MCQ
20301. Degree of Saturation-এর equation কোনটি?
Vw/Vv
Vw/Vs
Vw/(Vv+Vs)
(Vv+Vs)/Vw
ব্যাখ্যা: ব্যাখ্যা: নমুনা মৃত্তিকার পানির আয়তনের সাথে ভয়েডের আয়তনের অনুপাতকে ডিগ্রি অব সেচুরেশন বলে।
20302. কণার আকার বড় হলে স্টোকের সূত্রে তলানি বেগ হবে-
কম
বেশি
সমান
কোনো পরিবর্তন হবে না
20303. সম্পূর্ণরূপে সম্পৃক্ত মৃত্তিকার কয়টি উপাদান থাকে?
৫টি
২টি
৩টি
৪টি
ব্যাখ্যা: ব্যাখ্যা: সম্পূর্ণরূপে সম্পৃক্ত মৃত্তিকার দুটি উপাদান, যথা- (i) মাটি; (ট) পানি।
20304. নিচের কোন তরল পদার্থ মৃত্তিকার নম্যতা সৃষ্টি করে?
পানি
প্যারাফিন
ডিজেল
কেরোসিন
20305. নিচের কোন মৃত্তিকার ভেদ্যতার মাত্রা অধিক?
গ্র্যাভেল জাতীয় মৃত্তিকা
বেলে মৃত্তিকা
কর্দম মৃত্তিকা
পলি মৃত্তিকা
ব্যাখ্যা: ব্যাখ্যা: কোনো মাটির ধারাবাহিক ভয়েডের ভিতর দিয়ে পানি বা অন্য কোনো তরলের প্রবাহিত হওয়ার ধর্মকে ভেদ্যতা (Permeablity) বলে। গ্রাভেল উচ্চ ভেদ্যগুণসম্পন্ন মাটি।
20306. Volume of voids এবং Volume of Solids-এর ratio-কে কী বলা হয়?
ভয়েড রেশিও (c)
পরোসিটি (N)
একক ওজন (r)
কোনোটিই নয়
20307. একখণ্ড মাটির Void-এর Volume ও তার Total Volume-এর অনুপাতকে বলা হয়-
Void ratio
Porosity
Water Content
Degree of Saturation
ব্যাখ্যা: ব্যাখ্যা: নমুনা মৃত্তিকার ভয়েড অংশের আয়তন মোট আয়তনের অনুপাতকে পরোসিটি বলে, n=Vv/V
এখানে, n = পরোসিটি
Vv = ভয়েড অংশের আয়তন
V = মোট আয়তন।
20308. কোন ধরনের মৃত্তিকার জন্য স্পর্শকাতরতা পরীক্ষা করা হয়?
স্থুলদানার মৃত্তিকা
সূক্ষ্মদানার মৃত্তিকা
বেলে মৃত্তিকা
উপরের সবগুলো
20309. গ্রুপ ইনডেক্স-এর মান ঋণাত্মক হলে কী লিখতে হয়?
সেই সংখ্যাই
পূর্ণসংখ্যা
জোড়বোধক সংখ্যা
শূন্য
ব্যাখ্যা: ব্যাখ্যা: AASHO পদ্ধতিতে সূক্ষ্মদানার মৃত্তিকার শ্রেণিবিন্যাসের সাথে বন্ধনিতে একটি সংখ্যামান (পূর্ণসংখ্যা, 0, 1.2 ইত্যাদি) উল্লেখ করা হয়। এ সংখ্যামানটিই গ্রুপ ইনডেক্স। এর মান ধনাত্মক হলে শূন্য ধরা হয়।
20310. আলগা মৃত্তিকায় ভয়েড -এর মান দৃঢ় মৃত্তিকার ভয়েড e-এর মান অপেক্ষা-
কম
অধিক
সমান
শূন্য
20311. Soil laboratory-তে hydrometer কী কাজে ব্যবহৃত হয়?
Shear strength বের করার কাজে
Soil-এর Water content বের করার কাজে
Grain size বের করার কাজে
Soil-এর density বের করার কাজে
ব্যাখ্যা: ব্যাখ্যা: Grain size বের করার কাজে Soil laboratory- Hydrometer ব্যবহার করা হয়।
20312. নিচের কোনটি ভয়েড রেশিও (e)-এর মান?
