EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
1761. সৈয়দ শামসুল হক রচিত নাটক-
পরাণের গহীন ভিতর
নিষিদ্ধ লোবান
নূরলদীনের সারাজীবন
প্রণীত জীবন
ব্যাখ্যা: সঠিক উত্তর নেই। (ঘ) প্রণীত জীবন সৈয়দ শামসুল হক রচিত আত্মজীবনীমূলক রচনা। (গ) নূরলদীনের সারাজীবন তাঁর একটি কাব্যগ্রন্থ (খ) নিষিদ্ধ লোবান- তাঁর একটি উপন্যাস। (ক) পরাণের গহীন ভিতর- তাঁর একটি কাব্যগ্রন্থ।
1762. ১৩। কোন লেখক 'জননী সাহসিকা' বলে পরিচিত?
সেলিনা হোসেন
সুফিয়া কামাল
জাহানারা ইমাম
রোকেয়া সাখাওয়াত হোসেন
ব্যাখ্যা: জননী সাহসিকা বলে পরিচিত সুফিয়া কামাল। জাহানারা ইমামের উপাধি শহিদ জননী, বেগম রোকেয়ার উপাধি হলো মুসলিম নারী জাগরণের অগ্রদূত।
1763. Masonry Construction-এর জন্য Standard Brick-এর মাপ কত?
১০" × ২০০×৪১/২
৯/২×২০×৪১/
৮১/২০৩/২×৪১/
১১" × ৩" × ৪১/২"
ব্যাখ্যা: মসলা ছাড়া ইটের আকার ৯১/২ × ২০/৪" × ৪১/২" এবং মসলাসহ ইটের আকার ১০"x৩"× ৫" (ইটের এই সাইজ PWD অনুমোদিত)
1764. 'অটিজম' কোন ধরনের সমস্যা?
মস্তিষ্কের বৃদ্ধিজনিত সমস্যা
মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যা
শ্রবণশক্তির ঘাটতিজনিত সমস্যা
মস্তিষ্কের বিকাশজনিত সমস্যা
ব্যাখ্যা: অটিজম হচ্ছে শিশুর মস্তিষ্কের বিকাশজনিত সমস্যা। যেখানে শিশুদের মধ্যে সামাজিক যোগাযোগ, সামাজিক আচরণ, সামাজিক কল্পনা ইত্যাদি ক্ষেত্রসমূহে বেশ সমস্যা লক্ষ করা যায়। বিশেষজ্ঞরা একে অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডার বলেন। শিশুর জন্মের প্রথম তিন বছরের মধ্যে এর লক্ষণ প্রকাশ পায়।
1765. ক্রিপ্টোকারেন্সি ধারণাটি-
অর্থনৈতিক লেনদেন সম্পর্কিত
কূটনৈতিক বিষয় সম্পর্কিত
যুদ্ধসম্পর্কিত
কোনোটিই নয়
ব্যাখ্যা: গুপ্তমুদ্রা বা ক্রিপ্টোকারেন্সি হলো বাইনারি উপাত্তের একটি সংকলন, যা বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে। এর অস্তিত্ব শুধু ইন্টারনেট জগতেই বিদ্যমান। ২০১৭ সাল থেকে এটি একটি উঠতি বাজারে পরিণত হয়েছে।
1766. ভাসানচর রোহিঙ্গা আশ্রয় প্রকল্প কোন জেলার অন্তর্গত?
বরিশাল
চট্টগ্রাম
নোয়াখালী
লক্ষ্মীপুর
ব্যাখ্যা: ভাসানচর মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনায় জেগে ওঠা বাংলাদেশের একটি ছোট্ট দ্বীপ। এটি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার চর ঈশ্বর ইউনিয়ন-এর অন্তর্গত।
1767. বাংলাদেশের সংসদ ভবনের স্থপতির নাম কী?
Frank Lloyd Wright
Lois I. Kahn
Le Corbusier
Charles Correa
ব্যাখ্যা: বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি আমেরিকান স্থাপত্যবিদ লুই আই কান। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই স্থপতি বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের পাশাপাশি সিল্ক ইনস্টিটিউট, ইয়েল ইউনিভার্সিটি, আর্টস লাইব্রেরি প্রভৃতি নকশা করেন।
1768. 'সবুজ গ্রহ' বলা হয় কোনটিকে?
