত
কারি ও কলম
উত্তরাধিকার
ব্যাখ্যা: তথ্য: বাংলা একাডেমি থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার
নাম-উত্তারাধিকার।
5585. সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কে?
রাজা রামমোহন রায়
মানোএল দ্য আসসুম্পসাঁও
রামেন্দ্র সুন্দর ত্রিবেদী
নাথানিয়েল ব্রাসি হ্যালহেড
ব্যাখ্যা: পর্তুগিজ ধর্মযাজক মানুয়েল দা আস্সুম্পসাঁউ (Manoel da Assumpcam) বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন।
5586. 'সাজাহান' নাটকটির নাট্যকার কে?
গিরিশচন্দ্র ঘোষ
দ্বিজেন্দ্রলাল রায়
শিশির ভট্টাচার্য
মনোজ মিত্র
5587. 'আগড়ম বাগড়ম'বাগধারার অর্থ কি?
সুন্দর কথা
প্রচুর কথা
রাগের কথা
অর্থহীন কথা
ব্যাখ্যা: তথ্য: আগডুম বাগডুম বাগধারার অর্থ অর্থহীন অসংলগ্ন কথা,
অপ্রয়োজনীয় বাক্য। যেমন বলা হয়-তোমরা আগডুম বাগডুম বন্ধ
করো, আসল কথা বলো।
5588. তুমি তো ভারি সুন্দর ছবি আঁক!'—বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে?
পদান্বয়ী অব্যয়
অনুসর্গ অব্যয়
অনন্বয়ী অব্যয়
অনুকার অব্যয়
5589. সেলিম আল দীন কোন নাটকটি রচনা করেছেন?
মুনতাসির ফ্যান্টাসি
পায়ের আওয়াজ পাওয়া যায়
কবর
বহুব্রীহি
ব্যাখ্যা: তথ্য: মুনতাসির ফ্যান্টাসি নাটকটি রচনা করেছেন সেলিন আল দীন ।আওয়াজ পাওয়া যায়। মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটকটি রচনা করেন সৈয়দ শামসুল হক। ভাষা আন্দোলনভিত্তিক কবর নাটকটি রচনা করেন মুনীর চৌধুরি। ঢাকা কেন্দ্রীয় কারাগার এটি প্রথম মঞ্চস্থ হয়।
5590. ‘ভাষা চিন্তার শুধু বাহনই নয়, চিন্তার প্রসূতিও।' মন্তব্যটি কোন ভাষা-চিন্তকের?
সুনীতিকুমার চট্টোপাধ্যায়
মুহম্মদ শহীদুল্লাহ্
মুহম্মদ এনামুল হক
সুকুমার সেন
5591. বাংলা একাডেমী কোন সালে প্রতিষ্ঠিত হয়?
১৯৫৪
১৯৫৭
১৯৫৫
১৯৫৬
ব্যাখ্যা: তথ্য: বাংলা একাডেমি ১৯৫৫ সালের ৩রা ডিসেম্বও ঢাকায় প্রতিষ্ঠিত
হয়। বাংলা ভাষা ও সাহিত্যেও চর্চা, গবেষণা ও প্রচারের লক্ষ্যে তৎকালীন পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশে) এই একাডেমি প্রতিষ্ঠিত হয়। রাষ্ট্রভাষা আন্দেলন-পরবর্তী কালের প্রেক্ষাপটে বাংলা একাডেমি প্রতিষ্ঠার দাবি ওঠে। তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রীর
সরকারি বাসভবন "বর্ধমান হাউজ"-এ এই একাডেমি সদও দপ্তর স্থাপিত হয়। একাডেমির "বর্ধমান হাউজে"একটি "ভাষা আন্দোলন
জাদুঘর "আছে।
5592. তাম্বুলিক’ শব্দের সমার্থক নয় কোনটি?
পান-ব্যবসায়ী
পর্ণকার
তামসিক
বারুই
5593. Rank' শব্দের বাংলা পরিভাষা কী?
পদ
পদমর্যাদা
উচ্চতা
মাত্রা
5594. তোমার নাম কী?'—এখানে 'কী' কোন প্রকারের পদ?
প্রশ্নবাচক
অব্যয়
সর্বনাম
বিশেষণ
5595. 'যদ্যপি' আমারা গুরু কার রচনা?
হুমায়ূন আহমেদ
আলাউদ্দিন আর আজাদ
আব্দুশ শাকুর
আহমদ ছফা
ব্যাখ্যা: তথ্য: যদ্যপি আমার গুরু বাংলাদেশের অগ্রণী চিন্তাবিদ ও কথাসাহিত্যিক আহমদ ছফা বিরচিত একটি স্মৃতচারণমূলক গ্রন্থ ।দীর্ঘ স্মৃতিচারণামূলক রচনাটি ১৯৯৮ খ্রিষ্টাব্দে বই আকারে প্রকাশের আগে দৈনিক বাংলাবাজার পত্রিকার সাহিত্য পাতায় প্রায় চার মাস ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিলো।
5596. 'মার্তণ্ড' শব্দের অর্থ কি?
সূর্য
মরুভূমি
চন্দ্র
আকাশ
ব্যাখ্যা: তথ্য: সূর্ধ রবি, সবিতা, দিবাকর, দিনমনি, দিননাথ, দিবাবসু, অর্ক, ভানু, তপন, আদিত্য, ভাক্কর, মার্তগ, অংশ, প্রভাকর, কিরণমালী,
5597. কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে কী বলে ?
উপপদ
প্রাতিপদিক
প্রপদ
পূর্বপদ
5598. কোন বানানটি শুদ্ধ?
বিভিষীকা
বিভীষিকা
বীভিষিকা
বিভিষিকা
ব্যাখ্যা: তথ্য: সঠিক বানান-বিভীষিকা। বিভীষিকা শব্দের অর্থ ভয়জনক দৃশ্য ভয় প্রদর্শন, ভীষণ ভয় ইত্যাদি। প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ।
5599. উচ্চারণের রীতি অনুযায়ী নিচের কোনটি উচ্চমধ্য-সম্মুখ স্বরধ্বনি?
অ
আ
ও
এ
5600. 'শেষ প্রশ্ন'উপন্যাস কে লিখেছিলেন?
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
হুমায়ূন আজাদ
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
সঞ্জিবচন্দ্র চট্টোপাধ্যায়
ব্যাখ্যা: তথ্য: শেষ প্রশ্ন উপন্যাসটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচন করেন
। উপন্যাসটি ১৯৩১ সালে প্রকাশিত হয়। এ উপন্যাসের প্রধান
চরিত্রের নাম"কমল এছাড়াও দেবদাস, দত্তা, শুভদা, দেনাপাওনা, শেষের পরিচয়, পন্ডিত মশাই
ইত্যাদি