MCQ
81. 'কল্লোল' সাহিত্য পত্রিকাটির সম্পাদক কে?
রবীন্দ্রনাথ ঠাকুর
দীনেশ রঞ্জন দাস
প্রমথ চৌধুরী
রাজেন্দ্রলাল মিত্র
82. বাংলা ব্যঞ্জনবর্ণে মাত্রাহীন বর্ণ কয়টি?
পাঁচটি
ছয়টি
আটটি
দশটি
83. কোনটি নাসিক্য ধ্বনি?
ম
জ
ল
প
84. 'কাঁদো নদী কাঁদো' এর রচয়িতা কে?
নীলিমা ইব্রাহিম
আবু ইসহাক
সৈয়দ ওয়ালিউল্লাহ
আব্দুল্লাহ আল মামুন
85. 'সবুজপত্র' পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়-
১৯১০ সালে
১৯১২ সালে
১৯১৪ সালে
১৯১৬ সালে
86. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা কোনটি?
নৌকাডুবি
বিষবৃক্ষ
চাঁদের অমাবস্যা
মৃত্যুক্ষুধা
87. 'পুতুল নাচের ইতিকথা' উপন্যাসটি কার রচিত?
মানিক বন্দোপাধ্যায়
তারাশঙ্কর বন্দোপাধ্যায়
বিভূতিভূষণ বন্দোপাধ্যায়
অন্নদাশঙ্কর রায়
88. 'বন্দী শিবির থেকে' কার লেখা?
নির্মলেন্দু গুণ
শামসুর রহমান
মহাদেব সাহা
সৈয়দ আলী আহসান
89. শওকত ওসমান রচিত উপন্যাস-
অরণ্য নীলিমা
অরণ্য গোধূলি
মুক্তি
জাহান্নাম হতে বিদায়
90. কাব্যনাটক কোনটি?
ইবলিশ
এখনও ক্রীতদাস
জন্ডিস ও বিবিধ বেলুন
নুরলদীনের সারাজীবন
91. কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা নয়?
চিত্রা
সঞ্চিতা
বিসর্জন
রাজা
92. ভাষার কোন রীতি তদ্ভব শব্দবহুল?
সাধুরীতি
কথ্যরীতি
চলিতরীতি
বানানরীতি
93. 'রেস্তোরা' কোন ভাষার শব্দ?
ওলন্দাজ
ফরাসি
জাপানি
ইংরেজি
94. 'খেয়া পারের তরণী' কবিতার কবি কে?
গোলাম মোস্তফা
কাজী নজরুণ ইসলাম
ফররুখ আহমেদ
কায়কোবাদ
95. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
ক্রীতদাসের হাসি
হাঙর নদী গ্রেনেড
সারেং বউ
কাশবনের কন্যা
96. 'যৈবতী কন্যার মন' কার লেখা?
সৈয়দ শামসুল হক
আব্দুল্লাহ আল মামুন
সেলিম আল দীন
রামেন্দু মজুমদার
97. ব্যাকরণের কোন অংশে কারক আলোচনা করা হয়?
ধ্বনিতত্ত্বে
অর্থতত্ত্বে
বাক্যতত্ত্বে
রূপতত্ত্বে
98. স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস-
শেষের কবিতা
চোখের বালি
রাজর্ষি
ঘরে বাইরে
99. 'চিরায়ত' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
সমসাময়িক
কদাচিৎ
অক্ষয়
প্রতিদিন
100. কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?
ব্যথার দান
রিক্তের বেদন
মৃত্যুক্ষুধা
শিউলিমালা