Bangla MCQ
821. 'তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে?
রবীন্দ্রনাথ ঠাকুর
প্রমথ চৌধুরী
অক্ষয়কুমার দত্ত
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
বাংলাদেশ কোস্ট গার্ড-২০২০
coast guard-2020
ব্যাখ্যা: ব্যাখ্যা: 'তত্ত্ববোধিনী' পত্রিকার সম্পাদক অক্ষয় কুমার দত্ত। প্রমথ চৌধুরী ও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত বিখ্যাত পত্রিকা যথাক্রমে 'সবুজপত্র' ও 'বঙ্গদর্শন'।
822. 'লোকে বলে ও বলে রে ঘরবাড়ি ভালা না আমার' চরণটির রচয়িতা-
হাছন রাজা
শাহ আব্দুল
করিম লালন
ফকির আব্বাস উদ্দিন
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
HED-2019
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর-HED(২৮-১১-২০১৯)
ব্যাখ্যা: ব্যাখ্যা: হাছন রাজা বাংলা সাহিত্যের লালনগীতির এক অন্যতম নাম। তার রচিত কয়েকটি গান হলো- নেশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নেশা লাগিল রে, সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইল।
823. 'এ কী অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী জননী'- গানটির গীতিকার কে?
কাজী নজরুল ইসলাম
রবীন্দ্রনাথ ঠাকুর
দ্বিজেন্দ্রলাল রায়
অতুলপ্রসাদ সেন
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
HED-2019
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর-HED(২৮-১১-২০১৯)
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ অনুচ্ছেদে উল্লিখিত গানের চরণটির গীতিকার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। তার রচিত কয়েকটি উল্লেখযোগ্য গান হচ্ছে- তুমি সুন্দর তাই চেয়ে থাকি, দুর্গম গিরি কান্তার।
824. 'অসমাপ্ত আত্মজীবনী' লিখেছেন-
কাজী নজরুল ইসলাম
সৈয়দ ওয়ালীউল্লাহ
শেখ মুজিবুর রহমান
গাজী শামসুর রহমান।
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর(৩০-৯-২০১৯)
HED-2019
ব্যাখ্যা: ব্যাখ্যা: অসমাপ্ত আত্মজীবনী লিখেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। গ্রন্থটি প্রকাশিত হয় ২০১২ সালের ১৮ জুন।
825. কাজী নজরুল ইসলামের 'দারিদ্র্য' কবিতাটি তার কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?
সাম্যবাদী
ছায়ানট
ভাষার গান
সিন্ধু হিন্দোল
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
বাংলাদেশ কোস্ট গার্ড-২০২০
coast guard-2020
ব্যাখ্যা: ব্যাখ্যা: 'দারিদ্র্য' কবিতাটি কাজী নজরুল ইসলামের সিন্ধু-হিন্দোল' কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। এ কাব্যগ্রন্থের আরও কয়েকটি কবিতা হলো সিন্ধু, অভিযান, রাখি-বন্ধন।
826. বহ্নিপীর' রচনা করেন--
মানিক বন্দ্যোপাধ্যায়
হুমায়ুন আহমেদ
সৈয়দ ওয়ালীউল্লাহ
আখতরুজ্জামান ইলিয়াস
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
বাংলাদেশ কোস্ট গার্ড-২০২০
coast guard-2020
ব্যাখ্যা: ব্যাখ্যা: সৈয়দ ওয়ালীউল্লাহ 'বহ্নিপীর' নাটকের রচয়িতা। তার রচিত আরও কয়েকটি নাটক এর নামঃসূড়ঙ্গ, তরঙ্গভঙ্গ, উজানে মৃত্যু।
827. রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার অর্জন করেন কত সালে?
