Bangla MCQ
1341. 'রাজপুত্র' কোন সমাসের উদাহরণ?
তৎপুরুষ
বহুব্রীহি
কর্মধারয়
দ্বন্দ্ব
1342. ড. মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত 'চর্যাপদ' বিষয়ক গ্রন্থের নাম কী?
চর্যাগীতিকোষ
হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা
Buddhist Mystic Songs
চর্যাগীতিকা
1343. 'চিরসুখী' শব্দটির ব্যাসবাক্য কী?
চিরদিন সুখে থাকেন যিনি
চিরকাল ব্যাপিয়া সুখী
চিরসুখী যে
চিরকাল সুখী
1344. ড. মুহম্মদ শহীদুল্লাহর মৃত্যুদিবস কোনটি?
১৯৬৪ সালের ১ মে
১৯৬৬ সালের ১ জুলাই
১৯৬৯ সালের ১৩ জুলাই
১৯৭০ সালের ১৩ জুলাই
1345. 'গীতাঞ্জলি' কাব্যের ইংরেজি অনুবাদ করেন কে?
জীবনানন্দ দাশ
হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
সত্যেন্দ্রনাথ দত্ত
রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা: রবীন্দ্রনাথের নিজেই গীতাঞ্জলি এর ইংরেজি অনুবাদ Song Offerings লিখেছেন। আইরিশ কবি W.B Yeats শুধুমাত্র Song Offerings গ্রন্থের পরিচিতি (Introduction) অংশ লিখেছেন। প্রকৃতপক্ষে গীতাঞ্জলি এর ইংরেজি অনুবাদক রবীন্দ্রনাথের নিজেই।
1346. 'বিশ্ববিদ্যালয়' এর ব্যাসবাক্য কী?
বিশ্বের বিদ্যালয়
বিশ্ববিদ্যার আলয়
বিশ্বস্ত
বিশ্ব রূপ আলয়
1347. 'আমরা হিন্দু বা মুসলিম যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি'- কে বলেছিলেন?
কাজী নজরুল ইসলাম
ড. মুহম্মদ শহীদুল্লাহ
ধীরেন্দ্রনাথ দত্ত
রবীন্দ্রনাথ ঠাকুর
1348. কোন শব্দটি তৎপুরুষ সমাস?
কালিকলম
মাতাপিতা
মধুমাখা
দশানন
1349. কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধগ্রন্থ?
কালান্তর
ডাকঘর
বলাকা
চিত্রা
1350. ড. মুহম্মদ শহীদুল্লাহর জীবনকাল কোনটি?
১৮৮৫-১৯৬৯
১৮৮৪-১৯৬৯
১৮৭৫-১৯৬৯
১৮৮৫-১৯৭০
1351. 'রাজরানী' এর ব্যাসবাক্য হলো-
রাজার রানী
রাজ রানী
রাজা ও রানী
রাজা রানী
1352. 'বাংলা সাহিত্যের কথা (দুই খণ্ড)' গ্রন্থটি রচনা করেন-
ড. মুহাম্মদ এনামুল হক
কাজী মোতাহের হোসেন
ড. মুহম্মদ শহীদুল্লাহ
আবদুল হাই
1353. বাংলাদেশের কোন স্মৃতি বিজড়িত এলাকায় ঠাকুর জমিদারির জন্য ঘুরে বেড়ান?
কালিগ্রাম
টুনিরহাট
সখিপুর
ব্যারিস্টার বাজার
1354. ড. মুহম্মদ শহীদুল্লাহ রচিত গ্রন্থ---
বাংলা ভাষার ইতিহাস
বাঙ্গালা ভাষার পুরাবৃত্ত
বাংলা ভাষার ইতিবৃত্ত
বাঙ্গালা ভাষার কথা
1355. 'বাগদত্তা' কোন সমাস?
বহুব্রীহি
তৎপুরুষ
কর্মধারয়
অব্যয়ীভাব
1356. ১৫.ড. মুহম্মদ শহীদুল্লাহ কত সালে মৃত্যুবরণ করেন?
১৯৪৯
১৯৬৯
১৯৫৯
১৯৩৯
1357. বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থসমূহের মধ্যে কোনটি ড. মুহম্মদ শহীদুল্লাহর লেখা?
বঙ্গভাষা ও সাহিত্য
বাঙ্গালা সাহিত্যের ইতিহাস
বাংলা সাহিত্যের ইতিবৃত্ত
বাংলা সাহিত্যের কথা
1358. 'চলিষ্ণু অভিধান' কাকে বলা হয়?
সুনীতিকুমার চট্টোপাধ্যায়
ড. মুহাম্মদ এনামুল হক
ড. মুহম্মদ শহীদুল্লাহ
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
1359. 'অধর্ম' শব্দের সমস্যমান পদ কোনটি?
নয় ধর্ম
ধর্ম নেই যার
ধর্মহীন যে
ধর্মের অভাব
1360. 'বাংলা ভাষার ইতিবৃত্ত' কার রচনা?
আবদুল হাই
মুনীর চৌধুরী
ড. মুহম্মদ শহীদুল্লাহ
মোফাজ্জল হোসেন