EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
1421. 'কারাগারের রোজনামচা' বইটিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কত সালের বন্দি জীবনের অভিজ্ঞতা লিপিবদ্ধ করা হয়েছে?
১৯৬০-১৯৬২ সাল
১৯৬২-১৯৬৪ সাল
১৯৬৩-১৯৬৫ সাল
১৯৬৬-১৯৬৯ সাল
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ ১৭ মার্চ ২০১৭ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীর দ্বিতীয় গ্রন্থ 'কারাগারের রোজনামচা' প্রকাশিত হয়। বইটিতে বঙ্গবন্ধুর ১৯৬৬ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত কারাগারে অবস্থানকালের স্মৃতি স্থান পেয়েছে।
1422. ফালুজা কোন দেশের সাথে সম্পর্কিত?
ইরান
ইরাক
লিবিয়া
ওমান
ব্যাখ্যা: ব্যাখ্যা: ইরাকের রাজধানী বাগদাদের প্রায় ৯ কিলোমিটার পশ্চিমে আল আনবার প্রদেশের একটি শহর হলো 'ফালুজা'। এটি মসজিদের শহর হিসেবে বেশি পরিচিত।
1423. এশিয়া মহাদেশের অন্তর্গত সর্বশেষ স্বাধীন দেশ কোনটি?
বাংলাদেশ
পূর্ব তিমুর
সিঙ্গাপুর
তাইওয়ান
ব্যাখ্যা: ব্যাখ্যা: এশিয়া মহাদেশে অবস্থিত দেশসমূহের মধ্যে সর্বশেষ স্বাধীনতা লাভকারী দেশ পূর্ব তিমুর। দেশটি স্বাধীনতা লাভ করে ২০০২ সালের ২০ মে। বাংলাদেশ স্বাধীনতা লাভ করে ১৬ ডিসেম্বর ১৯৭১, সিঙ্গাপুর স্বাধীনতা লাভ করে ৩১ আগস্ট ১৯৬৩ এবং তাইওয়ান চীন প্রজাতন্ত্রের একটি প্রদেশ, যা এখনও স্বাধীনতা লাভ করেনি।
1424. রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র কোথায়?
কক্সবাজার
বাগেরহাট
ভোলা
খুলনা
ব্যাখ্যা: ব্যাখ্যা: সুন্দরবন থেকে ১৪ কিলোমিটার দূরে পশুর নদীর তীরে বাগেরহাট জেলার রামপালে অবস্থিত কয়লাভিত্তিক রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। এটি ভারত এবং বাংলাদেশের যৌথ বিদ্যুৎ প্রকল্প।
1425. সাঙ্গু গ্যাসক্ষেত্রটি কোথায় অবস্থিত?
কুমিল্লা
ভোলা
সিলেট
বঙ্গোপসাগর
ব্যাখ্যা: ব্যাখ্যা: 'সাঙ্গু' বাংলাদেশের সাগর বক্ষে অবস্থিত প্রথম ও একমাত্র গ্যাসক্ষেত্র। ১৯৯৬ সালে আবিষ্কৃত এ গ্যাসক্ষেত্রটির অবস্থান চট্টগ্রামের সলিমপুর থেকে ৫০ কিলোমিটার দূরত্বে বঙ্গোপসাগরে।
1426. The main ingredients of Portland Cement are:
Lime and Silica
Lime and alumina
Lime and iron
Silica and alumina
ব্যাখ্যা: ব্যাখ্যা: The chief chemical components of portland cement are calcium or lime and silica. The percentage of lime and silica are 63% and 22%. Lime is derived from lime stone and silica comes from the sands and clay.
1427. কোন তারিখে মুজিবনগর দিবস পালন করা হয়?
১৫ ডিসেম্বর
১৫ আগস্ট
১৪ ডিসেম্বর
১৭ এপ্রিল
ব্যাখ্যা: ব্যাখ্যা: ১৯১৭ সালের ১৭ এপ্রিল বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে মেহেরপুর জেলার মুজিবনগরে। আর তাই ১৭ এপ্রিল বাংলাদেশে পালিত হয় মুজিবনগর দিবস হিসেবে। অন্যদিকে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস এবং ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালিত হয়।
1428. বাংলাদেশ উন্নয়ন ফোরামের প্রধান সমন্বয়কারী প্রতিষ্ঠান কোনটি?
বিশ্বব্যাংক
এডিবি
আইএমএফ
জাইকা
ব্যাখ্যা: ব্যাখ্যা: বাংলাদেশ উন্নয়ন ফোরাম হলো বিভিন্ন উন্নয়ন অংশীদার, জাতীয় ও আন্তর্জাতিক এনজিওসহ উন্নয়ন কার্যক্রমের সাথে জড়িত বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যকর সংলাপের একটি প্লাটফর্ম, যা পরিচালিত হয় অর্থ- মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) কর্তৃক।
1429. Vertical construction joints are provided where the shearing forces are minimum in the case of the-
Slabs
Girder
Beams
All of these
ব্যাখ্যা: ব্যাখ্যা: A vertical construction joint is provided when concrete pouring needs to be stopped due to some reason and then is continued again later. Construction joints are often required at the ends of beam, slab, girder, tic beams etc.