১৯০০ সালে
১৯১৩ সালে
১৯০৫ সালে
১৯১৭ সালে
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
HED-2019
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর-HED(২৮-১১-২০১৯)
ব্যাখ্যা: ব্যাখ্যা: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৬১ সালে জন্মগ্রহণ করেন। তিনি এশিয়া মহাদেশের মধ্যে প্রথম বাঙালি কবি হিসেবে ১৯১৩ সালে গীতাঞ্জলীর জন্য নোবেল পুরস্কার লাভ করেন।
828. কবি আলাওল কোন রাজসভার কবি ছিলেন?
মুর্শিদাবাদ
রোসাই
দিল্লি
ত্রিপুরা
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
বাংলাদেশ কোস্ট গার্ড-২০২০
coast guard-2020
ব্যাখ্যা: ব্যাখ্যা: আরকান বা রোসাঙ্গ রাজসভার অন্যতম কবি কবি আলাওল। তার রচিত কয়েকটি কাব্যগ্রন্থ- পদ্মাবতী, সয়ফুলমুলুক-বদিউজ্জামাল, সপ্তপয়কর। আলাওল ছাড়াও আরাকান রাজসভার আরও কয়েকজন কবি দৌলত কাজী, কোরেশী মাগন ঠাকুর, মরদন, আবদুল করীম খোন্দকার, শমসের আলী।
829. 'ভিক্ষালব্ধ' সমাসবদ্ধ পদটি কোন সমাসের উদাহরণ?
কর্মধারায়
দ্বন্দ্ব
বহুব্রীহি
তৃতীয়া তৎপুরুষ
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
HED-2019
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর-HED(২৮-১১-২০১৯)
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ পূর্বপদে তৃতীয়া বিভক্তির (দ্বারা, দিয়া, কর্তৃক ইত্যাদি) লোপে যে সমাস হয়, তাকে তৃতীয়া তৎপুরুষ সমাস বলে। যেমন- ভিক্ষা দ্বারা লব্ধ ভিক্ষালব্ধ, পদ দ্বারা দলিত পদদলিত, মন দ্বারা গড় = মনগড়া।
830. 'বন্দী শিবির থেকে'- কী ধরনের গ্রন্থ?
উপন্যাস
কাব্যগ্রন্থ
প্রবন্ধ গ্রন্থ
ছোটোগল্প গ্রন্থ
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
HED-2019
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর-HED(২৮-১১-২০১৯)
ব্যাখ্যা: ব্যাখ্যা: 'বন্দী শিবির থেকে' কাব্যগ্রন্থটি কবি শামসুর রহমানের মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত। তার
রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে- প্রতিদিন ঘরহীন ঘরে, নিজ বাসভূমে, রৌদ্র করোটিতে।
831. 'পায়ের আওয়াজ পাওয়া যায়' নাটকের নাট্যকার-
মামুনুর রশিদ
সেলিম আল-দীন
মমতাজ উদ্দীন আহমেদ
সৈয়দ শামসুল হক
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
HED-2019
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর-HED(২৮-১১-২০১৯)
ব্যাখ্যা: ব্যাখ্যা: 'পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকের নাট্যকার' সৈয়দ শামসুল হক। এটি একটি মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যনাট্য। তার উল্লেখযোগ্য কাব্যনাট্য হচ্ছে- গণনায়ক, নূরলদীনের সারাজীবন।
832. চাউল' কোন ভাষার শব্দ?
অর্ধ তৎসম
দেশি
তদ্ভব
তৎসম
833. সর্বাধিক চর্যাপদ রচয়িতা-
লুইপা
কাহ্নপা
শবরপা
ভুসুকুপা
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
বাংলাদেশ কোস্ট গার্ড-২০২০
coast guard-2020
ব্যাখ্যা: ব্যাখ্যা: চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন। চর্যাপদে ২৩ (মতান্তরে ২৪) জন কবির নাম পাওয়া যায়। এদের মধ্যে সর্বাধিক পদ রচয়িতার অধিকারী কাহ্নপা। তিনি ১৩টি পদ রচনা করেন। দ্বিতীয় সর্বাধিক ৮টি পদ রচনা করেন ভুসুকুপা।
834. বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থের নাম কী?