Vv/V
Vs/V
Vv/Vs
Vw/V
Job Preparation
Civil Engineering
ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস
জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং
Himalay Sen Sir
ব্যাখ্যা: ব্যাখ্যা: নমুনা মৃত্তিকার Vv অংশের আয়তনের সাথে কঠিন অংশের আয়তনের Vs অনুপাতকে ভয়েড রেশিও বলে।
e=Vv/Vs
20313. নিচের কোনটি পরোসিটি (n)-এর মান?
Vw/V
Vv/V
Vs/V
Vv/Vs
ব্যাখ্যা: ব্যাখ্যা: নমুনা মৃত্তিকার Vv অংশের আয়তনের সাথে মোট আয়তন V-এর অনুপাতকে বলে প্যারাসিটি
N=Vv/V
20314. নিচের কোন equation-টি Density Index-এর?
I_d = (e-e_min)/( e_max-e_min)
I_d=(e_max-e)/( e_max-e_min )
I_d =( e_max-e_min)/ /( e-e_min)
I_d =( e_max-e_min)/ /( e_max-e)
ব্যাখ্যা: ব্যাখ্যা: Density Index: সর্বাধিক আলগা অবস্থায় ফাঁকা অংশের অনুপাত (e_max) এবং মাটির প্রকৃতির ফাঁকা অংশের অনুপাত এর পাথর্য্যের সাথে সর্বাধিক আলগা অবস্থায় ফাঁকা অংশের অনুপাত এবং সর্বাধিক দৃঢ়াবদ্ধ অবস্থায় ফাঁকা অংশের অনুপাতের পার্থক্যের অনুপাতকে আপেক্ষিক ঘনত্ব বলে।
I_d=(e_max-e)/( e_max-e_min )
20315. অধিকাংশ মৃত্তিকার ক্ষেত্রে টাফনেস ইনডেক্সের মান কত এর মধ্যে হয়?
০ থেকে ৩.০০-এর মধ্যে
০ থেকে ২.০০-এর মধ্যে
০ থেকে ১.০০-এর মধ্যে
০ থেকে ৫.০০-এর মধ্যে
20316. মাটির স্পেসিফিক গ্রাভিটি কোন যন্ত্র দিয়ে মাপা হয়? [ΒΕΡΖΑ-23]
Hydrometer
Sieve
Pycnometer
Triaxial
ব্যাখ্যা: ব্যাখ্যা: Soil-এ Specific gravity pycnometer দিয়ে বের করা হয়।
20317. যে-পরিমাণ পানির মাত্রায় মৃত্তিকার প্লাস্টিক আচরণের সমাপ্তি ঘটে, ঐ পানির মাত্রাকে বলা হয়-
তারল্য সীমা
নম্যতা সীমা
সংকোচন সীমা
এটারবার্গ সীমা
20318. একটি Hydrometer সাধারণত কোন Temperature-এ Calibrate করা থাকে?
২৭°সে.
৩০°সে.
০°সে.
৫০°সে.
ব্যাখ্যা: ব্যাখ্যা: হাইড্রোমিটার সব সময় 27°C তাপমাত্রায় কেলিব্রেশন করা হয়ে থাকে। হাইড্রোমিটার বিশ্লেষণে মাটিকে পানির সাথে মিশাতে 4% হারে সোডিয়াম হেক্সামেটা ফসফেট [Na6 (PO)6] কেমিক্যাল ব্যবহার করা হয়।
20319. নিচের কোনটি Dry unit weight gravity (γ_d)-এর সঠিক Equation?
γ_d=Ws/V
γ_d=γ_sat-γ_w
γ_d=Ws/Vs
γ_d =Wsat-V
ব্যাখ্যা: ব্যাখ্যা: কোনো মাটির নমুনার শুষ্ক ওজনের সাথে আয়তনের অনুপাতকে শুষ্ক একক ওজন বলে। সর্বাধিক আলগা অবস্থা কোনো মাটির γ_d-এর মান শূন্য এবং সর্বাধিক দৃঢ়াবস্থায় কোনো মাটির γ_d-এর মান 1.
20320. কটি Soil-এর Water content তার Shrinkage limit-এর চেয়ে কম। Soil-টি কোন State-এ থাকবে?
Semi-solid state
Plastic state
Solid state
Liquid state