1430. কোন জেলার সাথে মিয়ানমারের সীমান্ত আছে?
কুমিল্লা
বান্দরবান
ফেনী
চট্টগ্রাম
ব্যাখ্যা: ব্যাখ্যা: বাংলাদেশের মোট ৩২টি সীমান্তবর্তী জেলার মধ্যে ভারতের সাথে সীমান্ত রয়েছে ৩০টি জেলার এবং মিয়ানমারের সাথে সীমান্তবর্তী ৩টি জেলা (রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজার)।
1431. জাতিসংঘের সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি?
পূর্ব তিমুর
কঙ্গো
দক্ষিণ সুদান
কসোভো
ব্যাখ্যা: ব্যাখ্যা: জাতিসংঘের বর্তমান সদস্য দেশের সংখ্যা ১৯৩টি। সর্বশেষ সদস্য দেশ দক্ষিণ সুদান ১৪ জুলাই ২০১১ সালে সদস্যপদ লাভ করে।
1432. এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
টোকিও
ম্যানিলা
বেইজিং
সিঙ্গাপুর
ব্যাখ্যা: ব্যাখ্যা: ১৯ ডিসেম্বর ১৯৬৬ সালে আঞ্চলিক উন্নয়ন ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয় এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। ৬৮ সদস্য দেশের এ প্রতিষ্ঠানের সদর দপ্তর অবস্থিত ফিলিপাইনের ম্যানিলায়।
1433. বছরের সবচেয়ে বড়দিন কোনটি?
২০ জুন
২২ জুন
২১ জুন
২৩ জুন
1434. জনসংখ্যার হিসেবে দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ কোনটি?
বাংলাদেশ
শ্রীলংকা
ভারত
পাকিস্তান
ব্যাখ্যা: ব্যাখ্যা: জনসংখ্যার দিক দিয়ে দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ ভারত, যার বর্তমান জনসংখ্যা ১৩৮ কোটি। অন্যদিকে পাকিস্তানের জনসংখ্যা ২২.০৯ কোটি, বাংলাদেশের জনসংখ্যা ১৬.৮২ কোটি এবং শ্রীলংকার জনসংখ্যা ২.১৪ কোটি।
1435. The arrangement made to support an unsafe structure temporarily as :
Shoring
Scaffolding
Underpinning
Jacking
ব্যাখ্যা: ব্যাখ্যা: Shoring is the process of temporarily supporting a building, structure or trench with shores when in danger of during repairs. Shoring comes from shore, a timber or metal. Shoring may be vertical angled or horizontal.
1436. Which one of the following is used for preparing porcelain?
Clay
Quartz
Feldspar
All of these
ব্যাখ্যা: ব্যাখ্যা: The principal clays used to make porcelain are chain a clay and ball clay. Feldspar a mineral comprsing mostly aluminium silicate, a type of hard quartz in the porcelain mixjure.
1437. 'ফণী' ঘূর্ণিঝড় আঘাত হেনেছিল কোন কোন দেশে?
ভারত ও বাংলাদেশ
ভারত ও শ্রীলংকা
বাংলাদেশ ও মিয়ানমার
মিয়ানমার ও থাইল্যান্ড
1438. এশিয়া প্যাসিফিক রিজিয়ন হতে কোন দেশ ২০২০- ২০২২ সালের জন্য জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য নির্বাচিত হয়েছে?
জাপান
বাংলাদেশ
দক্ষিণ কোরিয়া
ভারত
1439. বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত ছাড়াও কোন দেশটি ব্যাপকভাবে সহযোগিতা করেছে?
চীন
রাশিয়া
নেপাল
শ্রীলংকা
ব্যাখ্যা: ব্যাখ্যা: মুক্তিযুদ্ধে রাশিয়া ও ভারতের সামরিক, কূটনৈতিক ও রাজনৈতিক সহযোগিতা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
1440. 'রামসার এলাকা' ভুক্ত স্থান কোনটি?
টাঙ্গুয়ার হাওর
বনি বাওর
রাউয়াছড়া বরাল
চলন বিল
ব্যাখ্যা: ব্যাখ্যা: রামসার কনভেনশনের অধীনে এখন পর্যন্ত বাংলাদেশের ২টি স্থানকে 'রামসার এলাকা' হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। এ দুটি এলাকা হলো টাঙ্গুয়ার হাওর এবং সুন্দরবন রিজার্ভ ফরেস্ট।