কৃপার শাস্ত্রের অর্থভেদ
কথামালা
কথোপকথন
ইতিহাসমালা
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
HED-2019
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর-HED(২৮-১১-২০১৯)
ব্যাখ্যা: ব্যাখ্যা: বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থের নাম কথোপকথন। এর রচয়িতা হলেন উইলিয়াম কেরি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কর্তৃক রচিত শিশুতোষ গ্রন্থই কথামালা।
835. আমার বন্ধু রাশেদ' চলচ্চিত্রের পটভূমি-
মুক্তিযুদ্ধ
ভাষা আন্দোলন
মুক্তিযুদ্ধপরবর্তী অবস্থা
গণআন্দোলন
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
বাংলাদেশ কোস্ট গার্ড-২০২০
coast guard-2020
ব্যাখ্যা: ব্যাখ্যা: মুহম্মদ জাফর ইকবাল রচিত মুক্তিযুদ্ধভিত্তিক কিশোর উপন্যাস অবলম্বনে নির্মিত 'আমার বন্ধু রাশেদ' এর পরিচালক মোরশেদুল ইসলাম।
836. 'কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি' কোন কবির রচিত চরণ?
মাহবুব উল আলম চৌধুরী
নির্মলেন্দু গুণ
আবু জাফর ওবায়দুল্লাহ
রফিক আজাদ
837. 'সুবচন নির্বাসনে' নাটকের নাট্যকার-
আব্দুল্লাহ আল মামুন
মামুনুর রশিদ
হুমায়ুন আহমেদ
রশীদ হায়দার
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
HED-2019
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর-HED(২৮-১১-২০১৯)
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ আব্দুল্লাহ আল মামুন ছিলেন নাট্যকার, নির্দেশক ও চলচ্চিত্র পরিচালক। আব্দুল্লাহ আল মামুন প্রযোজিত ও পরিচালিত টিভি নাটকের সংখ্যা শতাধিক। তার কালজয়ী মঞ্চ নাটক সুবচন আরেকবার ইত্যাদি। নির্বাসনে, এখন দুঃসময়, শপথ, মেহেরজান,
838. 'পাখি' এর সমার্থক শব্দ কোনটি?
দ্বিজ
সরোজ
হেম
শাখী
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
বাংলাদেশ কোস্ট গার্ড-২০২০
coast guard-2020
ব্যাখ্যা: ব্যাখ্যা: পাখি এর সমার্থক শব্দ দ্বিজ। পাখি এর আরও কয়েকটি সমার্থক শব্দ হলোঃ পক্ষী, বিহগ, বিহঙ্গম, বিহঙ্গ, শকুন্ত, খেচর, খগ। সরোজ এর সমার্থক শব্দ হলোঃ পদ্ম, পঙ্কজ, কমল উৎপল, অরবিন্দু, সরোবর। হেম এর সমার্থক শব্দ হলোঃ স্বর্ণ সোনা, কাঞ্চন, সুবর্ণ, হিরণ, হিরণ্য, কনক। শাখী এর সমার্থক শব্দ হলোঃ গাছ, বৃক্ষ, পাদপ, বিটপী, ক্রম, শিখরী।
839. 'শহিদ জননী' নামে খ্যাত-
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
বেগম সুফিয়া কামাল
সেলিনা হোসেন
জাহানারা ইমাম
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
HED-2019
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর-HED(২৮-১১-২০১৯)
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ কবি জাহানারা ইমাম শহিদ জননী নামে খ্যাত। মহান মুক্তিযুদ্ধের সময় তার সন্তান রুমী শহীদ হন। এজন্য তাকে শহিদ জননী বলা হয়।
840. 'ত্ম্য' কোন কোন ধ্বনির যুক্ত রূপ?
ত্+ন্+য
ত্+ম্+য
ত্++ম
ত্+য+ন