MCQ
20701. Portland cement তৈরি করার সময় Gypsum দেওয়া হয়- [PWD-2000, BBA-20]
সিমেন্ট জমাটবাঁধার সময় কমানোর জন্য
সিমেন্ট জমাটবাঁধার সময় বাড়ানোর জন্য
পোড়ানোর তাপমাত্রা কমানোর জন্য
ক্ষারতা কমানোর জন্য
20702. Steel-এর unit weight কত? [R&H-01; BBA-20]
৪০০ পাউন্ড/ঘনফুট
৪৪০ পাউন্ড/ঘনফুট
৪৯০ পাউন্ড/ঘনফুট
৫১০ পাউন্ড/ঘনফুট
ব্যাখ্যা: ব্যাখ্যা: Steel-এর Unit weight 7850kg/m³ বা, 78.5 kN/m² অথবা, 490pound/fr.
20703. Argillaceous rocks have their main constituent as-
carbonate of lime
clay or aluminium
silica or sand
all of these
20704. The most powerful explosive used in blasting is-
dynamite
blasting power
gun cotton
cordite
20705. The specific gravity of sand stone is---
1.1 to 1.8 2
1.8 to 2.65
2.65 to 2.95
2.95 to 3.4
20706. কাস্ট আয়রন- প্রক্রিয়ায় উৎপাদিত হয়। [PPA-20]
সিমেন্টেশন
বেইজমার
ক্রনিকল
ফার্নেস
20707. 1 kg sand of FM 2.00 is mixed with another 500 gm sand of FM 2.60. Determine the combined FM- [MES-06]
2.50 FM
2.20 FM
2.60 FM
2.30 FM
ব্যাখ্যা:
ব্যাখ্যা: FM = (1000 x2 + 500 ×2.6 )/1000+500= 2.20
20708. The bulk density of aggregate depends upon its-
shape
grading
compaction
all of these
20709. ইটের উপাদানে সিলিকার পরিমাণ কত? [R&H-06; MODMR-06; BGDCL-17: DM-19]
৪৫% থেকে ৫০%
৬০%
৩০%
৫৫%
ব্যাখ্যা: ব্যাখ্যা: ইটের কাদায় প্রয়োজনীয় উপাদানগুলো হলো-
(i) সিলিকা-55%
(ii) অ্যালুমিনা-30%
(iii) আয়রন অক্সাইড-৪%
(iv) ম্যাগনেশিয়া-5%
(v) লাইম-1%
(vi) জৈব পদার্থ-1%/
20710. কোনটি জিপসাম সার?[BBA-20]
CaSO4.2H2O
NaCO3.2H₂O
CaCO3.2H2O
Na2SO2.2H2O
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: জিপসাম সাদা বা ধূসর বর্ণের পাউডারের মতো এক ধরনের রাসায়নিক সার। এ সারে ১৭ শতাংশ সালফার বা গন্ধক এবং ২৩ শতাংশ ক্যালসিয়াম থাকে। এটি কোমল প্রকৃতির এবং আলোতে কিছুটা চিক চিক করে। সাধারণত মাটিতে গন্ধকের অভাব হলে গাছের সবুজ বর্ণ বিনষ্ট হয়, কাণ্ড সবুজ ও চিকন হয়, পাতা ফ্যাকাশে সবুজ বা হলুদ আকার ধারণ করে। তখন জিপসাম সার প্রয়োগ করা হয়। জিপসাম সারের রাসায়নিক সংকেত হলো CaSO4.2H2O.
20711. The silicious sand stone which has been subjected to metamorphic action, is called-
moorum
quartzite
laterite
dolomite
20712. The colour of granite is-
grey
green
brown
all of these
20713. প্লাইউড তৈরি হয়- [BPSC-20]
সাধারণ কাঠ হতে
বাঁশের আঁশ হতে
সেগুন কাঠ হতে
অ্যাজবেস্টস শিট হতে
ব্যাখ্যা: প্লাইউড তৈরিতে সাধারণত বেশি ব্যবহার করা হয় বার্মা সেগুন (Burma Teak) এবং গর্জন কাঠ (Gorjon)
20714. পুরুত্বে ৫ সেমি ও প্রশস্তে ১০ সেমিবিশিষ্ট কাঠকে বলে--- [PPA-20]
স্লেট
বোর্ড
প্লাঙ্ক
স্ট্রিপ
20715. The crushing strength of a stone depends upon its
texture
specific gravity
workability
both (a) and (b)
20716. সর্বোচ্চ ৭২% লোহা থাকে---- রডে। [PPA-20]
ম্যাগনেটাইট
রেড হেমাটাইট
লিমোনাইট
ব্ল্যাক ব্যান্ড
ব্যাখ্যা: ব্যাখ্যা: ম্যাগনেটাইট একটি শিলা খনিজ এবং প্রধান আয়রন আকরিকগুলোর মধ্যে একটি, এর রাসায়নিক সংকেত FejO,। এটি আয়রনের একটি অক্সাইড।
20717. ভালো ইট তৈরির মাটিতে ক্লে ও সিল্ট-এর পরিমাণ কমপক্ষে শতকরা কত হওয়া উচিত?[MOLE-19]
৫০%
৩০%
80%
২৫%
ব্যাখ্যা: ব্যাখ্যা: ভালো ইট তৈরিতে মাটির মধ্যে কাদা এবং পলির (silt) পরিমাণ শতকরা ২৫ ভাগ থাকতে হবে।
20718. ১ম শ্রেণির ইটের Crushing strength সর্বনিম্ন কত?[HED-19]
70 kg/cm²
125 kg/cm²
105 kg/cm²
140 kg/cm
ব্যাখ্যা: ব্যাখ্যা: ১ম শ্রেণির ইটের Crushing strength-105 kg/cm²
২য় শ্রেণির ইটের Crushing strength-70 kg/cm²
৩য় শ্রেণির ইটের Common building bricks crushing strength-35 kg/cm²
Sun dried brick crushing strength-15 kg/cm²
Fly ash brick crushing strength-90-100 kg/cm²
20719. নিচের কোন উপাদানটি কাচের স্বচ্ছতা বৃদ্ধি করে? [BBA-20]
সোডিয়াম
সিলিকা
ম্যাগনেশিয়াম
অ্যালুমিনা
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: কাচ প্রধানত সিলিকন ডাই-অক্সাইডের সাথে সোডিয়াম অক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড মিশিয়ে তৈরি করা হয়। এ ধরনের কাচের প্রধান বৈশিষ্ট্য হলো স্বচ্ছতা এবং ভঙ্গুরতা।
20720. Quick lime পানির সাথে বিক্রিয়া করলে উৎপন্ন হয়- [BPSC-20]
Hydraulic lime
Poor lime
Hydrated lime
Slaked lime
ব্যাখ্যা: Quick lime হলো ক্যালসিয়াম অক্সাইড (CaO) বা চুন।
চুন পানির সাথে বিক্রিয়া করে সাদা রঙের ক্যালসিয়াম হাইড্রোক্সাইড [Ca(OH)2] বা স্ন্যাকেড লাইম উৎপন্ন করে।