মঙ্গল
নেপচুন
প্লুটো
ইউরেনাস
ব্যাখ্যা: সবুজ গ্রহ বলা হয় ইউরেনাসকে। বুধ সূর্যের নিকটতম গ্রহ হলেও মানুষ বা প্রাণী বসবাসের অযোগ্য। আর মঙ্গল গ্রহকে বলা হয় লাল গ্রহ বা গোলাপি গ্রহ।
1769. । 'He went a hunting'. Here 'a' is used as a/an-.
determiner
preposition
indefinite article
modifier
ব্যাখ্যা: Answer option-গুলোর মধ্যে (খ) উত্তরটি সঠিক। কারণ, He went on hunting is correct if you meant to say, he was already hunting, and he kept on doing. অর্থাৎ, সে শিকারে গিয়ে তা এখনও শেষ করে নি। এটা এখনও চালিয়ে যাচ্ছে।
1770. The phrase 'over head and ears' means-
emotionally
easily
critically
completely
ব্যাখ্যা: completely দ্বারা কোনোকিছু completely বা পরিপূর্ণভাবে হয়েছে তা বুঝায়। প্রশ্নে উল্লিখিত Phrase 'over head and ears'-টি দ্বারা একই অর্থ বুঝায়।
1771. Which one is the antonym of 'gallant'?
valiant
naive
coward
gullible
ব্যাখ্যা: "Gallant"-এর antonym হলো coward. 'Gallant' দ্বারা বীরদীপ্ত বুঝায়। এর বিপরীত শব্দ হবে ভীরু, কাপুরুষ। Naive অর্থ নিষ্পাপ, valiant অর্থ সাহসী, আর gullible অর্থ অতি সরল।
1772. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কততম অনুচ্ছেদে শিক্ষার অধিকারের বিষয়টি বর্ণিত আছে?
১৫
১৬
১৭
১৮
ব্যাখ্যা: আমাদের সংবিধানে শিক্ষাকে একটি বিশেষ মর্যাদা দেয়া আছে। সংবিধানের ১৭ অনুচ্ছেদে শিক্ষার কথা বলা আছে। এ এ অনুচ্ছেদে মূলত তিনটি বিষয় উল্লেখ আছে। প্রথমত, এখানে আইনানুযায়ী সর্বজনীন গণমুখী, অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার কথা বলা আছে।
1773. Please come the bathroom.
out of
over
on
in
ব্যাখ্যা: Imperative sentence দ্বারা আদেশ, অনুরোধ, উপদেশ ইত্যাদি বুঝায়। Option (ক) এর উত্তরটি সঠিক। কারণ, এটি কাউকে bathroom থেকে বের হওয়ার জন্য অনুরোধ করছে।
1774. ছোট সোনা মসজিদ কোথায় অবস্থিত?
বাংলাদেশ
ভারত
শ্রীলঙ্কা
থাইল্যান্ড
ব্যাখ্যা: ছোট সোনা মসজিদ বাংলাদেশের অন্যতম প্রাচীন মসজিদ। প্রাচীন বাংলার রাজধানী গৌড় নগরীর উপকণ্ঠে পিরোজপুর গ্রামে এ স্থাপনাটি নির্মিত হয়েছিল, যা বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার অন্তর্গত। সুলতান আলাউদ্দিন হুসেন শাহ্-এর শাসন আমলে (১৪৯৪- ১৫১৯) ওয়ালি মোহাম্মদ নামে এক ব্যক্তি এই মসজিদ নির্মাণ করেন।
1775. What is the masculine form of 'bee'?
drone
colt
stag
beetle
ব্যাখ্যা: There are three types of honey bee in every hive. প্রত্যেক মৌচাকে তিন ধরনের মৌমাছি রয়েছে। কর্মী মৌমাছি, drone (পুং মৌমাছি) বা রাজা এবং রানি মৌমাছি। কর্মী মৌমাছি থেকে রানি মৌমাছি আকারে বড় হয়। এটি ডিম উৎপাদন করে। পুং drone বা রাজা মৌমাছি বড় দেহের অধিকারী হয়। এটির কোনো হুল থাকে না। অর্থাৎ, bee এর masculine form হলো drone.